ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
যেহেতু আমি গ্ৰামে থাকি, তাই গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি। তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদেরও ভালো লাগে।
গোলাপ ফুল—এই নামটির মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য, প্রেম, শ্রদ্ধা এবং রহস্য। এটি কেবল একটি ফুল নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা ও সংস্কৃতির বহুমাত্রিক প্রতীক। প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত গোলাপ ফুল তার রূপ, গন্ধ ও প্রতীকমূল্য দিয়ে মানুষের হৃদয় জয় করে আসছে।গোলাপের ইতিহাস হাজার বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে, প্রাচীন পারস্য (বর্তমান ইরান), মিশর এবং চীন ছিল গোলাপের আদিবাস। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় গোলাপ ছিল দেব-দেবীর পূজায় ব্যবহৃত অন্যতম পবিত্র ফুল। রোমান সভ্যতায় গোলাপ ছিল বিলাসিতা ও রোমান্সের প্রতীক।
বাগান, ঘর সাজাতে, সাজসজ্জায় ব্যবহৃত হয়।ভালোবাসা প্রকাশে লাল গোলাপের কোনো তুলনা নেই।গোলাপ জল ও গোলাপ তেল সুগন্ধির জগতে অত্যন্ত জনপ্রিয়।বিয়ে, মৃত্যু, পূজা, উৎসবে গোলাপের ব্যবহার বহুল প্রচলিত।গোলাপ ফুল শুধুমাত্র একটি ফুল নয়; এটি একটি অনুভূতি, একটি ভাষা, একটি সংস্কৃতি। তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, তার গন্ধ আমাদের মনকে ভরে তোলে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Daily Task:👇
Comment Link:👇
1.https://x.com/Moto5g638776/status/1933086922207084629?t=-YOpiBdkqde5QDRECkhf6Q&s=19
2.https://x.com/Moto5g638776/status/1933087408280715737?t=j-m3Mquo_iH-B9YsW6j3Og&s=19
3.https://x.com/Moto5g638776/status/1933087739911778774?t=5Rx82_oQl26f_mfNeO_AvQ&s=19
4.https://x.com/Moto5g638776/status/1933088067243663506?t=sd76ygz-LLRXlTJ7yB14lA&s=19
গোলাপ ফুল হল ভালোবাসার প্রতীক। আর আপনি এই প্রতীকের বিভিন্ন রং রূপ সুন্দর করে আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। বেশ সুন্দর লাগলো প্রত্যেকটি গোলাপ ফুল। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা ও বেশ ভালো।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুণ ছিল। খুব সুন্দর বিভিন্ন রকম গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। কোনটা রেখে কোনটা সুন্দর বলবো বুঝতে পারছি না। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গোলাপের পাপড়ি গুলো দেখতে অনেক ভালো লাগে। গোলাপ ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে৷ আর গোলাপ ফুলের কথা বললে তো আর কিছুই হয় না৷ গোলাপ ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর এই ফুল দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ আমি যখন এই ফুল দেখি তখনই এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। আজকেও যেভাবে আপনি এত সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে আপনি একের পর এক সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে গোলাপ ফুলের সৌন্দর্যকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমি কিন্তু নিজেও রাস্তা ঘাটে এবং ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আজকে আপনি বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে গোলাপ ফুলের রাজ্যে চলে গেলেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই ধরনের ফটোগ্রাফি দেখতে বারবার দেখতে মন চায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার চমৎকার গোলাপ ফুলের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।