একটি পরিপূর্ণ গোলাপ ফুলের চিত্রাঙ্কন এবং রঙ করার পদ্ধতিঃ

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি ইনশাআল্লাহ। বন্ধুরা আর্ট করা সব সময় সবার কাছে প্রিয়। আর্ট করতে সবাই ভালবাসে কিন্তু সময় এবং সুযোগের অভাবে অনেকেই হয়তো এই কাজটি সময়মতো করতে পারেন না। আর্ট করতে আমিও অনেক বেশি পছন্দ করি। সেটা যে কোন আর্ট হোক না কেন। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গোলাপ ফুলের চিত্রাঙ্কন শেয়ার করব। কিভাবে একটি গোলাপ ফুল অংকন করতে হয়, কিভাবে এর পাতা, ডাল এবং অন্য সবকিছু অংকন হয় এবং সর্বোপরি এটিকে আমি কালার করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক-
পোষ্ট ক্যাটাগরিঃ চিত্রাঙ্কন।

শিরোনামঃ একটি গোলাপ ফুলের চিত্রাঙ্কন।

তারিখঃ ১১ই আশ্বিন ১৪২৯ খ্রিস্টব্দ।


10.jpg

একটি পরিপূর্ণ গোলাপ ফুলের চিত্রাঙ্কন
উপকরণ
  • একটি সাদা কাগজ
    • একটি স্কেল
      • একটি রাবার
    • একটি জেল পেন
  • একটি কাঁটার

আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের সুবিধার জন্য নিচে একটি গোলাপ ফুলের চিত্রাঙ্কন এবং রঙ করার পদ্ধতি এবং বর্ণনা ধাপে ধাপে তুলে ধরা হলো-

প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
তৃতীয় ধাপ
59c472fe-f576-48c9-99e8-eb12bde4fcb7.jpg3.jpg4.jpg

প্রথম ধাপঃ প্রথমে আমি গোলাপের ডান দিকের একটি পাঁপড়ি অংকন করলাম।
দ্বিতীয় ধাপঃ এরপর গোলাপ ফুলটির দ্বিতীয় পাঁপড়ি অর্থাৎ বামদিকের পাঁপড়িটি অংকন করলাম।
তৃতীয় ধাপঃ এখন আমি গোলাপটির ওপরে ছোট দুটি
পাঁপড়ি অংকন করলাম।

চতুর্থ ধাপ
5.jpg
পঞ্চম ধাপ
7.jpg
ষষ্ঠ ধাপ
7..jpg

চতুর্থ ধাপঃ এবার গোলাপটির পাঁপড়িগুলির নিচে একটি বৃত্যংশ অংকন করলাম যা গোলাপের পাঁপড়িগুলোকে নিচ থেকে সুরক্ষিত করে রাখে।

পঞ্চম ধাপঃ এবার আমি গোলাপের একটি বোঁটা অংকন করিলাম এবং বোটার সাথে ছোট দুটি ডাল অংকন করিলাম যাহার সাথে ছয়টি পাতা রয়েছে।

ষষ্ঠ ধাপঃ এবার আমি বৃত্যংশের উপরে এবং গোলাপ্টির বড় দুটি পাঁপড়ির নিচের দিকে আর ও দুটি পাঁপড়ি অংকন করে করলাম।

সপ্তম ধাপ
অষ্টম ধাপ
8.jpg10.jpg

সপ্তম ধাপঃ এবার আমি ডান দিকের বড় পাঁপড়ি থেকে আমার পছন্দমতো কালার করতে শুরু করিলাম।

অষ্টম ধাপঃ একে একে আমি সম্পূর্ণ ফুলটিকে বিভিন্ন রঙ পেন্সিল দিয়ে রঙ করে আমার সম্পূর্ণ গোলাপটির অংকন এবং কালার করা শেষ করলাম।

বন্ধুরা, এ ভাই এভাবেই আমি প্রতিটি ধাপে ধাপে আমার গোলাপের চিত্রাঙ্কনটি শেষ করলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি চিত্রাঙ্কনটি খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য তবে, কতটা পেরেছি সেটা হয়তো আমি বলতে পারব না, সেটা বলতে পারবেন আমার বাংলা ব্লগের বন্ধুরা , যারা আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ভালো হোক কিংবা মন্দ হোক আশা করি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিবেন সামনে থেকে ভুলগুলো শুধরে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌ আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলে আশা করি সামনে আরও ভাল ভাল কাজ করার সুযোগ পাবো ধন্যবাদ সবাইকে।

image.png

image.png

image.png

---ধন্যবাদ সবাইকে---

Sort:  
 3 years ago (edited)

বাহ! সুন্দর করে দেখিয়েছেন তো গোলাপ ফুলের আর্ট। লাল রঙের গোলাপ হলে আরও চোখে ফুটে উঠতো। ধাপে ধাপে দেখিয়েছেন সুন্দর করে।

 3 years ago 

আপনি সুন্দর একটি গোলাপ ফুল আকার চেষ্টা করেছেন তা বুঝা যাচ্ছে। আর ধাপ গুলোর নিচেই বর্ণনা দিলে আরো ভালো লাগতো। আলাদা আলাদা আবার ধাপ না লিখলে এতে আপনার সময় বেঁচে যাবে। যাইহোক ভাইয়া সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন।

 3 years ago 

গোলাপ ফুলের নামটি যেমন দিয়েছেন পরিপূর্ণ গোলাপ ফুল নামের মতই আপনার আর্টটিও একেবারে পরিপূর্ণ হয়েছে। দেখে তো সত্যিকারের গোলাপের মতোই লাগছে। পাতাগুলো খুবই নিখুঁত ভাবে আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ড্রয়িংটি সুন্দর হয়েছে তবে একটু চেষ্টা করবেন শিশুসুলভ ড্রয়িং যাতে না হয়ে যায়। আপনার ব্লগিং লাইফের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জী ভাইয়া। ভাইয়া আমার Markdown code ব্যবহারগুলো একটু দেখবেন প্লিজ।

 3 years ago 

একটি পরিপূর্ণ গোলাপ ফুলের অসাধারন দারুন একটি চিত্র একেছেন আপনি খুবই সুন্দর হয়েছে আপনার চিত্রটি এবং গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার গোলাপ ফুলের চিত্রাংকন একদম সত্যিকারের মনে হচ্ছে। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। ফুল হচ্ছে আমাদের সকলের ভালোবাসার প্রতীক। আপনি অনেক সুন্দর একটি গোলাপ ফুলের আর্ট করেছেন। খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারে ফুলের এই আর্ট। দেখে অসম্ভব ভালো লেগেছে।