শারদীয়া কনটেস্ট ১৪৩২, অষ্টমীর ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই? আসলে এই উৎসবের দিনগুলোতে আপনারা সবাই খুব ভালো ছিলেন এবং আপনাদের সময়টা খুব ভালো কেটেছে। আসলে পুজো মানে প্রত্যেকটা বাঙ্গালীদের জীবনে একটা আনন্দের উৎসব। কেননা আমরা সারা বছর অপেক্ষায় থাকি যে কবে আমাদের এই দুর্গাপূজা আসবে। "আমার বাংলা ব্লগে" ঠিক প্রতিবারের মতো এবারও শারদীয় কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। তাই এই কনটেস্টে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তো আজ আমি অষ্টমীর ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি।




|
** ✠ মহাঅষ্টমী ✠**
|


*থিমের নাম :- আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। *


IMG_20250929_231335227_HDR.jpg


এবার আমরা চলে গেলাম কল্যাণী রথতলা মোড়ের সেই বড় পূজা মন্ডপে। এটি কিন্তু আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের থিম। আসলে এটি কিন্তু আমাদের আশেপাশে যতগুলো পূজা মন্ডপ আছে তার মধ্যে অন্যতম একটি বড় পূজা মন্ডপ।


IMG_20250929_234644661_HDR.jpg


আসলে যখন আমরা প্রথম পূজা মন্ডপ এর একটু কাছাকাছি গেলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল যেন এত বড় পূজা মন্ডপ কি করে তৈরি করা হয়েছে।


IMG_20250929_231505308_HDR.jpg


আর পরমুহূর্তে যখন আমরা আরো কাছে চলে গেলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল যেন এত বড় মন্ডপের কাছে আমরা একদম পিঁপড়ের মত। হয়তোবা আপনারা পুরো ছবিতে এত বড় প্যান্ডেল সঠিকভাবে বুঝতে পারছেন না।


IMG_20250929_231741448_HDR.jpg


এরপর যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন চারিদিকের কারুকার্য দেখে আরও আমরা অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম।

IMG_20250929_232026246_HDR.jpg


একই সাথে এত মানুষের ভিড় যে এই ভিড়ের মধ্যে থেকে ভালোভাবে একটা ছবি তুলতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট করতে হচ্ছিল।


IMG_20250929_231934940_HDR.jpg


আসলে চারিদিকে এত সুন্দর কারুকার্য দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তাই আর দেরি না করে দ্রুত ছবি তুলতে শুরু করে দিলাম।


IMG_20250929_231955101_HDR.jpg


এছাড়াও উপরের অংশ দেখে আমাদের খুব ভালো লাগছিল কেননা এত সুন্দর কারুকার্য করে এই প্যান্ডেলের চারিদিক তৈরি করা হয়েছিল।


IMG_20250929_232007831_HDR.jpg


এরপর যখন আমরা মায়ের মুখখানি দেখলাম তখন সত্যিই আমাদের মন প্রাণ ভরে গেল। কেননা এত সুন্দর প্রতিমা তৈরি করে সত্যিই আমাদের মুগ্ধ করে দিয়েছে।


* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :- মায়ানমারের হাসিনবিউম প্যাগোডা।


IMG_20250930_001354728_HDR.jpg


এরপর আমরা চলে এলাম অন্যতম একটা বড় পূজা প্যান্ডেল দেখতে। হয়তোবা আমাদের কলকাতার মধ্যে যারা বসবাস করে তারা সবাই এই প্যান্ডেল দেখে বুঝতে পারছে যে এটি কোথাকার প্যান্ডেল।এটি কল্যাণীর আইটিআই মোরে অবস্থিত। আসলে এটি হলো সেই মায়ানমারের হাসিনবিউম প্যাগোডা মন্দির।


IMG_20250930_001413131_HDR.jpg


আসলে এই প্যান্ডেল দেখতে সবথেকে বেশি ভিড় হয়েছিল। আমাদের অনেকক্ষণ ধরে এই প্যান্ডেলের ঢোকার জন্য বড় লাইন দিতে হচ্ছিল।


IMG_20250930_001455623_HDR.jpg


দুর থেকে এই প্যান্ডেলের লাইটের কারুকার্য দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এছাড়াও আমরা অনেক অপেক্ষায় ছিলাম যে কখন আমরা এই প্যান্ডেলের ভেতর দেখতে পাবো।


IMG_20250930_001734539_HDR.jpg


যখন আমরা প্যান্ডেলের একদম কাছাকাছি চলে এলাম তখন লোকের চাপাচাপিতে আমরা ভালোভাবে কখনো ছবি তুলতে পারছিলাম না।


IMG_20250930_001740617_HDR.jpg


এছাড়াও ভিতরে দৃশ্য দেখে সত্যিই আমরা অবাক হয়ে যাচ্ছিলাম বারবার। কেননা এত সুন্দর কারুকার্য এর আগে কোথাও দেখিনি।


IMG_20250930_001748080_HDR.jpg


এরপর আস্তে আস্তে করে আমরা সামনের দিকে প্রবেশ করতে শুরু করলাম এবং উপরের বিভিন্ন অংশ ছবি তুলতে শুরু করলাম।


IMG_20250930_001825234_HDR.jpg


দূর থেকে আমরা মায়ের মুখ খানি দেখতে পেলাম। এখানের বিশেষত্ব হচ্ছে যে এই মায়ের গায়ে যে স্বর্ণ অলংকার দেখতে পাচ্ছেন তা পুরোপুরি সোনার।


IMG_20250930_001804123_HDR.jpg


অর্থাৎ মায়ের গায়ে প্রায় ১২৬ কেজি সোনা দিয়ে তৈরি গহনা রয়েছে।


IMG_20250930_001848438_HDR.jpg


আসলে এত সুন্দর প্রতিমা এবং গহনার এত সুন্দর কারুকার্য দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম।


IMG_20250930_001914570_HDR.jpg


তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না কেননা চারিদিকে মানুষের এত ভিড় যে আমরা এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকতে পারলাম না। তাই মায়ের মুখ দেখে প্রণাম করে বেরিয়ে এলাম।

* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :- ২০২৫ দুর্গোৎসব।


IMG_20250930_232858541_HDR.jpg


এই প্যান্ডেল হলো নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় তৈরি। আসলে এই প্যান্ডেলের প্রধান থিম হলো ২০২৫ দুর্গোৎসব।


IMG_20250930_232921365_HDR.jpg


আসলে প্যান্ডেলটি কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে। যখন কাছ থেকে দেখছিলাম তখন চারিদিকে নিখুঁত কারুকার্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।


IMG_20250930_233016924_HDR.jpg


এরপর আস্তে আস্তে করে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম এবং প্যান্ডেলের চারিদিকের ছবি তুলতে শুরু করে দিলাম।


IMG_20250930_233026829_HDR.jpg


মনে হচ্ছে যেন আমরা কোন একটা লাল সমুদ্রের মধ্যে এসে পড়েছি।


IMG_20250930_233046406_HDR.jpg


কেননা চারিদিকে শুধু লাল আলো এবং লাল কারুকার্য দিয়ে ভর্তি। আসলে এত সুন্দর করে যে মন্দিরটির ভেতরের অংশটি সাজানো হয়েছে যা দেখে আমরা কিন্তু বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।


IMG_20250930_233008501_HDR.jpg

IMG_20250930_233035887_HDR.jpg


তো পরবর্তীতে আমরা মায়ের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করে এবং প্রণাম করে আস্তে আস্তে করে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম।

* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :- বৌদ্ধ মন্দির।


IMG_20250930_234343597_HDR.jpg


সিমহাট পল্লী উন্নয়ন সমিতির প্রচেষ্টায় আমরা অন্যতম একটা দারুন প্যান্ডেলের ছবি দেখতে পেলাম যেটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বৌদ্ধ মন্দিরকে কেন্দ্র করে।


IMG_20250930_234615824_HDR.jpg


আসলে সামনে থেকে দেখতে মনে হচ্ছিল আমার কাছে একটা বড় রাজবাড়ী। যার সামনে রয়েছে লাল কার্পেট বিছানো বড় সিঁড়ি।


IMG_20250930_234721557_HDR.jpg


একদম প্যান্ডেলের উপরে উঠতেই আমরা বুদ্ধদেবের একটা ছবি দেখতে পেলাম।


IMG_20250930_234743908_HDR.jpg


এরপর যখন আমরা প্রবেশ করছিলাম তখন চারিপাশের আয়নার কারুকার্য দেখে সত্যি আমাদের চোখ ধাদিয়ে যাচ্ছিল।


IMG_20250930_234836617_HDR.jpg


এছাড়াও উপরের বড় ঝাড়বাতি দেখে মনে হচ্ছিল যেন আমরা এক বিশাল বড় প্রাসাদ প্রবেশ করেছি।


IMG_20250930_234840059_HDR.jpg


তারপর আমি চারিদিকের সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই মন্দিরের ভিতরে কত সুন্দর করে কারুকার্য করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছে।


IMG_20250930_234855464_HDR.jpg

IMG_20250930_234941569_HDR.jpg


তো পরবর্তীতে মায়ের সুন্দর মূর্তি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং মূর্তির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করে আবার পুনরায় প্যান্ডেলের বাইরে চলে এলাম।


* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :- মায়ানমারের বুদ্ধদেবের আশ্রম।


IMG_20251001_002509747_HDR.jpg


জাগরণী সংঘ লাভ এবার মায়ানমারের বুদ্ধদেবের আশ্রম কেন্দ্র করে একটা সুন্দর প্যান্ডেল তৈরি করে পুরো আমাদের অবাক করে দিয়েছে।


IMG_20251001_002513918_HDR.jpg


আমরা বাইরে দাঁড়িয়ে আলোর কারুকার্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বিভিন্ন আলোতে এই মন্দিরটি বিভিন্ন ধরনের রূপ ধারণ করেছিল।


IMG_20251001_002636287_HDR.jpg


পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে মন্দিরটিতে প্রবেশ করার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করতে শুরু করলাম।


IMG_20251001_002723912_HDR.jpg


আসলে এই মন্দিরটি তৈরি হয়েছে কিন্তু পাটের চট দিয়ে। অর্থাৎ চারিদিকে শুধুমাত্র হাতের কাজ।


IMG_20251001_002730541_HDR.jpg


এছাড়াও আপনারা চারিদিকে যেসব কাজ দেখতে পাচ্ছেন সেসব কাজ কিন্তু পুরোটাই একদম পাটের জিনিস দিয়ে তৈরি।


IMG_20251001_002745009_HDR.jpg


আসলে এইভাবে যে পাটের চট দিয়ে এত সুন্দর কারুকার্য করা যায় তা প্রথম দেখে আমরা বুঝতে পারলাম।


IMG_20251001_002848555_HDR.jpg


চারিদিকে কিন্তু বুদ্ধদেবের বিভিন্ন মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে।


IMG_20251001_002827876_HDR.jpg


এরপর পরবর্তীতে আমরা মায়ের সুন্দর মুখ খানি দেখে ভালো লাগলো এবং এই মূর্তিটির মধ্যে বিভিন্ন ধরনের সৃজনশীলতা আমরা দেখতে পেলাম।

* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :-পালকের রাজমহল।


IMG_20251001_012353742_HDR.jpg


চাঁদপাড়া আনন্দ সংঘ এইবার দারুন একটা প্যান্ডেল বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন। আসলে এত সুন্দর প্যান্ডেল এবং তাদের চিন্তাভাবনা সত্যিই দারুণ।


IMG_20251001_012404369_HDR.jpg


আমরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ আলোর প্রদর্শনী দেখতে লাগলাম। বিভিন্ন আলোতে এই প্যান্ডেলের আলাদা আলাদা রূপ দেখতে পারছিলাম।


IMG_20251001_012440281_HDR.jpg


তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম এবং দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম।


IMG_20251001_012459761_HDR.jpg


ভিতরে ঢুকে আমরা প্রথমে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে ফুলের জিনিস দেখতে পেলাম এবং দুই পাশে গাছ সাজানো ছিল।


IMG_20251001_012519676_HDR.jpg


এছাড়াও পরবর্তীতে যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে দুই পাশে এত সুন্দর করে সাজিয়েছে যা দেখে আমাদের দুই চোখ মুগ্ধ হয়ে গেল।


IMG_20251001_012542456_HDR.jpg


এছাড়াও আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে উপরের অংশটি এত সুন্দর হবে সাজিয়েছে যা দেখে আমরা আর চোখ সরাতে পারছিলাম না।


IMG_20251001_012511521_HDR.jpg

IMG_20251001_012528897_HDR.jpg


এর পরবর্তীতে ঠাকুরের সামনে গিয়ে দুই হাত জড়ো করে প্রণাম করলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়ে আবার পুনরায় অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম।

* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন


থিমের নাম :- গ্রামীণ দৃশ্য।


IMG_20251001_015425761_HDR.jpg


এর পরবর্তীতে আমরা যে প্যান্ডেলে এলাম সেটি কিন্তু পাশের এলাকার অন্যতম একটি বড় প্যান্ডেল। যদিও এলাকার লোকজন মিলে এই প্যান্ডেলটি তৈরি করেছেন। আসলে গ্রামীন দৃশ্যের থিম অনুযায়ী এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে।


IMG_20251001_015445478_HDR.jpg


যদি আপনারা দেখতে পাবেন যে প্যান্ডেলের ঠিক সামনে উপরের অংশে গরুর পাল নিয়ে চাষী জমির চাষ দিতে যাচ্ছে।


IMG_20251001_015525518_HDR.jpg


এছাড়া উপরের অংশে একটু সৃজনশীল ভাবে তারা সাজানোর চেষ্টা করেছে


IMG_20251001_015612827_HDR.jpg

IMG_20251001_015617843_HDR.jpg


তো পরবর্তীতে যখন আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করলাম তখন প্যান্ডেলের চারিপাশে গ্রামীণ দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম।


IMG_20251001_015520539_HDR.jpg

IMG_20251001_015600172_HDR.jpg


পরবর্তীতে আমরা মায়ের সামনে গিয়ে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এবং একটু রেস্ট নিয়ে আবার পুনরায় বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে।

* অষ্টমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 2.13 mm
তারিখ : 30/09/2025
লোকেশন



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।