স্বার্থপর ব্যক্তি অন্যায় করতে দ্বিধাবোধ করে না কখনো।

in আমার বাংলা ব্লগ9 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

hacker-3342696_1280.jpg

source

আজকে একটা জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো।আসলে বাস্তবতা কতটা ভয়ংকর সেটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে ভালো। আপনি অন্যের ভালো চাইলেও,অন্য কেউও যে আপনার ভালো চাইবে এটা ভাবাটাই ভুল। যাইহোক মূল কথায় গিয়ে আপনাদের সাথে বিষয়টা আলোচনা করবো।

কারো ভালো থাকাটা কেউ সহ্য করতে পারে না।আর এই সহ্যের বাইরে গিয়ে কে কি আচরণ করতে পারে তা হয়তো নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। অন্যায় করতে করতে কেউ কেউ হাঁপিয়ে যায়। আবার কেউ কেউ অন্যায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে কারো ভালো থাকাটা তার সহ্য হয় না।মানুষরূপী এই স্বার্থপর প্রাণী কি করতে পারে সেটা কেউই টের পাবে না।

আমাদের জীবনটা কতটুকুই বা!এই ছোট্ট জীবনের পরিধিটা ততটাও বড় নয়। তাহলে কেন মানুষ নিজের ভালো বা অন্যের ভালো চাওয়া বাদ দিয়ে অন্যের পেছনে লেগে পরে?কেন এমন করে সেটাই ভাবনার বিষয়।অন্যায়কারীকে প্রশয় দেয়াটাও অন্যায়। কিছু মানুষ আছে যারা অন্যায় করার পর ভুল বুঝতে পারে। আর ভুল বুঝেই কিন্তু তারা শোধরানোর চেষ্টা করে। তারা মনে করে ভালো কিছু করলেই হয়তো ভালো প্রতিদান পাওয়া যায়।

কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা জানে,তারা যেটা করছে সেটা অন্যায়। আবার এমনও হয় তাদের করা অন্যায়টাকেই তারা যৌক্তিক মনে করে।এটা কেন করে জানেন?কারণ তারা কখনো ভালো মনমানসিকতা নিয়ে থাকে না, তারা কখনোই চায় না অন্যরা ভালো থাকুক। এই অন্যায় করতে করতে তারা একসময় এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন তারা অন্যের ক্ষতি করা ছাড়া ভালো কিছু চিন্তাই করতে পারে না।

আসলে বর্তমান সমাজে মুখোশের আড়ালে কে কেমন তা বোঝা মুশকিল। আপনার সাথে বেড়ে উঠা, যার প্রতিটা মুহূর্তে আপনি পাশে ছিলেন,যার কষ্ট -দুঃখ সব নিজের করে নিতে চেয়েছেন সে একসময় আপনাকে এমন আঘাত দিবে যে আপনি তা বিশ্বাসই করতে পারবেন না। আপনার ভালো থাকাটাও সে সহ্য করতে পারবে না। সে চায় একাই সে বড় হোক,একাই সে সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে আনতে।

স্বার্থপর আর লোভী মানুষরা সমাজের জন্য অনেক বেশি ভয়ংকর। কেননা এরা কখনোই চায় না সবাই ভালো থাকুক। এরা চাইবে নিজেদের সুখ শান্তি।এরা নিজেদের ষোলো আনা বুঝে।কিন্তু পরের বেলায় কি করা উচিত বা অনুচিত তার প্রতি বিন্দুমাত্রও নজর দেয় না।তাহলে এদের থেকে কেউ ভালো কিছু আশা কিভাবে করবে। স্বার্থের কারণে এরা অন্ধ হয়ে যায়। উপকার করা তো দূরে থাক, তাদের প্রতি অন্যের করা উপকার পর্যন্ত এরা স্বীকার করতে জানে না।

এই স্বার্থান্বেষী আর অন্যায়কারীরা কখনোই সুশীল সমাজে বসবাসের যোগ্য না।এরা অত্যন্ত চালাক আর চতুর লোক। যারা কিনা অন্যের মাথাও নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে। এরা সবসময় সবকিছুতেই নিজের পাওনাটা হিসেব করে। কিন্তু, নিজের দায়িত্ব ভুলে যায়। অন্যায় করা তাদের কাছে একদম পান্তা ভাত। এতটাই নিখুঁত আর সহজে অন্যায় করে আর অন্যায়কে ধামাচাপা দেয় যা কেউ টেরই পায় না।

আজকের কথাগুলো হয়তো অনেকের সাথে মিলে যাবে। কারণ আপনারাও আপনাদের আশেপাশে এমন কিছু মানুষরূপী স্বার্থপর প্রাণীকে দেখে থাকেন যারা স্বার্থের লোভে সব করতে পারে। সব ধরনের অন্যায় করতে পারে।আমার আজকের লেখাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন।আর এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলে বর্তমান সমাজে মুখোশের আড়ালে কে যে ভালো আর কে যে মন্দ তা বোঝা মুশকিল। যাকে সরল মনে বিশ্বাস করি কিছুদিন না যেতে দেখা যায় তার আসল চরিত্র বেরিয়ে আসে। আর স্বার্থপর ব্যক্তিরা অন্যায় করতে করতে একসময় অন্যায়ের চরম আকার ধারণ করে। আর তখন তাদের বড় ধরনের অন্যায় করতেও দ্বিধাবোধ করে না। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

এসব কিছু মনকে একদম বিষিয়ে দেয় আপু।বিশ্বাস উঠে যায় মানুষের প্রতি।

 9 months ago 

কথিত কথায় আছে স্বার্থপর ব্যক্তিদের কোন সম্পর্ক হয় না। এটা আসলেই বাস্তব একটি বিষয়। স্বার্থবাদী মানুষরা সব সময় নিজেদের স্বার্থ নিয়ে চলাচল করে। যদি একটু বিপদ দেখতে পারে তাহলে সেখান থেকে পলায়ন করে। অনেক চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপু, ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

জি আপু।স্বার্থপর ব্যক্তি সবসময় নিজের স্বার্থ উদ্ধার করে। আর অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না।

 9 months ago 

স্বার্থপর ব্যক্তিরা সবসময় নিজের ভালোটাই দেখতে। নিজের স্বার্থের ক্ষেত্রে অন্যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও তারা সেদিকে নজর দেয় না। তারা সবসময় নিজেদের কথাই ভাববে। একদম বাস্তব কিছু কথা লিখেছেন আপু। আসলে আমাদের আশেপাশে এরকম অনেক স্বার্থপর মানুষ রয়েছে। ধন্যবাদ আপনাকে বাস্তব একটি টপিক নিয়ে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

কথাগুলো আমার মনের কষ্ট থেকে লেখা আপু।যে আমাদের ক্ষতি করতে চায় আল্লাহ তাদের হেদায়াত করুক।

 9 months ago 

যে স্বার্থপর ব্যক্তি তার আবার ন্যায় -অন্যায় বোধ আছে নাকি। স্বার্থপর ব্যক্তি শুধু নিজের ভালো হয় যা কিছুতে সেটা ই ভাবনাতে রাখে। আর তাই এ ধরনের ব্যক্তিদের দ্বিধাবোধ বলে কিছু থাকে না।খুব সুন্দর ভাবে বিষয় টি নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 9 months ago 

একদম ঠিক কথা বলছেন আপু। স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে বোধ তাদের থাকে না।