মানুষ বড়ই স্বার্থপর ১০% লাজুক খ্যাক এর জন্য

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন। আশা করি রমজানের খুশিতে আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি

আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি। আমার স্টিমিটের সকল ভারতীয় ও বাংলাদেশের বন্ধুদের সুস্থতা কামনা রেখে শুরু করছি আজকের ব্লগ আলহামদুলিল্লাহ।আমার পোস্টের ১০% সা্ই ফক্স ও ৫% এবিবি স্কুল


IMG_20220419_085923~3.jpg

আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো মানুষ বড়ই স্বার্থপর।এ দুনিয়ায় মানুষ বড়ই স্বার্থপর।যেখানে স্বার্থ আছে সেখানেই মানুষ আছে। এ দুইদিনের দুনিয়ায় মানুষ স্বার্থবীহিন ভালোবাসা খুবই কম।নিঃস্বার্থভাবে কেউ কাওকে ভালোবাসেনা। আমরা সেখানেই আছি যেখানে আমরা নিজের স্বার্থ হাছিল করতে পারি।স্বার্থবিহীন মানুষ খুজে পাওয়া বড়ই মুশকিল। আজ পৃথিবীতে কেমন জানি মানুষ গুলি চেইঞ্জ হয়ে যাচ্ছে। আগে কার দিনে মানুষ মানুষের প্রতি মায়া ভালোবাসা ছিল অন্য রকম। আজ আর সেই সত্যিকারের মায়াবীহিন ভালোবাসা নেই। যেটাই বলেন সত্যি কারের বন্ধু বান্ধব ও পাওয়া যায় না।আর সত্যি কারের ইনসাফ ওয়ালা মানুষ হাজারে একজন খুজে পাওয়া যায়।আবার একে বারেই যে নাই তা নয় আছে ভালো মানুষ ও এ দুনিয়ায় আছে তবে খুবই কম। মানুষেরাই নিঃস্বার্থভাবে মানুষের জন্য সহযোগিতা ভালোবাসা দিয়ে যায় এমন মানুষ ও দুনিয়ায় আছে


IMG_20220419_090153~2.jpg

উদাহরণ স্বরুপ ঃ মনে করেন যখন কেউ নির্বাচন করতে দাঁড়ায়। তখন কত সত সত কথা যে বলে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।আসলে কতো যে পবিত্র তা নির্বাচনের পরে বুঝা যায়। মানুষ মানুষের সাথে মিস্টি মিস্টি হাসি মুখে কথা বলে।পরে আর নির্বাচনে জয় হলে আর তারে খুইজা পাওয়া যায় না। মানুষকে পাম্প দিয়া ফুলাইয়া ফালায়। যে এটা করে দিবে ওটা করে দিবে কিন্তু নির্বাচনে জয়েই হওয়ার পর আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না

IMG_20220419_085942~2.jpg


আমি আসলে এটাই বুঝাতে চেয়েছি যে মানুষ বড়ই স্বার্থপর।নিজের স্বার্থ হাসিল করার জন্য কত কিছু করে। মানুষের সাথে মিস্টি মিস্টি কথা ও ভালো ব্যবহার। কিন্তু নির্বাচনের পর ভোটারদের সাথে আর সেই দিনের মতো ভালো ব্যবহার থাকে না। যাইহোক এমনই মানুষ হয় তবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে ধারানোর মানুষ ও এ দুনিয়ায় আছে। নিজের স্বার্থ হাসিল করার জন্য ভাই ভাইকে ত্যাগ করে দেয়। বোন বোনকে ত্যাগ করে দেয় এবং মাঝে মাঝে দেখা যায় যে ছেলে বাবা মা কেও ত্যাগ করে দেয়।এমন অনেক নজিরা আছে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে যাঁরা নিজেদের চিন্তা না করে। মানুষের পক্ষে কাজ করে যায়।মানুষের বিপদে আপদে তাঁরা এগিয়ে আসে। আসলে এই দুনিয়ায় মানুষকে বিশ্বাস করা করা খুবই অসম্ভব। আগেকার জীবনে মানুষের প্রতি মানুষের যতটুকু বিশ্বাস ছিল এই জমানায় সেই বিশ্বাস ওয়ালা মানুষ খুজে পাওয়া বড়ই মুশকিল। আমি আসলে এতখনে আপনাদের কাছে কি বুঝাতে চেয়েছি যে আমি হই আর আপনি হই সবার মধ্যে স্বার্থ আছে। আর এটা স্বাভাবিক সবার মধ্যে থাকে। কিন্তু যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে ভালোবাসে তারাই আসলে সত্যি কারের একজন মানবতার মানুষ। বিশেষ করে নিঃস্বার্থহীন মানুষ গুলি মানুষের কাছেও অনেক প্রিয় হয়ে উঠে।কিন্তু মানুষকে ভালো বানানোর জন্য খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য। যারা সারাক্ষণ নিঃস্বার্থভাবে মানুষকে সচেতন করে যায় তাদের মতো নিঃস্বার্থহীন ভালো মানুষ আর কে আছে।মানুষকে অন্যায় থেকে ভালো পথে আনার জন্য অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্য। যারা দিন-রাত কাজ করে যায় তাদের মত আর ভালো মানুষ কে হতে।তাদের জন্য দোয়া রইল যারা অসৎ পথ থেকে মানুষকে সৎ পথে আনার জন্য নিঃস্বার্থভাবে আপ্রাণ চেষ্টা করে যায়

যাইহোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা রইলো। আমার স্টিমিটের সকল বন্ধুদের সুস্থতা কামনা রেখে শেষ করছি আজকের ব্লক।


আল্লাহ হাফেজ

🍒আমার পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবার জন্য শুভকামনা রইলো🍒।

Sort:  
 3 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন স্বার্থ ছাড়া পৃথিবীতে আসলেই কেউ কিছু করেনা। সবাই স্বার্থের পিছনে দৌড়ায় কিন্তু আমাদেরকে স্বার্থের পিছনে না দৌড়িয়ে ভালো কিছুর পিছনে দৌড়ানো উচিত তাহলে কিন্তু আমাদের জীবনের সার্থকতা।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আসলে মানুষ স্বার্থপর ।।স্বার্থের জন্য মানুষ সবকিছু করতে পারে ।আপনার গল্পটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।।
শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা গঠন মূলক মন্তব্য করার জন্য।

এটা চিরন্তন সত্য কথা যে স্বার্থ ছাড়া মানুষ কোন কাজই করেনা। মানুষের প্রতিটা কাজের পেছনে কোন না কোন স্বার্থ জড়িত। সেটা হতে পারে অর্থনৈতিক স্বার্থ বা হতে পারে মানসিক স্বার্থ বা অন্য যেকোনো ধরনের সার্থ। তাই এটা মেনে নিয়েই আমাদের সকলকে চলতে হবে। আপনার লেখার মান ধীরে ধীরে ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

স্বার্থের পিছনে মানুষ ছুটে বেড়ায় যেখানে স্বার্থ আছে সেখানে কিছু মানুষ আছে। তবে এটা বলব না যে সবাই স্বার্থপর। কিছু মানুষ আছে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে অসৎ মানুষকে সৎ পথে আনয়নের চেষ্টা করে তারাই প্রকৃত পক্ষে সৎ মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য এবং সঠিক কথা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

আপু চমৎকার একটা গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থের পিছনে ছুটবে ,তবে যারাই সবার কথা ভাব্বে এবং সবাইকে নিয়ে বাচার সপ্ন দেখে তারাই ভালো মানুষ।অনেক ভালো লিখছ ভাইয়া লেখার মান খুবই ভালো ছিল ধন্যবাদ।আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

পৃথিবীটাই স্বার্থপর স্থান। এখানে স্বার্থের জন্য কেউ কারো আপন নয়। সবাই নিজের স্বার্থের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে দিন থেকে রাত এভাবে। সংগ্রামের পর সংগ্রাম করে চলছে নিজের স্বার্থকে বজায় রাখার জন্য। স্বার্থের জন্য মানুষ নিজের লজ্জা শরম ভুলে বেহায়াপনা কর্মে লিপ্ত হয়। তবে আপনার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিছুটা আবেগী হয়ে গেছিলাম,আপনার এত সুন্দর পোস্ট দেখে।

জি ঠিকই বলেছেন সত্যিকার অর্থে এ দুনিয়ায় কেউ কারো আপন না।