নিজ হাতে লেখা কবিতা " স্বার্থচিন্তা অশান্তি বয়ে আনে"। (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
১৪ রমাদান, ১৪৪৩ হিজরি
১৬ এপ্রিল,২০২২সাল
মানুষ হয়ে তুমি করো যদি পরোপকার, জিবনে তবে থাকবেনা দুঃখ, গ্লানি, অশান্তি আর।
হ্যালো
আমরা মানুষ মানুষ হিসেবে আমরা কতটা সফল তা আমাদের জানা নেই। আসলে আমরা সফলতা বলতে কি বুঝি সফলতার মানেই যে শুধু ভালো চাকরি আর আপনার টাকা করে থাকবে এতোটুকু। আমার কাছে সফলতার অর্থ টা একটু ভিন্ন ধরনের। আসল সকলকে তারাই যারা মানুষের পাশে গিয়ে তাদের খারাপ সময় দাঁড়াতে পারে। একজন মানুষ যদি একজন মানুষের খারাপ সময় পাশে দাঁড়াতে দাঁড়াতে পারে তাহলে সে আবার কিসের মানুষ সে আবার কিসের সফল। একজন সফল মানুষ সবসময় সমাজসেবামূলক কাজের মধ্যে নিয়োজিত থাকবে। যুবকদের ভাল কাজে উৎসাহিত করবে। বৃদ্ধদের সাথে কুশল বিনিময় থেকে শুরু করে তাদের সমস্যাগুলো শুনবে তাদের মনের কথা বোঝার চেষ্টা করবে। এই মানুষগুলোই তো দিনশেষে সফল।
![]() |
---|
স্বার্থচিন্তা অশান্তি বয়ে আনে আলমগীর কবির
তবুও কেনো মানুষে মানুষে
এত বিভেদ আর অহংকারে ভরা।
কতো সাদা কালো অধ্যায়,
কি হবে এই জীবন নিয়ে এত ভেবে
যেই জীবন দম ফুরোলেই নাই।
অহংকার পতনের মূল
মানুষ হিসেবে তুমি কি তা মানো?
ওহে মানুষ বলছি তোমায়
স্বার্থ চিন্তা বাদ দিন শান্তির ক্রোধ আনো।
মানুষ হিসেবে আমার কাছে এটাই মনে হয়
একজন মানুষ জাতি হিসেবে বুদ্ধিমানের কাজ
সেই কাজের বিনিময়ে দুনিয়ার বুকে জান্নাত কিনে নেই।
তবে ভুলে যাও ক্ষমতার বড়াই আর অহংকার,
দেখবে কতটা সুখের দেখা পাও
সার্থ চিন্তা বাদ দিয়ে করো উপকার।
বন্ধুরা আমার লেখা কবিতাটি আপনাদের কেমন লেগেছে। আশা করি আমার এই কবিতাটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমরা মানুষ হিসেবে সব সময় চেষ্টা করব অন্যের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার। অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। বন্ধুরা আমার কবিতা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনুগ্রহপূর্বক জানাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার ইনশাল্লাহ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
আপনার স্বরচিত কবিতা " অশান্তি বয়ে আনে " পড়ে বেশ ভালো লাগলো। আগামীতে আরও ভাল ভালো কবিতা দেখার অপেক্ষায় রইলাম।
ইনশাল্লাহ সামনে কিন্তু আরও ভালো কিছু হবে।
আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে কবিতাটি লিখেছেন আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
বিশেষ করে এ লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে।
এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমার অনুপ্রাণীতে করার জন্য।
ঠিক বলেছেন ভাই দুনিয়াতে শান্তির সন্ধান পেতে গেলে আমাদের অহংকার এবং ক্ষমতার বড়াই বাদ দিতে হবে। মিশতে হবে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতো। তাহলে জীবনের আসল আনন্দ টা পাওয়া যাবে। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। আমার কাছে চমৎকার লাগছে।
অহংকার মানুষের সাথে কেরে নেয়। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
খুবই ভালো একটি কবিতা লিখছেন অনেক বাস্তববাদী কিছু কথা তুলে ধরছেন বিষয়টি ভালো লাগলো
এই চরনটি আমার ভালো লাগছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
এই সুন্দর রাতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটি কবিতা রচনা করেছেন ভাই আপনি।
আসলেই তাই। কথাটা মনে ধরেছে ভাই। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি লাইন অনেক মনমুগ্ধকর ছিল। আমি এটাই মনে করি যে স্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
খুবই বাস্তববাদী কবিতা। খুব সুন্দর কবিতা লিখেছে। নামটা বেশ সুন্দর,স্বার্থচিন্তা অশান্তি বয়ে আনে।বেশ ভালো।
বেশ ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ।।আপনার কবিতা লেখার ধরনটা আমার কাছে বেশ ভালো লেগেছে ।সামনের দিনে আরও সুন্দর সুন্দর কবিতার আশায় থাকলাম।। শুভকামনা রইল।।
ধন্যবাদ আপনাদের সার্পোট পেলে সামনের দিনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ।
খুবই সুন্দর একটি জনসচেতন মূলক কবিতা রচনা করে আপনি আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে শেয়ার করেছেন, যা পড়ে খুবই ভালো লাগলো। আশা করি আরও এমন জনসচেতন মূলক পোস্ট আমাদের মাঝে তুলে ধরবেন।
ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।