জীবন যখন যেমন
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তবে এই কয়েকদিন ধরে ব্যস্ততা অনেকটাই বেড়ে গেছে। প্রথমত ব্যস্ততার কথা আপনারা সকলেই জানেন কারণ শুধু একটি শুভ কাজ সেরে ফেলেছি যার কারণেই অনেকটা ব্যস্ততম সময় পার করেছি। এরপরেও গতকাল আমার দাদি ইন্তেকাল করেছিল। যার কারণে সেই সুখের আমেজটা একদম শোকে পরিণত হয়ে যায়।
জীবনের মায়াজাল সত্যিই অদ্ভুত। এই অদ্ভুত দুনিয়ায় বেঁচে থাকতে গেলে সব সময় প্রস্তুত থাকতে হয়। জীবন যখন যেমন সেভাবে করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তা না হলে অতীতের বিষয়গুলো নিয়ে যদি পড়ে থাকি তাহলে সামনের দিকে এগোনো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। এইতো ১০ দিন আগে থেকেই একটি আনন্দের আমেজ সৃষ্টি হয়েছিল এবং ১০ দিনের একদম শেষ মাথায় এসে একটি দুঃখের সংবাদ। এভাবে করেই সাধারণত জীবন চলতে থাকে জীবনের নিয়মে। এই নিয়মটা আমাদের কোন নিয়মের সাথেই মিলে যাবে না বরঞ্চ এই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম এই চলতে থাকবে।
আমরা অনেক সময় বর্তমানে সত্য বিষয়গুলো মাঝেমধ্যে ভুলে যাই কিংবা মেনে নিতে পারি না। এ ক্ষেত্রে আমাদের জীবনের জন্য অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। কেন বলছি জানেন, কারণ বর্তমানকে যদি মেনে নিয়ে আমরা নিজের বর্তমানকে ঠিক রাখতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে এর জন্য অনেকটাই সাফার করতে হবে। আমি ভেবেছিলাম আজ থেকেই বিয়ের পর্বগুলো লেখা শুরু করব। তিন-চারটি পর্বে আমার বিয়ের সমস্ত ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এ ধরনের মন মানসিকতার মধ্যেই বর্তমানে নেই। কারণ বর্তমানে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এমত অবস্থায় সে সবকিছু কথাগুলো কেন জানি মনে করতে ইচ্ছে করছে না।
কিন্তু তারপরও সবকিছুকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এরই নামে বাস্তবতা এবং এর নামেই হচ্ছে জীবন। এই জীবনের পথ চলায় কত ধরনের নতুন অভিজ্ঞতা হবে, কত ধরনের নতুন সমস্যার সম্মুখীন হব এটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি, জীবন যখন যেমন সেভাবে করেই আমাদেরকে চলতে হবে, এটাই বাস্তবতা। মেনে নিয়ে চলতে হবে, ধন্যবাদ সবাইকে.
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জীবন যখন যেমন
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
জীবন হলো সুখ এবং দুঃখের একটি চক্রবর্তী পরিবর্তন। সুখ যেমন কখনো একসাথে স্থায়ী হয় না ঠিক তেমনভাবে দুঃখ স্থায়ী হয় না। তাই জীবন যখন যেমন ঠিক তেমনভাবেই অতিবাহিত করতে হয়। তবে তোমার আনন্দের মুহূর্ত গুলির পরেই দাদীর মৃত্যুর খবরটি খুব খারাপ। আনন্দের পরই অনেকটা শোক তোমাদের পরিবারকে ঘিরে ধরল।
জীবনে পাওয়া ও হারানো দুই পাশাপাশি চলে সিয়াম। তবু প্রিয়জনের বিয়োগ বড় বেদনাদায়ক৷ কিছুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে৷ জীবন আবার একই নিয়মে চলবে। এমনটাই প্রকৃতির নিয়ম।
পরিবারে নতুন যে সদস্য হয়ে এলো তারও পাশে থেকো আর বাকিদেরও সামলে রেখো৷
ভালো থেকো।
সুখ-দুঃখ এই দুটো নিয়েই আমাদের জীবন।এই জীবনে জন্ম যেমন আছে। তেমনি মৃত্যু ও আছে।তবে জন্ম হলে আমরা যেমন আনন্দিত হই।মৃত্যুতে আমরা আনন্দিত হতে পারিনা।তবে মানিয়ে নিয়েই আমাদের কে চলতে হয়।জীবন যখন যেমন তখন আমাদেরকে তেমনটা ই করতে হয়।আপনার অনুভূতি গুলো ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
আসলে আমাদের জীবনে কখন কি ঘটে যায়, সেটা বলা যায় না। জীবনটা আসলে এমনই। কিন্তু সবকিছু মেনে সামনে এগিয়ে যেতেই হয়। যাইহোক আপনি বেশ কঠিন মুহূর্ত পার করছেন ভাই। একটু ধৈর্য্য ধারণ করার চেষ্টা করেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই।