ক্রিয়েটিভ রাইটিংঃ- আজ পবিত্র শবে বরাত।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আজ পবিত্র শবে বরাত,

আসসালামু আলাইকুম সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। বন্ধুরা হাজির হয়ে গেছি আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। আজকে রোজা আছি তাই একটু ক্লান্ত। আপনারা সবাই জানেন আজকে আমাদের জন্য অনেক বড় দিন পবিত্র শবে বরাত। যেদিনটি আমাদের জন্য অনেক বেশি উত্তম। আল্লাহর কাছে সবাই ইবাদতের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করার জন্য মোনাজাত করে থাকেন। সৃষ্টিকর্তা এটা চাই যে বান্দা দুই হাত তুলে তার সমস্ত গুনাহের জন্য তার কাছে ক্ষমা চাই। আমরা সবাই যে যার মত চেষ্টা করি এবাদতের মাধ্যমে দিনটি কাটানোর। এছাড়াও এই বিশেষ দিনে আমরা কিছু বিশেষ খাবারের আয়োজন করে থাকি। যেহেতু আমরা সারারাত ইবাদত করব তাই কিছু ভালোমন্দ আমরা রান্নাবান্না করে থাকি।

vecteezy_eid-mubarak-and-ramadan-kareem-greetings-with-islamic_35561360.jpg
Image Source Location

তবে শবে বরাতের দিন রান্নাবান্না করাটা বাধ্যতামূলক না। কিন্তু অনেকে আছেন যারা রান্না করে থাকেন এই দিনে। ঠিক তেমনি আমরাও করে থাকি আমাদের পছন্দের খাবার গুলো। আমরা শবে বরাতের দিনে মাংস রান্না করে থাকি। তাছাড়াও চালের রুটি বানাই। তা অবশ্যই নিজেদের পছন্দ মত তৈরি করে থাকেন। বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি আমরা যার যার পছন্দ মত। অনেকে আবার অন্য ভিন্ন কোন আইটেম তৈরি করে থাকেন। সেদিকে আর যাচ্ছি না। তবে কথা হচ্ছে যে আমরা পুরো বছর মিলিয়ে একটা দিন পেয়ে থাকি এই পবিত্র দিন শবে বরাত। আমাদের মুসলিম ওম্মাহের জন্য অনেক মূল্যবান। আমরা পুরো বছর অপেক্ষা করি এই দিনটি আসার জন্য। যেহেতু আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হবে। রমজান মাসের শুরুর আগেই পবিত্র- শবে-বরাত।

রমজান মাসটি আমাদের সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানুষের ইবাদতের মাস। বান্দারা চাইলেই তার উত্তম কাজের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সপে দিতে পারেন। বান্দারা চাইলে তাদের সমস্ত জিন্দেগির গুনাহ গুলো মোচন করতে পারেন পূর্ণ কাজের মাধ্যমে। রমজান মাস এমন একটি পবিত্র মাস আল্লাহর রহমত নাজিল হতে থাকে। এমন একটি মাসে সবাই আমরা অনেক ব্যস্ত থাকি ইবাদত নিয়ে। অনেকেই অপেক্ষা করে থাকেন এই রমজান মাসে রহমতের মাসে এবাদত নিয়ে ব্যস্ত থাকার জন্য। কারণ আমরা মানুষ জাতি আমাদের ভুল হতে পারে আমাদের গুনাহ হতে পারে। সৃষ্টিকর্তা এটাও সুযোগ করে দিয়েছেন যে সেই ইবাদতের মাধ্যমে বান্দা যেন তার গুনাহ গুলো মোচন করার সুযোগ পাই। এই দিনটিকে অনেকেই অনেক ধরনের করে অনুসরণ করে থাকেন।

তবে কারা কিভাবে অনুসরণ করে সেটা জানিনা। আমরা যেভাবে অনুসরণ করি তা হচ্ছে ইবাদতের প্রতি একটু গুরুত্ব দেওয়া। তবে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি শবে বরাতের দিন ভালো মন্দ রান্না করা হয়। সারারাত ইবাদত করা হয়। রোজা তো অবশ্যই আছে। এই রোজার মাস একটু ফজিলত। এই মাসে রোজা রাখার ফজিলত অনেক বেশি। শুধু যে আমরা শবে বরাতের দিন রোজা রাখব এমনটা নয়। এই মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে যখন রোজা রাখা হয় অনেক অনেক সোয়াব পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায়। আসলে আমার শরীরটা তেমন ভালো না। বুঝতেই তো পারছেন আপনাদের ভাইয়া নেই বাসায় ওমরাহ করতে গেছে।। আমি একা মেয়েদের নিয়ে বাসায় আছি।

ইদানিং কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। হাই প্রেসার তো আছে সব সময় ওষুধের মাধ্যমে। সেই সাথে আরো নতুন নতুন কিছু সমস্যা যুক্ত হতে চলছে। কাজকর্ম তো একদম করাই যাচ্ছে না। যেহেতু একজন কাজের আন্টি আসেন সেই সমস্ত কাজগুলো করে দিয়ে চলে যান। তাই বেশিরভাগ কাজগুলো ওনাকে দিয়ে করাতে হয়। সকাল থেকেই রুটি তৈরি করা এবং রান্না বান্না অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু কাজের খালা করে গেল। বন্ধুরা ভাবলাম যে আপনাদের সাথে পবিত্র এই শবে বরাতের দিন সম্পর্কে একটু আলোচনা করি। আসলে আলোচনা মানে আমি যে সেই বিষয়ে সবাইকে জ্ঞান বিতরণ করবো এমনটা নয়। আমি সামান্য একজন মানুষ আমার ভিতরে আসলে ধর্মীয় কোন অভিজ্ঞতা নেই বললেই চলে।

শবে বরাতে গুরুত্ব যেভাবে সবাই মেনে চলে আমিও সেভাবে মেনে চলার চেষ্টা করি। আশা করি সবাই আজকের এই ব্লগটি পড়ে অনেক বেশি গুরুত্ব দেবেন। কারণ এই রাতে যত বেশি ইবাদত করা যাবে তত বেশি আমাদের গুনাহ মোচন হবে। সৃষ্টিকর্তার কাছে আমাদের সমস্ত প্রার্থনা পূরণ করার জন্য চেষ্টা করে থাকি। তো সবাই সবার জায়গা থেকেই নিজেদের সময় গুলো সৃষ্টিকর্তার কাছে এবাদত নিয়ে থাকেন। আশা করছি সবার ভালো সময় যাবে। আমার ব্লগ লেখায় এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

PUSS_Banner_2nd.png

Sort:  
 2 months ago 

আপনার পোস্ট থেকে পবিত্র শবেবরাত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপু। এইসব উৎসবের অপেক্ষায় আমরা দিন গুনি। আর শবে বরাত উপলক্ষে আপনি তো অনেক রকমের রান্না করে ফেলেছেন। কাছে থাকলে হয়তো গিয়ে খেয়েই আসতাম। হা হা৷

 2 months ago 

ধন্যবাদ দাদা আপনাকে সময় দিয়ে আমার পোস্ট পড়ার জন্য।

 2 months ago 

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যিই, এই রাত আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের অনন্য সুযোগ। আমাদের উচিত যথাযথ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফের প্রার্থনা করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।

 2 months ago 

এই দিনটি অনেক ফজিলতের মাস। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক সেই কামনা করি।

 2 months ago 

Today My Tasks:-

1000006455.jpg

 2 months ago 

জি আপু আজ পবিত্র শবেবরাত। বেশ দারুন একটি তথ্য বহুল পোস্ট আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। পবিত্র রজনীতে আমরা সবাই মহান আল্লাহর ক্ষমা প্রাথী। দোয়া রাখবেন আপু। এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনার শেয়ার করা সুন্দর মতামত পড়ে অনেক ভালো লেগেছে আপু।

 2 months ago 

আসলে শবেবরাত মানে মনে করে ভালো-মন্দ খাওয়া আসলে এটা কি তাই? না এটা নয় শবে বরাত মানে খাওয়া দাওয়া নয় শবেবরাত মানে ইবাদতের রাত। প্রত্যেকটা মুসলমানের একটা উত্তম একটা দিন এই শবেবরাত। আপনি বেশ চমৎকার কিছু কথা লিখেছেন ভালো লাগলো পড়ে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনি একদম ঠিক বলছেন শবে বরাত মানে ইবাদতের রাত।