শারদীয়া কনটেস্ট ১৪৩২, নবমীর ফটোগ্রাফি।
কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই? আসলে এই উৎসবের দিনগুলোতে আপনারা সবাই খুব ভালো ছিলেন এবং আপনাদের সময়টা খুব ভালো কেটেছে। আসলে পুজো মানে প্রত্যেকটা বাঙ্গালীদের জীবনে একটা আনন্দের উৎসব। কেননা আমরা সারা বছর অপেক্ষায় থাকি যে কবে আমাদের এই দুর্গাপূজা আসবে। "আমার বাংলা ব্লগে" ঠিক প্রতিবারের মতো এবারও শারদীয় কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। তাই এই কনটেস্টে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তো আজ আমি নবমীর ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি।
|** ✠ মহানবমী ✠** |
*থিমের নাম :- জলপরী। *
লাউপালা গাঙ্গুরিয়া অধিবাসী বৃন্দ দ্বারা এবারের এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আসলে এবারের প্যান্ডেলটি মূল আকর্ষণ হলো জলপরী। বাইরে থেকে আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছিল।
আর যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন ভিতরে ঢুকে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। মনে হল আমি কোন সমুদ্রের নিচে অবস্থান করছি।
যেখানে আমার চারিপাশে ঘিরে রয়েছে বহু জলপরী। যারা আমাকে সমুদ্রের তলদেশে নিয়ে তাদের নগরী দেখাতে ব্যস্ত রয়েছে।
আসলে শিল্পী এত সুন্দর ভাবে যে এই প্যান্ডেলটি ভেতরের অংশটা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখেই বোঝা যাচ্ছে।
যতই ভিতরের অংশ দেখছিলাম ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মনে হল যেন আমি এই জল পরীর দেশে সারা জীবনের মতো থেকে যাই।
কেননা চারিদিকে শ্যাওলা ভরা পরীর নগরী দেখতে আমার খুব ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যেন আমি এই পরীর নগরের রাজা।
এরপরে মায়ের সুন্দর মুখখানা আমি দেখতে পেলাম এবং দুই হাত জড়ো করে প্রণাম করে কিছুক্ষণ মায়ের সামনে প্রার্থনা করলাম।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- মায়ার দেশে।
আসলে পরবর্তীতে আমরা যে প্যান্ডেলটি দেখতে পেলাম এটি প্রথম অবস্থায় ছোট দেখলেও পরবর্তীতে যখন আমি এর ভিতর প্রবেশ করলাম তখন আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে মায়ার দেশকে কেন্দ্র করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। যার সম্মুখে বসে আছেন স্বয়ং শিব শম্ভু।
পরবর্তীতে আমরা গেটের ভিতরে ঢোকার জন্য রওনা দিলে এবং সুন্দর একটা ছোট গেট দেখে আমাদের খুব ভালো লাগলো।
এরপর যখন ভিতরে প্রবেশ করলাম তখন কিন্তু এই প্যান্ডেলের আসল সৌন্দর্য টা আমরা উপভোগ করতে শুরু করলাম।
প্যান্ডেলের দুইপাশে মায়ায় ঘেরা মানুষদের দেখে সত্যিই আমি যেন মায়ায় পড়ে যাচ্ছিলাম। কেউ যেন মনে হয় আমাকে এখানে ধরে রাখতে চাচ্ছে।
তো আর দেরি না করে আরেকটু সামনে গতি দেখতে পেলাম যে মায়ের মূর্তি প্রতিচ্ছবি।
এরপর আমরা প্যান্ডেলের মূল অংশে যাওয়ার জন্য রওনা দিলাম এবং মায়ের মূর্তির আগের গেটটি আমরা দেখতে পেলাম।
এছাড়াও চারিপাশে বড় বড় মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের পাহারা দেওয়ার জন্য।
এই মায়াবী প্যান্ডেলে প্রবেশ করে মায়ের সৌন্দর্য দেখে সত্যিই আমরা মায়ায় পড়ে গেলাম। আর মায়ের কাছে দুহাত জড়ো করে প্রার্থনা করতে শুরু করলাম
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- চারধাম মহাদেবের মন্দির।
এবারে গান্ধীপপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চারধাম মহাদেবের মন্দির থিমকে কেন্দ্র করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে।
যদিও বাইরে থেকে মনে হচ্ছিল যেন কোন একটা পাহাড়ের উপর মহাদেবের একটি মন্দির প্রতিষ্ঠা রয়েছে এবং সেখানে চারিপাশে গাছপালা বিদ্যমান।
এরপর আমরা আস্তে আস্তে করে মন্দিরের উপরে দিকে ওঠার জন্য রওনা দিলাম এবং দুই পাশে ছোট ছোট দুটো মন্দির দেখতে পেলাম।
যখন আমরা মন্দিরের মূল দ্বারপ্রান্তে এসে পৌছালাম তখন কিন্তু মনে হচ্ছিল যে আমরা কোন একটা পাহাড়ের নিচের সুরঙ্গ দিয়ে প্রবেশ করছি।
এরপর পরবর্তীতে যখন আমরা প্রবেশ করলাম তখন উপরের পরিকাঠামো দেখে সত্যি মনে হল যে আমরা সত্যি সত্যি কোন বড় পর্বতের গুহায় প্রবেশ করেছি।
এছাড়াও পর্বতের গুহার চারিদিকে বিভিন্ন ধরনের মুখের মুফতি আকার রয়েছে এবং তারা সবসময় আমাদের দিকে তাকিয়ে রয়েছে।
আসলে এই দৃশ্য একটু ভয়ঙ্কর আবার মনে হয় যেন যেখানে স্বয়ং ভগবান রয়েছেন সেখানে ভয় কিসের।
তারপর আমরা মায়ের মূর্তি খানি দেখতে পেলাম এবং প্রণাম করে পরমুহূর্তে পরবর্তী প্যান্ডেল দেখার জন্য দ্রুত বের হয়ে গেলাম।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- কালোর প্রতিচ্ছবি।
পরবর্তীতে তালতলা এলাকাবাসীর উদ্যোগে আপনারা এই প্যান্ডেলটি দেখতে পেয়েছেন। আসলে এই প্যান্ডেলটি মনে হচ্ছে এক কালো জাদুতে ভরা। আসলে এই প্যান্ডেলটি সাধারণত কালোর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে।
যদিও এই প্যান্ডেলের গায়ে যেসব কাজকর্ম করা ছিল তা সম্পূর্ণ হাতে করা এবং দেখতে এত সুন্দর লাগছিল তা মুখের ভাষায় বলে প্রকাশ করা যাবে না।
এরপর যখন আমরা প্যান্ডেলে প্রবেশ করলাম দেখলাম যে উপরের দিকে পাট কাঠি দিয়ে সুন্দরভাবে উপরের ডিজাইনটা তৈরি করা হয়েছে।
আরেকটু ভিতরে ঢুকতেই আমরা চারিপাশে দেখতে পেলাম যে সুন্দরভাবে পুরো প্যান্ডেলটি ডেকোরেশন করা হয়েছে।
এছাড়াও উপরের অংশে যেভাবে ডেকোরেশন করা হয়েছে তা দেখে এক কথায় আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।
এর পরবর্তীতে আমরা মায়ের মূর্তি দেখে সেখান থেকে বের হয়ে গেলাম কেননা সেখানে উচ্চশব্দে সাউন্ড স্পিকার গান হচ্ছিল। তাই আমরা আর বেশিক্ষণ সেখানে থাকতে পারলাম না।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- আদিবাসী উপজাতিদের জীবন।
বনগাঁ হসপিটালের পাশের রেটপাড়া স্পোর্টিং ক্লাব এই প্যান্ডেলটি তৈরি করেছেন আদিবাসী উপজাতিদের জীবন তুলে ধরার জন্য। আসলে আপনারা প্যান্ডেলটি দেখে বুঝতে পারছেন যে এখানে প্রাচীনকালের মানব জীবনের বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে।
এর পরবর্তীতে যখন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে আমাদের সামনে একটি বড় ষাঁড় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
যদিও কাছ থেকে আমি ভালোভাবে ষাঁড়ের ছবিটি নেওয়ার চেষ্টা করলাম যাতে করে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারেন।
এছাড়াও পাশ থেকে এই বড় ষাঁড়ের ছবি নিয়ে নিলাম এবং দেখলাম যে এই ষাঁড় তৈরি করা হয়েছে সাইকেলের টায়ার কেটে।
এছাড়াও দুই পাশের বিভিন্ন ধরনের কারুকার্য দেখে আমার খুব ভালো লাগছিল।
আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে প্রাচীন কালের বিভিন্ন মানব সভ্যতার মূর্তি দাঁড়িয়ে রয়েছে।
এরপরে আমরা আরো ভিতরের দিকে প্রবেশ করতেই দেখলাম যে গেটের চারপাশ শিবের ত্রীসুর দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে।
আরেকটু ভিতরে এগোতেই দেখলাম যে একটা বয়স্ক মহিলার মত মূর্তি লাঠি ভর দিয়ে বসে আমাদের স্বাগত জানাচ্ছে।
এরপর আমরা মায়ের সেই মূর্তির সামনে গেলাম এবং প্রণাম করে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিলাম।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- বিনি সুতোর আদলে।
আসলে বনগাঁ হসপিটালের পাশে কালিবাড়ি নামক স্থানে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এখানে আসলে বিনি সুতোর আদলে দিয়ে মানুষকে আগলে ধরার প্রচেষ্টায় এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে।
প্যান্ডেলটি দেখলে অনেকটা সাধারণ মনে হলেও কিন্তু এটি অতটা সাধারণ নয়। কেননা এই প্যান্ডেলটি তৈরি করতে বহুদিনের অনেক পরিশ্রম লুকিয়ে রয়েছে।
একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই প্যান্ডেলের চারিপাশে যে কাজগুলো করা হয়েছে তা একদম নিখুঁত কাজ।
এরপর যখন আমরা প্যান্ডেলে প্রবেশ করলাম তখন দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে প্যান্ডেলটি এমন ভাবে সাজানো হয়েছে যা দেখে বোঝার উপায় নেই।
যদিও উপরের অংশটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন খরের ছাউনি দেওয়া ঘরের নিচে আমরা অবস্থান করছি।
এরপর আমরা আরো ভিতরে যত প্রবেশ করলাম তত সুন্দর সুন্দর কাজ দেখে আমরা মুগ্ধ হতে শুরু করলাম।
এছাড়াও আমরা পুজো পারব না যে ফুলগুলো ব্যবহার করি অর্থাৎ সোলার ফুল সেই ফুল দিয়ে এই মন্ডপ সাজানো হয়েছে।
তো পরবর্তীতে আমরা মায়ের সুন্দর মূর্তির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করে আবার পুনরায় পরবর্তী প্যান্ডেলে যাবার জন্য রওনা দিলাম।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- হায়দ্রাবাদের ইসকন মন্দির।
এবার বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব হায়দ্রাবাদের ইসকন মন্দিরের থিমকে কেন্দ্র করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এটি দেখতে এতটাই বিশাল যে কাছে গেলে বোঝা যায় এর উচ্চতা কতটুকু।
যেহেতু এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় তাই একদম মন্ডপের পাশ থেকে আমাদের প্যান্ডেলের ভিতর প্রবেশ করতে হচ্ছিল।
যদিও আমরা একটু পাশ থেকে এই ছবিটি নেওয়ার চেষ্টা করলাম কেননা সামনাসামনি কিন্তু বোঝা যায় না যে এই প্যান্ডেলের উচ্চতা কতটুকু।
যখন আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম তখন এই প্যান্ডেলের সৌন্দর্য দেখে সত্যি আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম।
কেননা শিল্পী খুব সুন্দর ভাবে এই প্যান্ডেলের ভিতরে অংশটুকু এমন ভাবে সাজিয়েছেন যা দেখে প্রত্যেকটির মানুষের প্রাণ জুড়িয়ে যায়।
এছাড়াও উপরের অংশে ঝাড়বাতির চারিপাশে যে কারুকার্য করা হয়েছে তা এক কথায় অসাধারণ।
যাইহোক আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং সুন্দর সুন্দর ছবি আমাদের ফোনে বন্দি করতে শুরু করলাম।
এছাড়াও মন্দিরের ভিতরে চারিপাশে বিভিন্ন কৃষ্ণের মূর্তি শোলা দিয়ে সাজানো রয়েছে।
আসলে মায়ের এই সুন্দর মুখ খানা দেখতে পেয়ে আমাদের জীবনটাকে কেমন যেন ধন্য হয়ে গেল।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
থিমের নাম :- ওয়েলকাম টু আফ্রিকা।
বনগাঁর ত্রিকোণ পার্ক জাগ্রত সংঘ এই জায়গাটিতে এবার দারুন একটা থিম কেন্দ্র করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আসলে এটি হল আফ্রিকার সেই জঙ্গল।
শিল্পী খুব সুন্দর ভাবে এই আমাজন জঙ্গল আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার কারু কার্যের মাধ্যমে।
আসলে ঢোকার পরে আমরা দেখতে পেলাম যে একদল লোক কোন একটা জন্তু পুড়িয়ে খাচ্ছে এবং তাড়াতাড়ি পাশে সবাই ভিড় করে আছে।
এরপর দেখতে পেলাম যে একদল লোক ধনুক হাতে কি যেন শিকার করার জন্য এক জায়গায় চুপচাপ করে বসে আছে।
এছাড়াও চারিদিকের ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কোন জিনিসটাকে এই শিল্পী বুঝাতে চেয়েছেন।
মাঝে মাঝে তো আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি কোন অ্যামাজন জঙ্গলে এসে হাজির হয়েছি।
আসলে চারিদিকে সৌন্দর্য দেখে আমার খুব ভালো লাগছিল এবং আলো কারুকার্য দেখে আমার আরো বেশি ভালো লাগছিল।
পরবর্তীতে আমরা মনে হলো সেই আমাজন জঙ্গলের মধ্যে মাকে খুঁজে পেলাম এবং মায়ের সামনে দুই হাত জড়ো করে প্রণাম করে আবার বেরিয়ে এলাম।
* নবমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 01/10/2025
লোকেশন
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, what a vibrant and immersive tour of the নবমীর ফটোগ্রাফি! আপনার ফটোগ্রাফি দক্ষতা অসাধারণ, এবং প্রতিটি প্যান্ডেলের থিম খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে "জলপরী" এবং "মায়ার দেশে" থিমগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যিই অন্য এক জগতে হারিয়ে গেছি।
আপনার পোস্টে ডিটেইলস এবং ফটোগ্রাফির কোয়ালিটি দুটোই খুব ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে প্রতিটি প্যান্ডেলের বর্ণনা দিয়েছেন, যা দর্শকদের জন্য ভার্চুয়ালি প্যান্ডেলগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা তৈরি করেছে।
"আমার বাংলা ব্লগ" পরিবারের জন্য আপনার এই শারদীয় কনটেস্টের পোস্টটি একটি দারুণ উপহার। আপনার পরিশ্রম এবং ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।
আমি অন্যদেরকেও অনুরোধ করব এই পোস্টে কমেন্ট করে @nilaymajumder-কে উৎসাহিত করতে। আপনার পছন্দের থিম কোনটি, সেটা জানাতে ভুলবেন না!