শারদীয়া কনটেস্ট ১৪৩২, মহাসপ্তমীর ফটোগ্রাফি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি।
"আমার বাংলা ব্লগ"এর প্রত্যেক সদস্যকে জানাই আমার প্রণাম। বাঙালির বারো মাসে তেরো পার্বণ চলতে থাকে, আর তার মধ্যে সবথেকে বড় যে উৎসব সেটি হল দুর্গাপূজা। সারা বছরে অনেক উৎসব আমরা হতে দেখতে পারি তবে বছরে এই দুর্গাপুজোর দিনগুলোর জন্য বিশেষভাবে আমরা সারা বছর দিন গুনতে থাকি। যেহেতু আমি "আমার বাংলা ব্লগ"এর সাথে প্রায় এক বছর ধরে যুক্ত রয়েছি তাই বিগত বছরের শারদীয়া কনটেস্ট দেখেছি তবে অংশগ্রহণ করতে পারিনি। এই বছরে প্রথম এই শারদীয়া কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে আমার বেশ ভালো লাগছে। ফলাফল যাই হোক না কেন কনটেস্টে অংশগ্রহণ করার বিশেষ একটা আনন্দ আছে। আর তাও আবার এমন সুন্দর শারদীয়া উৎসব নিয়ে কনটেস্ট শুনেই মন ভরে যায়। এবার পুজোটা আমার জন্য ভীষণই স্পেশাল ছিল। পরিবারের সাথে বেশ সুন্দর সময় কাটিয়েছি এবং মা দুর্গার অনেক সুন্দর প্রতিমা আর প্যান্ডেল দেখেছি। মা দুর্গার সুন্দর মিষ্টি প্রতিমা এবং প্যান্ডেলের সুন্দর ফটোগ্রাফিও করেছি, যেগুলি পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।
💠দূর্গাপূজার মহাসপ্তমী💠
*থিমের নাম :- রঙিন সুতোয় শারদীয়া।
এ বছরের দুর্গা মায়ের প্যান্ডেল দর্শন করতে বেরিয়েই প্রথমে এই প্যান্ডেলটি দেখতে পেলাম। চমৎকার সুন্দর লাগলো প্যান্ডেলটির বাইরের চমক দেখে। রাস্তার সামনের প্রবেশের গেটটা দেখেই মুগ্ধ হয়ে গেলাম, সুতো দিয়ে এমন সুন্দর কারুকার্য করা হয়েছে সেটা দেখে। পুরো গেটটা জুড়ে সুতোর কারুকার্য তার মাথার উপরে আবার চারটে পদ্মফুল মাঝখানে আবার স্বয়ং মা বসে আছেন। গেটের ওপরে গোল করে আবার ছোট ছোট ঘন্টা বেঁধে রাখা রয়েছে। সুন্দর এই গেটটি দেখেই প্রবেশ করলাম ভেতরের প্যান্ডেলটি দেখতে।
প্যান্ডেলটির সামনে এসে যেই দাঁড়ালাম এমন অপরূপ সুন্দর কারুকার্য দেখে চোখ ফেরাতে পারছিলাম না। কাঁচরাপাড়া নিউ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এমন সুন্দর একটি দুর্গা মায়ের প্যান্ডেল তৈরি করা হয়েছে। থিমের নাম অনুযায়ী প্যান্ডেলটি সুন্দর রঙিন সুতো দিয়ে কারুকার্য করা হয়েছে। আর এই কারুকার্য খুবই চমৎকার করে তৈরি করেছে দক্ষ শিল্পীরা।
প্রধান গেট থেকে যখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছিলাম তখন মাথার ওপরে সুন্দর মায়ের একটি মায়াবী মুখমন্ডল দেখতে পেলাম। আর এই মুখমণ্ডলের ওপরে রয়েছে সুন্দর কিছু লাইটিং এবং নিচে রয়েছে সুন্দর কিছু ফুলের কারুকার্য।
প্রবেশপথে মাথার উপরে দেখতে পেলাম বেশ কিছু চুরি ঝোলানো যা ছোটবেলায় খেলা করতাম, আর তারই মাঝে কিছু সাদা রংয়ের প্রজাপতি রয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে।
ভেতরে প্রবেশ করতেই চোখ পরল মাথার উপরের কারুকার্যের দিকে। অপূর্ব সুন্দর কারুকার্য এবং বিভিন্ন রঙের সুতো ব্যবহার করার কারণে ভীষণই কালারফুল লাগছিল দেখতে।
চারিপাশের দেওয়ালে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর সুতোর কারুকার্য এবং তার মধ্যেই রয়েছে ছোট বড় পেঁচার মূর্তি, নারী ও রাধা কৃষ্ণের চিত্রাংকন।
পুরো প্যান্ডেলের মাঝখানটায় রয়েছে পদ্ম ফুলের পুকুরের কারুকার্য এই পদ্ম ফুলের পুকুরের চারপাশ থেকে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল।
আর একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম দুর্গা মায়ের প্রতিমা। তুলনামূলক ছোট মায়ের প্রতিমা এখানে রয়েছে এবং এই মায়ের প্রতিমাতেই পুজো করা হয়েছে। সামনে একটি গেট লাগানো রয়েছে যেন মায়ের কাছে কেউ যেতে করতে না পারে।
একটু বাঁদিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম প্যান্ডেলের দুর্গা মায়ের প্রতিমা। অপূর্ব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই দুর্গা মায়ের প্রতিমা। মায়ের প্রতিমার চারপাশটা ভীষণ সুন্দরভাবে সুতো দিয়ে কারুকার্য করা হয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 29:09:2025
** থিমের নাম :- সময়ের পরিক্রমা।
দ্বিতীয় যে প্যান্ডেলটির ফটোগ্রাফি আপনারা দেখতে পারছেন এটি একটি বড় মাঠের একপাশে তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর করে থাকে প্রতিবছর এই প্যান্ডেলটি, তাই আমি প্রতিবছরই দেখতে যাই। এই প্যান্ডেলটিও কাঁচরাপাড়াতেই করা হয়েছে। এই প্যান্ডেলটির থিম অনুযায়ী এই প্যান্ডেলটিতে সময়ের পরিক্রমা সুন্দরভাবে দেখানো হয়েছে।
প্রবেশ পথের দুই পাশে প্যান্ডেলে সুন্দর কারুকার্য করা হয়েছে এবং তার সাথে মইতে উঠছে কিছু মানুষ এমন কারুকার্য করা হয়েছে। বেশ সুন্দরভাবে এবং দক্ষতার সাথে কারো কার্যটি করা হয়েছে যার ফলে দেখতে খুবই সুন্দর লাগছে।
প্যান্ডেলের ভেতরে প্রবেশ পথের গেটটি ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে।
প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা মাত্রই দর্শন পেলাম শিব ঠাকুরের। শিব ঠাকুর বসে আছেন ফোয়ারার ঠিক মাঝখানে এবং তার চারপাশের দৃশ্য চমৎকার সুন্দর ফুটে উঠেছে।
শিব ঠাকুরের দুইপাশ থেকে চলে গেছে দুটো রাস্তা আমি ডান দিকের রাস্তা ধরলাম ভেতরে প্রবেশ করার জন্য। সামনে দেখতে পেলাম অপূর্ব সুন্দর কিছু কারুকার্য এবং তার সাথে অসংখ্য ঘড়ি আর তার সাথে সামনে রয়েছে কিছু মানুষের ছোট ছোট মূর্তি এবং তারা একটি দড়ি নিয়ে টানাটানি করছিল।
শিব ঠাকুরের ঠিক পেছন থেকে প্রবেশ করলাম মূল মণ্ডপে। মূল মণ্ডপে ঢুকতেই উপরের দিকে চোখ পরল, অপূর্ব সুন্দর এবং কালারফুল কারুকার্য। বিভিন্ন রঙের ঘড়ি দিয়ে কারুকার্য করা হয়েছে পুরো ছাদের মাঝখানের অংশটি আর তার পাশে রয়েছে সুন্দর কিছু ফুল ঝোলানো।
আর একটু সামনে এগোতে দেখতে পেলাম দুর্গা মায়ের অপূর্ব সুন্দর প্রতিমা। মায়ের ভীষণ সুন্দর এবং মায়াবী মুখমণ্ডল সহ প্রতিমাটি গড়ে তুলেছেন দক্ষ কারিগর। আশেপাশের কারুকার্য গুলো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। মায়ের চারপাশে ওম, ত্রিশূল এবং স্বস্তিক দিয়ে সুন্দর কারুকার্য করা ছিল।
মায়ের এই প্রতিমার পাশেই রয়েছে দুর্গা মায়ের প্রতিমা যেখানে মূলত পূজা করা হয়েছে সম্পূর্ণ নিয়মাবলী পালন করে। এই মায়ের মূর্তিটিও অপূর্ব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, দুর্গা মায়ের খুবই মিষ্টি এবং সুন্দর মুখমণ্ডল দেখে মন ভরে গেল।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 29:09:2025
***থিমের নাম:- নারী কথা।
প্রধান রাস্তা দিয়ে যাওয়ার সময় এই প্যান্ডেলটি দেখতে পেলাম সাথে সাথে নেমে গেলাম এই প্যান্ডেল এবং প্রতিমা দর্শনের জন্য। কাঁচরাপাড়ায় বিশ্বনাথ স্মৃতি সংঘের ক্লাবের উদ্যোগে তৈরি করা এবারের প্যান্ডেলের থিম হল নারী কথা। ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে এবারের প্যান্ডেলটি।
প্যান্ডেলটি সামনে থেকে দেখে যেমন চমৎকার অনুভূতি হল তেমন ভেতরে গিয়েও সুন্দর সুন্দর কিছু নারী মূর্তি দেখতে পেলাম।
নারী মূর্তির বিপরীত দিকেই ছিল চমৎকার কিছু কারুকার্য। আর তার সাথে রয়েছে ছোট বড় নারী মূর্তি এবং কিছু প্যাঁচার মূর্তি।
মূল প্রবেশ পথের ওপরের কারুকার্য ছিল চমৎকার সুন্দর। ছোট ছোট ঘর এবং ত্রিভুজ আকৃতির মধ্যে রয়েছে নারীর মুখমণ্ডল আর সাথে রয়েছে সুন্দর কালারফুল লাইটিং।
প্রবেশপথে মাথার উপরেও ছিল সুন্দর কারুকার্য লাল সাদা কাপড়ের কারুকার্যের মধ্যে আবার পেঁচাকে দেখা যাচ্ছে।
ভেতরে প্রবেশ করতেই তিনটা নারী মূর্তি দেখতে পেলাম যার মধ্যে মাঝখানের জন সম্ভবত মই দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে।
মাথার ওপরেও ছিল অসম্ভব সুন্দর কারুকার্য। ভীষণ সুন্দর কালারফুল এবং চৌকো চৌকো বক্সের মধ্যে সুন্দর চিত্র অংকন করা রয়েছে যা দেখে ভীষণই ভালো লাগলো।
প্যান্ডেলের চারপাশের দেয়ালে ভীষণ সুন্দর নারী চিত্র অংকন করা রয়েছে। এমন সুন্দর কারুকার্য দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম।
সামনেই মায়ের প্রতিমা, এই প্যান্ডেলে মায়ের প্রতিমাটি একদমই ভিন্ন রকম ভাবে তৈরি করা হয়েছে। চমৎকার সুন্দর প্যান্ডেল এবং তার কারুকার্য আর অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে প্যান্ডেল থেকে যেন বের হতে ইচ্ছা করছিল না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 29:09:2025
**** থিমের নাম :- ত্রিপর্ণ।
কাঁচরাপাড়ার এই পূজা মন্ডপটি দেখে আমি একদমই অবাক হয়ে গেলাম। একদমই নতুনত্ব রয়েছে এই প্যান্ডেলটির মধ্যে। প্যান্ডেলটি দেখলে মনে হচ্ছে কোন এক গাছের শিকড়ের মজবুত অংশের মধ্যে প্রবেশ করছি। প্যান্ডেলটির সামনেই বড় একটি মুখমণ্ডল, মুখমণ্ডলটি দেখে মনে হচ্ছে হালকা একটু মৃদু হাসি রয়েছে মুখে।
ভেতরে ঢুকতেই একদম অন্যরকম অনুভূতি হচ্ছে। দুপাশ থেকে কিছু হাত যেন বেরিয়ে আসছে।
ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম ছোট বড় অনেক মুখমণ্ডল যা দেখে মনে হচ্ছে তারা চিৎকার করছে। আসলে আমরা যখন গাছপালা কেটে ফেলছি তখন তাদেরও অনেক বেশি কষ্ট হয় কারণ গাছেরও প্রাণ আছে। তাই হয়তো এখানে চিৎকার করার মতো মুখমন্ডলের সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে গাছপালা কেটে ফেলার কারণে তাদেরও কষ্ট হচ্ছে এবং মৃত্যু ঘটছে।
আর একটু সামনে এগিয়ে যেতেই সুন্দর একটি ঝাড়বাতির মত কারুকার্য মাথার ওপরে দেখতে পেলাম।
মন্ডপের একদম মাঝখানে সুন্দর একটি গাছ রয়েছে যেটা একটি স্ত্রীর আদলে তৈরি করা এবং তার সন্তান তার হাতের সামনে যারা ঝরে পড়ছে। চমৎকার সুন্দর লাগলো এই গাছটির কনসেপ্ট।
আর একটু সামনে চোখ যেতেই দেখতে পেলাম সুন্দর দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমা যেন সবুজে ঘেরা রয়েছে। সুন্দর মিষ্টি মুখমণ্ডল সম্পন্ন দুর্গা প্রতিমার চারপাশ একদম সবুজের ঘেরা, এ যেন অপূর্ব সুন্দর দৃশ্য। প্রকৃতি আমাদের পরম সম্পদ সেটাই যেন মা বোঝানোর চেষ্টা করছে।
বেরিয়ে যাওয়ার পথে একটা পরী দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 29:09:2025
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟