নীরবতা মানেই শব্দহীন চিৎকার

in আমার বাংলা ব্লগ9 days ago
নীরবতা মানেই শব্দহীন চিৎকার

1000062860.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তবে নীলফামারীসহ উত্তরবঙ্গের অবস্থা মোটেও ভালো নেই। কারণ এখানে প্রতিনিয়তই মাত্র অতিরিক্ত গরম অনুভুতি হচ্ছে যার কারণে জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে।

আমাদের এই জীবনটা এতটাই রোবোটিক হয়ে গেছে যে আসলে নিজেদেরকে নিয়ে চিন্তা করব কিংবা বর্তমানে পারিবারিক অবস্থা কি রয়েছে সেটা নিজে একটু চিন্তা-ভাবনা করব সেই সময়টাও হয়ে ওঠে না। আমাদের সকলের জীবনে উত্থান পতন রয়েছে প্রত্যেকটা জীবনের এই ভালো সময় আসে আবার খারাপ সময় আসে। প্রত্যেকটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ারই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এই মানিয়ে নেওয়ার ব্যাপারটাই অনেকে আমরা বুঝে উঠতে পারি না কিংবা মেনে নিতে পারি না। যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

আজকের পোষ্টের টাইটেলটা একটু অন্যরকম হলেও এটাই কিন্তু একদম বাস্তব সত্য কথা। কারণ মাঝে মাঝে আমরা একেবারেই নিরব হয়ে যাই এবং সেই নিরাবতা একটা শব্দহীন চিৎকার এর মত কাজ করে। যেটা হয়তো আপনারা অনেক গভীরভাবেই বিশ্লেষণ করতে পারবেন। মাঝে মাঝে এমন কিছু সময় আসে না কাউকে কিছু বলতে পারা যায় না, নিজে থেকেই সহ্য করা যায় না শুধুমাত্র নীরবতার মধ্যে থেকেই সেই সময়টা অতিবাহিত করতে হয়। মাঝেমধ্যে আমরা রাগের মধ্যেই অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নেই কিংবা অনেক ধরনের কথা বলে থাকি, যেগুলো আসলে মোটেও ঠিক নয়। কারণ রাগের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত কিংবা কোন ধরনের পদক্ষেপনামা কোনভাবেই ঠিক নয়। এটা আমাদের ইসলাম ধর্মেও স্পষ্ট বারণ করে দেওয়া হয়েছে যখন আমরা রাগে থাকি তখন একদম চুপ হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।

1000063924.jpg

নিরবতা মানেই শব্দহীন চিৎকার হলেও সেই জায়গাতেই আসলে আপনি ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না। আবার দেখা যায় মাঝে মধ্যেই নিজে থেকেই আমরা ঠিক হয়ে যাই কিংবা নিজেদের মনকে কোনভাবেই সান্তনা প্রদান করি। এটাই হচ্ছে একমাত্র রাস্তা যখন আপনি রাগ করবেন চিন্তা অন্যান্য ধরনের কোন পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করবেন। তাই রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, চেষ্টা করবেন একটু আলাদা থাকার জন্য। যখন আপনার রাগ কমে যাবে তখন আবার সেই বিষয়ে চিন্তা ভাবনা করে একটি সুন্দর সলিউশনে আসতে হবে। তা না হলে জীবনে অশান্তি লেগেই থাকবে। তাই যেকোনো পরিস্থিতে নীরব থাকার গুরুত্ব রয়েছে এছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে চুপ থাকাই শ্রেয় বলে আমি মনে করি।

আপনারা কি মনে করেন এই বিষয়ে তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজ আর তেমন কিছু লিখছি না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নীরবতা মানেই শব্দহীন চিৎকার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Absolutely profound, @alsarzilsiam! Your post, "নীরবতা মানেই শব্দহীন চিৎকার" ("Silence Means Soundless Screaming"), truly resonates. The way you've articulated the power and complexity of silence, especially during moments of inner turmoil, is captivating. It's so true that sometimes, the loudest cries are the ones unspoken, felt only within ourselves.

The connection you draw between silence, anger, and decision-making is particularly insightful, and grounding it in Islamic teachings adds another layer of depth. Your message about controlling oneself in anger and finding solutions is a valuable reminder for us all.

The personal touch of sharing the weather conditions in Nilphamari adds a relatable dimension. Thank you for sharing your thoughtful reflections with the community! What strategies do you find most helpful in navigating those moments of "soundless screaming"? Eager to hear more from you and engage in a discussion!

Terima kasih atas informasi yang sangat bermanfaat ini. Saya setuju bahwa berinteraksi dengan pengguna lain melalui komentar yang bermakna akan membantu membangun komunitas yang lebih solid. Selain itu, dengan memberikan upvote secara konsisten, kita tidak hanya mendukung penulis lain, tetapi juga menjaga kesehatan akun kita sendiri. Saran untuk menambah Steem Power juga sangat tepat agar pertumbuhan di platform semakin cepat.