দীর্ঘদিন ধরে ওয়াইফাই লাইনের সমস্যার কারণে কাজে অনেক সমস্যা বোধ করছি। অনেকদিন ধরে ঠিক মতো ওয়াইফাই লাইন পাই না। কারেন্ট না থাকলে ওয়াইফাই লাইন তো থাকেই না আবার বিনা কারণেই ওয়াইফাই লাইন নষ্ট হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই ওয়াইফাই জনিত সমস্যার সম্মুখীন হয়ে আসছি। এদিকে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে সঠিক মত ইন্টারনেট চালাতেও পারি না। একটু ইন্টারনেট পেতে হলে যেতে হয় দূরে কোথাও। তাই এই সমস্ত ভোগান্তি দূর করার জন্য সাব লাইন নিতে আলাদা রাউটার কেনার উদ্দেশ্যে বামুন্দি বাজারে উপস্থিত হয়েছিলাম। বামুন্দি বাজারে আমাদের সুপরিচিত কাফিরুল ভাইয়ের ইলেকট্রনিক্স দোকান। আমি আর মারুফ মূলত এখান থেকেই কোন মুহূর্তে ইলেকট্রনিক্স এর কোন কিছু প্রয়োজন বোধ করলে এখানে চলে আসি এবং নিয়ে যায়। যখন রাউটার নেওয়ার প্রয়োজন বোধ করেছিলাম ঠিক তখনই এই কাফিরুল ভাইয়ের দোকানে গিয়েছিলাম। বামুন্দি বাজারে অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় কাফিরুল ভাই খুব সুলভ মূল্যে যে কোন দ্রব্য দিয়ে থাকে। তাই ভাবলাম আলাদা একটি সাবলাইন তৈরি করি। যতটুকু মুহূর্ত ওয়াইফাই লাইন পাবেনা কেন নিজের রুম থেকে খুব সহজে দ্রুত কাজ সেরে ফেলতে পারব। যাই হোক নিজের সুবিধা তৈরি করার জন্য এই রাউটার কিনতে এসেছিলাম। শুধু রাউটারই নয়,রাউটার লাইন দেওয়ার জন্য অবশ্যই একটি মাল্টিপ্লাগের লাইনের প্রয়োজন রয়েছে পাশাপাশি মাল্টিপ্লাগের লাইন দেওয়ার জন্য একটি বোড লাইন দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই প্রথমে একটি বোর্ড নিয়ে নিলাম।


Photography device: Infinix hot 11s
Location
এরপর ২ এন্টিনার এর একটি রাউটার নিলাম। বর্তমান বাংলাদেশ বাজারে টেন্ডার রাউটারের সবচেয়ে বেশি চাহিদা কারণ ট্রেনডা রাউটার ভালো সার্ভিস দিয়ে থাকে। তাই প্রত্যেকটি ইলেকট্রনিক্স দোকানে লক্ষ্য করা যায় টেন্ডার রাউটারের সংখ্যা বেশি। যেহেতু বাড়িতে ৪ এন্টিনারের একটি রাউটার রয়েছে তাই সাবলাইন বাড়ানোর জন্য দুই এন্টিনার জথেষ্ঠ। তাই এই মডেলের টা নেওয়ার চেষ্টা করলাম।


Photography device: Infinix hot 11s
Location
ইলেকট্রনিক্স এর এই দোকানে অনেক প্রকার যন্ত্রাংশ দেখতে পারলাম। কিছুটা সময় ধরে মারুফ এই দোকানের একটি ছেলের সাথে ওয়াইফাই বিষয়ে বিভিন্ন প্রকার পরামর্শ গ্রহণ করছিল। যেহেতু দীর্ঘদিন এই ছেলেটা এখানে রয়েছে তাই অনেক কিছু সে আমাদের মাঝে জ্ঞান দান করল। আমি অনেক ধারণা অর্জন করলাম ওয়াইফাই এর সাবলাইন সম্পর্কে।



Photography device: Infinix hot 11s
Location
এরপর ওয়াইফাই এর কয়টি কানেক্টর নিলাম। যেত রাউটার নিচ্ছি নিজের কাছে ওয়াইফাইয়ের তার রয়েছে। ওয়াইফাই এর তারের দুই মাথায় দুইটা কানেক্টর লাগাতে হবে যেহেতু নিজেদের কাছে কোন মেশিন নেই নিজের হাতে লাগানোর চেষ্টা করতে হবে তাই এক্সট্রা হিসেবে আরো দুইটা নিয়েছি। এদিকে কারেন্টের বোর্ড দেওয়ালের সাথে লাগাতে হলে অবশ্যই চাইনা পেরেকের প্রয়োজন তাই তার সাথে কিছু চায়না পেরেক নিয়ে নিলাম। পাশাপাশি একটি মাল্টিপ্লাগের প্রয়োজন যেহেতু রাউটারের কারেন্ট বাহি চার্জারটি তিন দাঁতওয়ালা হয়ে থাকে তাই অবশ্যই একটি মাল্টিপ্লাগ লাগবে যা তিনটা সকেট রয়েছে। তাই দেখে শুরু ভাল মানসম্মত একটি মাল্টিপ্লাগ নিয়ে নিলাম। সবকিছু নিয়ে নেওয়ার সময় তারা একটি মেমো করে দিল। টাকা পরিশোধ করে দিলাম।




Photography device: Infinix hot 11s
location
রাউটার মাল্টিপ্লাগ বোর্ড সহ প্রয়োজনীয় জিনিসগুলো একটি ব্যাগের মধ্যে তারা গুছিয়ে দিল। আমরা টাকা পরিশোধ করে ইলেকট্রনিক্সের ঘর ছেড়ে চলে এলাম। তবে বামন্দি বাজারের এই 'নিউ বন্ধু ইলেকট্রনিক্স' অতি জনপ্রিয় একটি দোকান। খুবই সৌভাগ্যের জিনিস বিক্রয় করে থাকে বলেই প্রয়োজনীয় জিনিসগুলো আমি আর মারুফ এখান থেকে নেয়ার চেষ্টা করে থাকি।

Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
খুব ভালো কাজ করছেন ভাই নিজে একটা রাউটার নিয়েছেন ৷ এবার কাজ করতে অনেক সুবিধা হবে ৷ তবে একটা কথা ভাই রাউটার কত নিয়েছেন যদি বলতেন মোমো দেকলাম কিন্তু বুঝতে পারছি না ৷
হ্যাঁ ভাই নিজের রুমে রাউটার না থাকলে কাজ হয় না।
রাউটার কিনে নিলেন,এখন আপনার কাজ করতে আরও সুবিধা হবে।আসলে ডাটা দিয়ে অনেক কাজই ডিলে হয়।রাউটার বেস্ট আমার মনে হয়।আপনার রাউটার কেনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো।একবারে মাল্টিপ্ল্যাগ কিনে ভালো করেছেন ভাইয়া।এই ব্র্যান্ড টা ভালো অনেক শুনেছি।বেশ ভালো সার্ভিস পাবেন আশা করি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে লাইন পরিপূর্ণ ঠিকভাবে চলছে