দ্বিতীয় সেমিস্টারের মীড পরীক্ষা ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমার পরীক্ষা নিয়ে কিছু কথা শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
আপনারা অনেকেই জানেন আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমার এবার দ্বিতীয় সেমিস্টার চলছে। এই সেমিস্টারে চারটি সাবজেক্ট এগুলো হলো ইংরেজি ২, স্ট্রাকচারাল প্রোগামিং ল্যাংগুয়েজ থিওরি, স্ট্রাকচারাল প্রোগামিং ল্যাংগুয়েজ ল্যাব ও ফান্ডামেন্টাল ক্যালকুলাস।
দেখতে দেখতে দ্বিতীয় সেমিস্টার এর মীড পরীক্ষা চলে আসলো। গত শনিবার অর্থাৎ গতকাল আমার প্রথম পরীক্ষা ছিলো। আমার প্রথম পরীক্ষা ছিলো ইংরেজি ২ বিষয় এর উপর। আমার প্রিপারেশন মোটামুটি অনেক ভালোই ছিলো। আমার পরীক্ষার সময় ছিলো সকাল ১১'১৫ থেকে ১ ঘন্টা ৩০ মিনিট। আমাদের যে রুমে সিট পড়ার কথা আমরা সে রুমে চলে যাই কিন্তু সেখানে আমরা বেশ কিছুজন সিট পাইনি পরে জানতে পারি আমাদের সিট অন্য রুমে দিয়েছে কিন্তু ট্যাকনিক্যাল কিছু সমস্যার জন্য তা আপডেট করা হয়নি। এইসব কিছুর জন্য পরীক্ষা শুরু হতে আরো ১০ মিনিট দেরী হয়ে যায় তবে আমাদের এক্সট্রা টাইম দেয়া হয়েছিলো।
এরপর আমাদের এক্সাম শুরু হয় আমাদের মীডে টোটাল মার্ক হলো ৩০ তার মধ্যে লিসেনিং ও স্পিকিং এ ৫ ৫ করে টোটাল ১০ এবং রাইটিং ২০। আমাদের লিসেনিং ও স্পিকিং আগেই নিয়ে নিয়েছিলো ফ্যাকাল্টি। আমি প্রশ্ন পেয়েই আগে পুরো প্রশ্নটি দেখি। প্রথমেই একটি প্যাশেজ ছিলো সেখান থেকে ৪ টি এমছিকিউ প্রশ্ন, চারটি ভোকাবুলারি ও তিনটি শর্ট প্রশ্ন থাকে। আমি প্যাশেজটি ভালো করে পরে প্রশ্নগুলোর উত্তর দেই। এরপর ছিলো সামারি রাইটিং প্যাশেজটির উপর। এটি ছিলো রিডিং অংশ।
এরপর রাইটিং অংশে ছিলো গ্রামার ইডিটিং অর্থাৎ একটি বাক্যে ভুল দেয়া থাকবে আমাদের সেটি খুজে বের করে সঠিক উত্তরটি লিখতে হবে। আমি মোটামুটি ভালো ভাবেই এইগুলো লেখি। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল একটি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ লেখার আগে প্যারাগ্রাফের আউটলাইন আমাদের তৈরি করে নিতে হয় প্যারাগ্রাফের আউটলাইনে ১ মার্ক ও প্যারাগ্রাফ এ ৫ মার্ক। যথা সময়ের মধ্যে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেই এবং আমার পরীক্ষাটি শেষ করি।
আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.