কিনে ফেললাম সেলফি স্টিক।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে সেলফি স্টিক কেনার অনুভূতি শেয়ার করবো।
এই বছর রমজানের ঈদ চলে গেলো। ঈদকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক ধরনের প্লান প্রোগ্রাম করেছে। যার যেটা সম্ভব সে সেটা বাস্তবায়ন করেছে। রমজানের ঈদের প্রধান আকর্ষন থাকে শপিং। যে যার সাধ্যমত শপিং করে থাকে। এই ঈদে অনেকের শপিং বাজেট শুনে আকাশ থেকে পড়ার অবস্থা হয়ে গিয়েছিল। আবার অনেকের বাজেট ছিল খুবই কম। তো ঈদের বাজেট নিয়ে কাউকে প্রশ্ন করা মন্দ ছাড়া ভালো কিছু মনে করি না। এক সাংবাদিক একজনকে ঈদের বাজেট নিয়ে প্রশ্ন করে তিরস্কারের শিকার হয়েছে।
আমি আমার সাধ্যমত আমার ফেমিলির সবাইকে শপিং করে দিয়েছি। তবে আমার শপিংয়ের তেমন কোন বাজট ছিল না। অল্প টাকার মধ্যেই কিছু শপিং করেছি। আমার অফিস বন্ধ দিয়েছে শনিবারে আমরা গ্রামে এসেছি রবিবারে। তো শনিবারে সন্ধার পরে হঠাৎ করে মন টাইলো একটি সেল্ফি স্টিক কেনার জন্য। হঠাৎ করে সেলফি স্টিক কিনতে কেন মন চাইলো তার উত্তর আমি নিজেও জানিনা। তবে খুব মন চাইতেছে একটি সেলফি স্টিক কিনতে।
সন্ধ্যার সময় ইফতার করে মাগরিবের নামাজ পড়ে প্রয়োজনীয় ব্যাগ ট্রলি গুছিয়ে হঠাৎ করে মার্কেটে চলে গেলাম। মার্কেটে যাওয়ার উদ্দেশ্য একটাই বাজেটের মধ্যে হলে একটি সেলফি স্টিক কিনবো। সেলফি স্টিক কেনার বাজেট ছিল পনেরশো টাকা। আমার পকেটে পনেরশো ৮০ টাকার মত ছিল। যাওয়ার সময় চিন্তা করে গিয়েছিলে পনেরশো টাকার উপরে হলে সেলফি স্টিক না কিনে বাসায় চলে আসবো।
অটোতে চড়ে চলে গেলাম চাষাড়ার সমবায় মার্কেটে। সেখানে গিয়ে বেশ কয়েকটি দোকানে সেলফি স্টিকের খোঁজ করলাম। কিন্তু কোথাও পেলাম না। একজন দোকানদার আমাকে বললেন আপনি এখানে সেলফি স্টিক পাবেন না, যদি এটা কিনতে চান তাহলে মার্ক টাওয়ারে চলে যান। সমবায় মার্কেটের অপজিটে রাস্তার পশ্চিম পাশে মার্ক টাওয়ার। সেখানে গিয়ে তিনতলায় একটি দোকানে খোঁজ করে পেলাম না। ভেবেছি হয়তো সেলফি স্টিক কেনা হবে না।
তারপর মার্কেটের পশ্চিম পাশে সবার শেষে একটি দোকানে গিয়ে খোঁজ করলাম সেখানে সেলফি স্টিক পাওয়া গেল। তবে তাদের দাম প্রথমে আমি জিজ্ঞেস করি নাই। তারা আমাকে দুইটা সেলফি স্টিক দেখালো। একটির দাম সাড়ে পাঁচশত টাকা, আরেকটির দাম চাইলো ৮০০ টাকা। জিজ্ঞেস করলাম এর উপরে আর আছে নাকি। তারা বললো আমাদের কাছে দুটি মডেলই আছে। দুটি সেলফি স্টিক দেখে দোকানদার ভাই আমাকে ৮০০ টাকা দামের সেলফি স্টিকটি সাজেস্ট করলেন। একটা দেখতে সুন্দর আবার মজবুত ছিল।
তো দোকানদার ভাইয়ের সাথে কথা বলে কিছু টাকা কমানোর চেষ্টা করলাম। তারা আমাকে বললো ৭০০ টাকা হলে দিতে পারবে। আমি প্রথমে ৬৫০ টাকা বললাম। তারপর তারা আরো ২০ টাকা ডিসকাউন্ট দিয়ে একদাম ৬৮০ টাকায় দাম বেঁধে দিলো। আমি আর কোন কিছু চিন্তা-ভাবনা না করে এটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যেখানে আমার বাজেট ছিল পনেরশো টাকা, সেখানে মোটামুটি ভালো একটি সেলফি স্টিক ৬৮০ টাকায় পেয়ে গেলাম। তারপর মোবাইলের গ্লাস পেপার লাগিয়ে চলে আসলাম। কারণ কিছুক্ষণের মধ্যে মার্কেট বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে যাচ্ছিল।
কয়েকদিন যাবত সেলফি স্টিকটি ব্যবহার করছি। সবকিছু মোটামুটি ভালই লাগছে। তবে ফটোগ্রাফি করার সুইচটি সবসময় কাজ করতে চাই না। ভালোভাবে সেটিং করে নিতে হয়। দেখা যাক কয়দিন চালানো যায়। যাই হোক পরবর্তীতে একটি গেইমব্লিং কেনার ইচ্ছা রয়েছে। আজকে আর কথা বাড়াচ্ছি না। এখান থেকে বিদায় নিলাম।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
স্কিন শর্ট | @joniprins |
তারিখ | ২৯.০৩-২০২৫ |
সময় | বিকাল ৮.৩০ মিনিট |
স্থান | মার্ক টাওয়ার,চাষাড়া, নারায়ণগঞ্জ |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/ArianKh29670721/status/1907768123547333052?t=_hWnF9evxrwHv_D6n5Onyw&s=19
https://x.com/ArianKh29670721/status/1907767548084396178?t=VSYFL_HsjL19BLomiXXkDg&s=19
বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে এ জাতীয় সেলফি স্টিক গুলো খুবই প্রয়োজন হয়ে থাকে। তাইতো সে প্রয়োজনে আপনিও একটা চমৎকার সেলফি স্টিক কিনে ফেলেছেন ভাইয়া। ভালো লাগলো আপনার চমৎকার এই জিনিসটা সম্পর্কে আমাদের মাঝে ধারণা দিয়েছেন দেখে।
জি ভাই অনলাইনে ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তাছাড়া আমাদের কমিউনিটিতেও ভিডিওগ্রাফি শেয়ার করবো, ইনশাআল্লাহ।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর পোস্ট পড়ে খুব ভালই লাগছে৷ আমি অনেকদিন যাবত এই সেলফি স্টিক কেনার চিন্তাভাবনা করছিলাম৷ তবে হঠাৎ করে যেন আমি এর কথা ভুলে গিয়েছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এটা দেখে আবারও মনে পড়ে গেল৷ আপনি এটি কিনেছেন শুনে খুব ভালই লাগছে৷ অনেক ভালোই দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে এটি অনেক শক্তপোক্ত৷ আমিও এটি শীঘ্রই কিনে নেব৷
জী ভাই সেল্ফি স্টিক টা ভালোই মনে হচ্ছে।