মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে ঘুরতে যাওয়া।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
![]() |
---|
শুভ রাত্রি 🌃
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে ঘুরতে যাওয়া। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() | ![]() |
---|
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
আমাদের এখানে বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি হলো। তবে আজকে আবহাওয়া অনেক ভালো ছিলো। সকাল বেলা থেকেই সুন্দর রোদ উঠেছিলো। অফিস যাওয়া আসা করার সময় কিছুটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলাম। আর বৃষ্টির পানি শরীরে লাগায় কয়েক দিন থেকে মোটামুটি অসুস্থ ও রয়েছি। জ্বর এবং সর্দি লেগেছে। আশাকরি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ। অফিসে কাজের চাপ বেড়েছে এজন্য কাজ গুলো ঠিক ভাবে করতে পারছি না। তবুও নিজের সাধ্যমত কাজ গুলো করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে অফিস ছুটির পর ভাবলাম আজকে যেহেতু আবহাওয়া ভালো রয়েছে। যাই তাহলে নদীর পাড়ে থেকে ঘুরে আসি।
![]() | ![]() |
---|
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
এর পরে অটোরিকশা করে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের অফিস থেকে নদীর পাড়ে যেতে প্রায় ১০ মিনিট এর মতো লাগে। রাস্তা ফাঁকা থাকার কারনে আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখি আমার মতো অনেক লোকজন সেখানে ঘুরতে এসেছেন। নদীর পাড়ে গেলে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। নদীর পাড়ে গেলে প্রকৃতির সৌন্দর্য খুব কাছে থেকে উপভোগ করা যায়। আমি প্রথমে গিয়ে সব কিছু ঘুরে দেখার চেষ্টা করলাম। তার পরে আপনাদের কে উপহার দেওয়ার জন্য বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লাগবে। বেশ কিছুদিন সময় কাটালাম। সত্যি বলতে সময়টা অনেক সুন্দর ভাবে উপভোগ করেছিলাম। এর পরে সন্ধ্যার আগে বাসায় চলে আসলাম। নদীর পাড়ে ঘুরে আসার পর আমার মন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞
বিভাগ | ভ্রমন পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে ঘুরতে যাওয়া। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
নদীর পাড়গুলোতে সময় কাটাতে ভালোই লাগে। নিরিবিলি এবং শান্ত পরিবেশে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানো যায়। আর এই ধরনের জায়গাগুলোতে গেলে একটা প্রশান্তি কাজ করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনার কাটানো সুন্দর এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/HouqeLimon/status/1836081526712512660?t=3sEL-LYkBN3BsaixI_HAFw&s=19
মনের প্রশান্তির খোঁজে আজকে আপনি নদীর পাড়ে ঘোরাঘুরি করেছেন দেখে অনেকটা ভালো লাগলো। আমিও আজকে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম ফসলের মাঠগুলো আর বৃষ্টির পানিতে ডুবে থাকা সকল গুলো দেখার জন্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মধ্যে দেখলাম। যাহোক আপনার এই মুহূর্তটা বেশ দারুন ছিল।
মনের মধ্যে প্রশান্তি আনতে নদীর পাড়ে ঘোরাঘুরি করেছেন আপনি। আমাদের এলাকায় কোন নদী নাই। তাই ঘুরতে যেতেই পারি না। যতটুক সম্ভব হয় পুকুর পাড়ে ঘোরাঘুরি করে। তাও আবার অনেক কাজ রেডি করে সমাপ্ত করে তারপর। আপনি ঘোরাঘুরি করেছেন আশা করি অনেক ভালোলাগার মুহূর্ত পার করেছেন সেখানে।
নদীর পাড়ে ঘুরতে গেলে মন মাইন্ড দুটোই অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এরকম ভাবে নদীর পাড়ে ঘুরতে যেতে। আমি তো মাঝেমধ্যেই নদীর পাড়ে গিয়ে থাকি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। মনের প্রশান্তির খোঁজে আপনি নদীর পাড়ে ঘুরতে গিয়েছেন, এটা শুনে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। ঘুরাঘুরির পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে।
মনের শান্তি সব থেকে বড় শান্তি। মন যদি খারাপ থাকে কোন কাজ কোন কিছু করতে ভালো লাগেনা। মনের প্রশান্তির খোঁজে আপনি নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আর নদীর পাড়ে গেলে মনটা অনেক ফ্রেশ ও ভালো থাকে।বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। সেইসাথে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নদীর পাড়ে ঘুরতে গেলে অন্য রকমের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আসলে সেই ভালোলাগা কিংবা অনুভূতি বলে বোঝানোর মত নয়। ভাই আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।
আমাদের এখানেও বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে। আর এখন তো প্রচন্ড গরম পড়েছে। যাইহোক বিকেল বেলা নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তাই আমিও মাঝেমধ্যে বিকেল বেলা শীতলক্ষ্যা নদীর পাড়ে চলে যাই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া নদীর পাড়ে বসে সময় কাটালে বা সেখানে ঘুরতে গেলে মনটা ফ্রেশ হয়। আপনি দেখছি মনের প্রশান্তির জন্য নদীর পাড়ে গিয়েছেন। সত্যি নদীর দিকে তাকিয়ে থাকলে যেন সকল দুঃখ মুছে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করে শেয়ার করার জন্য ধন্যবাদ ।