শারদীয়া কনটেস্ট ১৪৩২, বিজয়া দশমীর ফটোগ্রাফি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি।
"আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। দেখতে দেখতে পুজোর দিনগুলো শেষ হয়ে গেল। একটু খেয়াল করলেই দেখা যায় আমাদের আনন্দের দিনগুলো কিন্তু তাড়াতাড়ি কেটে যায়। তেমনই পুজো শুরু হতে না হতেই পূজোর শেষের দিন চলে এলো। তবে আমাদের কপাল একটু ভালো যে আগেকার সময়ের মতো এখনকার সময়ে দশমীর দিনেই প্যান্ডেল খোলা শুরু করে না এবং দুর্গা মায়ের ভাসান দেয় না। দশমীর দিন যদিও ঘটের সুতো কাটা হয়ে যায় কিন্তু প্যান্ডেল এবং প্রতিমা আরও এক দুদিন থাকে। আর এই কারণেই আমরা দশমীর দিনেও বিভিন্ন জায়গার প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দর্শন করতে পারি। তবে সবারই মন ভীষণ খারাপ হয়ে যায় কারণ মা আসবে আবার এক বছরের পরে। দুর্গা মাকে বিদায় দেওয়া যেন প্রত্যেকের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। আমার মনে আছে আমি ছোটবেলায় একবার দুর্গা মায়ের ভাসান দেখেছিলাম আর সেদিন এত বেশি মন খারাপ আর এত বেশি কান্নাকাটি করেছিলাম যে রীতিমতো শরীর অসুস্থ লাগছিল। আর সেদিনের পর থেকে আর কখনোই আমি দুর্গা মায়ের ভাসান দেখিনি। মায়ের আমাদের কাছে আসা দেখতে খুব ভালো লাগে কিন্তু দুর্গা মায়ের চলে যাওয়াটা আমি কোনভাবেই দেখতে পারিনা। তাই এখন আর ভাসান দেখতে যাই না। তবে যতটা সম্ভব যতদিন ঘোরা যায় দুর্গা মায়ের প্যান্ডেল এবং সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দর্শন করতে থাকি। তেমন আজকেও আপনাদের সাথে শেয়ার করব বিজয়া দশমীতে ঘুরতে যাওয়া আরো কিছু প্যান্ডেল এবং দেবী দুর্গার সুন্দর প্রতিমার ফটোগ্রাফি।।
💠 দুর্গাপূজার বিজয়া দশমীর ফটোগ্রাফি💠
*থিমের নাম :- মায়া।
বনগাঁর মতিগঞ্জ অবস্থিত এই ১৫ - র পল্লী যুব গোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে এবারে দুর্গাপুজোর থিম করেছে মায়া। ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে এই প্যান্ডেলটি। প্যান্ডেলের একদম মাঝখানে সামনে রয়েছে একটি নারী মূর্তি। আর দু'পাশ থেকে সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে এবং প্রবেশ পথ রয়েছে।
প্রবেশ পথের ধার ঘেঁষে রয়েছে সুন্দর সুন্দর কিছু গাছ এবং তার পাশে রয়েছে ফুলের মত সাদা রংয়ের লাইটিং। আর তার সাথে এমন কিছু কারুকার্য রয়েছে যা দেখে ভীষণই ভালো লাগছিল।
প্রবেশ পথ অসম্ভব সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে কারুকার্য করা হয়েছে।
ভেতরে প্রবেশ করতেই অসম্ভব সুন্দর পরিবেশ সত্যিই মায়ায় জড়িয়ে পড়ার মতো। চারিদিকে চৌকো বাক্সের মধ্যে মায়ের মুখমণ্ডল দেখা যাচ্ছে। তার পাশে আবার সুন্দর আলপনায় নকশা করা।
সামনের দিকে এগোতেই দেখতে পেলাম আরো একটি প্রবেশপথ।
মাথার উপরে তাকাতেই দেখতে পেলাম অনেকগুলি ফাঁকা খাচা ঝুলানো রয়েছে এবং পাখিগুলি খাঁচার থেকে বেরিয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। কি অপূর্ব দৃশ্য এটি বলে বোঝানোর মত নয়। মুক্তির একটা আলাদাই আনন্দ আছে এবং খোলা আকাশের সাথে পাখিদের এক গভীর মায়ার সম্পর্ক রয়েছে।
মায়ের সামনের দুপাশের দেয়ালে সুন্দর কারুকার্য লক্ষ্য করা যাচ্ছে। সুন্দর পাতার মতো লাইটিং করা রয়েছে আবার চৌকো বাক্সের মধ্যে মায়ের মুখমন্ডল ও বিভিন্ন নারী মূর্তি দেখা যাচ্ছে।
সামনে এগোতে এই সুন্দর মায়ের অপূর্ব প্রতিমার দর্শন পেলাম। অপূর্ব সুন্দর মায়াবী মুখমন্ডল সহ মাকে দেখে মনটা ভরে গেল। প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 02/10/2025
**থিমের নাম :- চাই না হতে উমা।
এবারের যে প্যান্ডেলটি দেখতে এলাম এই প্যান্ডেলটি খুবই মন খারাপ করা থিমের উপর তৈরি করা হয়েছে। এক বছর আগেই যে দুর্ঘটনা ঘটে গেছে সেই ঘটনার উপর ভিত্তি করেই বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মেলন সংঘের সদস্যরা চাই না হতে উমা থিমের ওপর প্যান্ডেলটি তৈরি করেছেন।
এই মর্মান্তিক ঘটনাটি আমরা সকলেই জানি। সেই ঘটনাটি কেন্দ্র করেই এই সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে যা দেখে সকলেরই মন ছুঁয়ে যাবে। ভেতরে প্রবেশ করতেই চারিদিকে লাল রংয়ের আলো আর তার সাথে দেখতে পেলাম মাথায় মুকুট পড়া কিছু মেয়ের ফটোগ্রাফি এবং উপরের দিকে কিছু বয়স্ক লোকের ফটোগ্রাফি যাদের হাতে লাঠিও রয়েছে।
মাথার ওপরে লাল রঙের কাপড়ে ঝুলছে শাঁখা পলা।
বর্তমানে নারীরা যে কতটা পরিমাণ অসুরক্ষিত, নির্যাতিত এবং আতঙ্কিত সেটা বোঝাতে ওপরের কিছু নারীর কোমরের থেকে নিচের অংশে আপেলের কারুকার্য করা হয়েছে এবং সেটি আবার কামড়ানো হিসেবে দেখানো হয়েছে। এবং পাশে দেখা যাচ্ছে কিছু শকুন মেয়েদের দিকে তাকিয়ে রয়েছে।
আরো ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম আরো মন খারাপ করার মত দৃশ্য। ডান দিকে রয়েছে দুর্গা এবং কিছু সাধারণ নারী মুখমণ্ডল। আর বাঁদিকে রয়েছে শিশু, মধ্যবয়স্ক এবং প্রাপ্ত কিছু অত্যাচারিত এবং শারীরিকভাবে নির্যাতিত নারীদের ছবি আর তার সাথে রয়েছে পুরো দেয়ালটা জুড়ে হাতের ছাপ।
ডানদিকে নিচে রাখা রয়েছে তিনটি বিছানা যার মধ্যে একটি বিশ্রাম করার জন্য একটিতে মেয়েটির অর্থাৎ সেই নার্সের বিভিন্ন জিনিস রাখা এবং একটি শেষ যাত্রায় যাওয়ার জন্য। পাশে রয়েছে নার্সের মত তৈরি করা একটি নারী মূর্তি।
মন খারাপ করা এই সব দৃশ্য দেখে আরো এগিয়ে গেলাম ভেতরের দিকে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম উপরের দিকে একটি খোলা জানালা এবং সেই জানলা দিয়ে মুক্ত আকাশে মুক্ত হতে চাইছে একটি মেয়ে। তার পাশে দেখা যাচ্ছে আরো অনেক নারী বন্দী হয়ে রয়েছে।
আসলে আমাদের সমাজে নারীরা সত্যি অনেক বেশি অসহায় এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। একদিকে নারী যেমন শক্তিরূপে পূজিত হচ্ছে অন্যদিকে তেমন নির্যাতিত হতে দেখা যাচ্ছে।
অবশেষে দেবীর মূর্তি মা দুর্গাকে দেখতে পেলাম। মায়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে যেন মনে হলো মা বলছে, ভয় নেই তোদের আমি আছি। মায়ের প্রতিমা দর্শন করে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 02/10/2025
***থিমের নাম :- স্বামী নারায়ণ মন্দির নীলকন্ঠ ধাম।
এবার চলে এলাম বনগাঁর মতিগঞ্জে এগিয়ে চলো সংঘ ক্লাবের সদস্যদের উদ্যোগে তৈরি করা এবারের প্যান্ডেল স্বামী নারায়ণ মন্দির নীলকন্ঠ ধাম দেখতে। প্যান্ডেলের সামনে আসতেই সুন্দর একটা অনুভব হলো। খুবই সুন্দরভাবে তৈরি করেছে প্যান্ডেলটি।
ভেতরে প্রবেশ করতেই আরও একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল। বেশ সুন্দর করে কারুকার্য করা হয়েছে এ প্যান্ডেলটির। সামনে আবার বিশাল বড় জলের ফোয়ারা তৈরি করা হয়েছে।
আরো ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম ছোট ছোট ধামের মত তৈরি করা।
সামনে এগিয়ে দেখতে পেলাম স্বয়ং মহাদেব বসে আছেন এবং তিনি ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন।
মহাদেবকে প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম দুর্গা মায়ের দর্শন করার জন্য। প্রবেশ পথের মাথার ওপরে দেখতে পাচ্ছি সুন্দর কারুকার্য করা রয়েছে। আর তার সাথে সুন্দর ঝুমুর বসানো রয়েছে।
প্রবেশ পথের দুপাশে রয়েছে মহাদেব এবং মাতা পার্বতীর সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র।
প্রধান মণ্ডপে ঢুকে চারিদিকটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকটা জুড়ে শিব ঠাকুরের সুন্দর সুন্দর কিছু মূর্তির মত তৈরি করা হয়েছে। আর তার সাথে রয়েছে বেশ সুন্দর কারুকার্য।
মাথার ওপরে ছাদের দিকে তাকিয়ে দেখতে পেলাম ছোট্ট একটি ঝুমুর লাগানো রয়েছে মাঝখানে এবং চারিদিকে অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে আর তার সাথে রয়েছে মহাদেব এবং পার্বতী মাতার অসম্ভব সুন্দর কিছু ছবি।
কারিগরেরদের দক্ষতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ভাবে প্যান্ডেলটি তৈরি করেছে যা ভাবাই যায় না। প্যান্ডেলটি সুন্দরভাবে দেখে চলে এলাম মায়ের প্রতিমা দর্শন করার জন্য। মায়ের প্রতিমা টি ও ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে মায়ের মিষ্টিমুখে সুন্দর মিষ্টি হাসি দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় আর তার সাথে মনে একটা গভীর শান্তি লাগে। মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 02/10/2025
****থিমের নাম :- গর্ভধারিনী।
এবারে যে প্যান্ডেলটি আমরা দেখতে এসেছি এই প্যান্ডেলটির থিম বনগাঁ স্পোর্টিং ক্লাবের সদস্যরা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। এই প্যান্ডেলটা থিম হলো গর্ভধারিনী। প্যান্ডেলটির সামনে দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগলো দেখে। তবে আসল চমক রয়েছে ভেতরে সেটা বাইরে থেকে দেখে মোটেও বুঝতে পারিনি।
প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে নারীগর্ভে প্রবেশ করছি। বিভিন্ন জিনিসের মাধ্যমে নারীগর্ভটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ভীষণ সুন্দরভাবে।
আরো একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম নারীগর্ভে সন্তান যেভাবে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে তেমনভাবেই দেখানো হয়েছে একটা ছোট্ট বাচ্চাকে নারী গর্ভের মধ্যে।
আরো সামনের দিকে যত প্রবেশ করছি তত নারীগর্ভের ভেতরটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। গর্ভের দুই পাশে দেখা যাচ্ছে যুদ্ধ চলছে, কিন্তু এ যুদ্ধ দুই দেশের বা দুই রাজ্যের যুদ্ধ নয় এ যুদ্ধ আমাদের নারীগর্ভের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকা যুদ্ধের কথা বোঝানো হয়েছে। মেয়েদের গর্ভে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে যার মধ্যে বেশিরভাগই অনেক বেদনাদায়ক হয়ে থাকে। সেগুলোকেই যুদ্ধের মত করে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে।
আরো সামনে এগোতেই দেখতে পেলাম একটি নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবং তার হাতে ত্রিশূল রয়েছে। নারী মূর্তির দুই দিকে ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে যা গর্ভের বিভিন্ন অংশকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এইসব কেবলমাত্র একটা নারী খুব ভালোভাবে বুঝতে পারবে।
সামনে এগিয়ে যেতেই দুর্গা মায়ের সামনে মাথার ওপরে দেখা যাচ্ছে ফুলের মত সাদা বা হালকা হলদেটে লাইটিং এবং সুন্দর কিছু কারুকার্য এই কারুকার্যগুলিও নারীদের বিশেষ একটি অঙ্গকে বোঝায় যা নারীগর্ভের একদম ভেতরের দিকে থাকে।
সামনে দেওয়ালে সুন্দর ফুলের কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষ কারিগররা ভীষণ সুন্দরভাবে এই প্যান্ডেলটি তৈরি করেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে খুবই নিখুঁত হয়েছে তাদের কারুকার্য।
দুর্গা মায়ের প্রতিমাটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দুর্গা মাকে এখানে খুবই শান্ত, স্নিগ্ধ এবং মায়াবী রূপে দেখা যাচ্ছে। মায়ের এই অপরূপ রূপ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার এই থিম এবং দক্ষ কারিগরের ভীষণ সুন্দর কারুকার্য দেখে আমি মুগ্ধ। চমৎকার এই প্যান্ডেলটি দেখে এবং মায়ের মায়াবী প্রতিমা দর্শন করে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 02/10/2025
*****থিমের নাম :- স্বপ্নের ফেরিওয়ালা।
শেষের এই প্যান্ডেলটি আমাদের শৈশবের সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে। বনগাঁর সাহাপাড়া প্রফুল্ল স্মৃতি চক্র ক্লাবের সদস্যরা এবারের থিম স্বপ্নের ফেরিওয়ালা এর মাধ্যমে আমাদের শৈশবের স্মৃতিগুলি আবার পুনরায় স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম দর্শনেই প্যান্ডেলটি একদম মন কেড়ে নিল আমার।
প্যান্ডেলটি দেখেই মনে হচ্ছে যেন কোন চকলেটের দুনিয়ায় প্রবেশ করেছি। একদম সামনে দুপাশে রয়েছে আমার পছন্দের আইসক্রিম এবং তারপর একে একে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট।
সামনে এগোতেই দেখতে পেলাম ছোটবেলার সেই ভ্যান গাড়ি যেটাই করে আইসক্রিম এবং বিভিন্ন খাবার কিনে খেতাম। প্রতিদিন বিকালবেলা এই গাড়িটি বাড়ির সামনে রাস্তা দিয়ে মাইক বা ঘন্টা বাজাতে বাজাতে যেত।
প্যান্ডেলের দুই পাশে এতগুলো চকলেট দেখে নিজেকে যেন বাচ্চা মনে হচ্ছে আবার সেই বাচ্চা বয়সে ফিরে যেতে ইচ্ছা করছে।
প্যান্ডেলের একদম মাঝ বরাবর রয়েছে একটি ঘর এবং তার মধ্যে রয়েছে কিছু ফেরিওয়ালা যারা আগেকার সময়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন জিনিস, খাবার জিনিস বিক্রি করে বেড়াতো।
সামনে এগিয়ে আরেকটি প্রবেশ পথের মাথার ওপরে দেখতে পেলাম ছোটবেলায় যে চোরকি হাওয়ার সামনে দিয়ে ঘোরাতাম আবার দৌড়ে ঘুরিয়ে বেড়াতাম সেগুলো দিয়ে কারুকার্য করা হয়েছে।
মায়ের প্রতিমার দু'পাশে পুরনো দিনের অর্থাৎ শৈশবের কিছু মধুর স্মৃতির দৃশ্য আঁকা রয়েছে। এছাড়া বেশ সুন্দর কারুকার্য চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে।
মায়ের প্রতিমা এখানে অপূর্ব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। গ্রাম্য শৈশবের গ্রাম্য আনন্দের সাথে মিশে গ্রাম্য রূপে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। মায়ের কোলে বসে আছে মায়ের দুই ছোট সন্তান গনেশ এবং কার্তিক। আর পাশে বসে আছে লক্ষ্মী আর সরস্বতী। মায়ের এমন সুন্দর ভালোবাসা মাখা মায়াবী প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন অপরূপ রূপ দেখে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
তারিখ : 02/10/2025
লোকেশন
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।