ডাই প্রজেক্টঃমেয়েদের ডিজাইনার স্যান্ডেল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২২শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৭ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ ।
কার্তিক মাসের আর সপ্তাহ খানেক বাঁকি আছে। গত দুদিন ধরে একটু একটু শীতের আমেজ পাওয়া যাচ্ছে ঢাকায়।গ্রামগঞ্জে শীতের অনুভূতি একটু বেশী অনুভূত হচ্ছে মনে হয়। সেই সাথে নতুন ধান উঠানো শুরু হচ্ছে।আবহাওয়ার পালা বদলে অনেকেই সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে। এই সময়ে একটু সতর্ক থাকতে হবে, যাতে ঠান্ডা না লাগে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটিও একটি ডাই পোস্ট। আজ আমি গ্লিটার পেপার দিয়ে মেয়েদের ডিজাইনার স্যান্ডেল তৈরি করেছি। ডিজাইনার স্যান্ডেল কিভাবে বানিয়েছি, সেই পদ্ধতিই আজ আমি শেয়ার করবো। গ্লিটার পেপার দিয়ে বিভিন্ন জিনিস ভালো ফিনিসিং দিয়ে তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে। আমার তৈরিকৃত আজকের মেয়েদের ডিজাইনার স্যান্ডেল জোরা আপনারদের ভালোই লাগবে। গ্লিটার পেপার দিয়ে মেয়েদের ডিজাইনার স্যান্ডেল তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করেছি গ্লিটার পেপার,ককশিট,গ্লাসসহ আরো কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই গ্লিটার পেপার দিয়ে বানানো মেয়েদের ডিজাইনার স্যান্ডেল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের মেয়েদের ডিজাইনার স্যান্ডেল আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।গ্লিটার পেপার
২।গাম
৩।কাঁচি
৪।ককশিট
৫।পেন্সিল
৬।গ্লাস
৭।হ্যাক্স ব্লেড
স্যান্ডেল তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে কার্টুন বোর্ডে স্যান্ডেলের সোল একেঁ কেটে নিয়েছি। একই ভাবে দুই পিস কেটে নিয়েছি।
ধাপ-২
এবার সোলটিতে গ্লিটার পেপার লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
চিকন করে এক টুকরো গ্লিটার পেপার কেটে নিয়েছি স্যান্ডেলের সামনে ডিজাইন করার জন্য। কাটা গ্লিটার পেপার স্যান্ডেলের সোলের সামনে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
আবারও চিকন করে গ্লিটার পেপার কেটে নিয়েছি দুই পিস। কেটে নেয়া গ্লিটার পেপার সোলের দু'পাশে লাগিয়ে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৫
এবার ককশিট কেটে নিয়েছি স্যান্ডেলের হিল বানানোর জন্য। কেটে নেয়া ককশিট সোলের নিচে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
হিলের মাপ করে গ্লিটার পেপার কেটে নিয়েছি। কাটা গ্লিটার পেপার ককশিতে লাগিয়ে নিয়েছি। যাতে স্যান্ডেলের হিলটি দেখতে সুন্দর লাগে।
ধাপ-৭
এবং চিকন করে কেটে নিয়ে গ্লিটার পেপার স্যান্ডেলের চারপাশে লাগিয়ে নিয়েছি। যাতে লার্টুন বোর্ড দেখা না যায়।
ধাপ-৮
আবারও চিকন করে কেটে নেয়া গ্লিটার পেপার দিয়ে স্যান্ডেলের বেল্ট বানিয়ে নিয়েছি। এবং আরেক টুকরো গ্লিটার পেপার স্যান্ডেলের সামনের বেল্টের সাথে পিছনের বেল্ট লাগিয়ে স্যান্ডেল বানানো শেষ করেছি।
ধাপ-৯
সবশেষে স্যান্ডেলটিকে আরও সুন্দর করার জন্য কিছু গ্লাস লাগিয়ে নিয়েছি। এবং সেন্ডেলের নিচে সাদা কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। ব্যস এভাবেই বানিয়ে নিলাম মেয়েদের সুন্দর এক জোড়া স্যান্ডেল।
উপস্থাপন
আশাকরি আজকে গ্লিটার পেপার, কার্টুন বোর্ড ও ককশিট দিয়ে বানানো মেয়েদের ডিজাইনার স্যান্ডেলটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Redmi Note a-5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৭ই নভেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়ন
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
নতুন ধান উঠানোর সাথে নবান্নের আমেজ চলে এসেছে ও আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই অসুস্থতায় ভুগছে।আপনি চমৎকার সুন্দর করে মেয়েদের জুতা বানিয়েছেন যা অরিজিনাল মনে হচ্ছে। গ্লিটার পেপার দিয়ে বানানোর ফলে দেখতে চমৎকার সুন্দর হয়েছে দেখতে।ধাপে ধাপে সুন্দর করে বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর স্যান্ডেল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
যাতে স্যান্ডেলটি দেখতে সত্যিকারের স্যান্ডেলের মতো মনে হয়, সেভাবেই বা্নানোর চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
গ্লিটারশীট দিয়ে আপনি বেশ চমৎকার জুতো বানিয়েছেন। জুতোর ফিতে টা কি অসাধারণ লাগছে দেখতে । আর সঠিকভাবে আপনি বানিয়েছেন। ভালোবাসা জানবেন আপু।
অনেক ধন্যবাদ দিদি এতো সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/selina_akh/status/1854594772264165523
আমাদের এখানেতো এখনো গরমের ভাব যায়নি। দিনের বেলায় অনেক গরম হয়। রাতের বেলায় যদিও কিছুটা ঠান্ডা হয়। যাই হোক আপু আপনার আজকের ডিজাইনার স্যান্ডেলটি খুবই চমৎকার হয়েছে। হঠাৎ করে দেখে সত্যিকারের স্যান্ডেল মনে হচ্ছে। পেপারের কালারটি খুব সুন্দর সিলেক্ট করেছেন। যার কারণে এত ভালো লাগছে দেখতে।
আমার বাসায় বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। মনে হয় শীত চলে এসেছে। তবে আপনার কাছে যে আমার বানানো স্যানন্ডেলটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
গ্লিটার পেপার ব্যবহার করে আপনি অনেক সুন্দর দেখতে স্যান্ডেল তৈরি করেছেন। মেয়েদের ডিজাইনার স্যান্ডেল গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগছিল। আপনি অনেক সময় নিয়ে এটা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এই গুলো দেখে একেবারে বাস্তবিক বলে মনে হচ্ছে। আপনার এই সুন্দর হাতের কাজটা সবাইকেই মুগ্ধ করবে।
জি আপু বেশ সময় লেগেছে স্যান্ডেলটি বানাতে। ধন্যবাদ আপু।
আপু এত ইউনিক আইডিয়া পান কোথা থেকে। আমি তো প্রথমে ভেবেছিলাম বাস্তবের স্যান্ডেলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এভাবে এত সুন্দর ভাবে গ্লিটার পেপার দিয়ে যে মেয়েদের ডিজাইনার স্যান্ডেল তৈরি করা যায় সত্যিই জানা ছিল না। আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর স্যান্ডেল দেখে পায়ে দিতে ইচ্ছে করছে। স্যান্ডের সামনে গ্লাস লাগানোর জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনিও অনেক ইউনিক ইউনিক পোস্ট শেয়ার করেন। তবে আমার বানানো স্যান্ডেল ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রথম অবস্থায় দেখে তো আমি একেবারে আসল জুতা মনে করেছি। গ্লিটার পেপার দিয়ে দারুণ তৈরি করেছেন আপু মেয়েদের জুতাটা। বেশ সুন্দর লাগছে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।