বুদ্ধির পরীক্ষা -০৩ (সমাধান)
Copyright free image source : PixaBay
কুইজ ০১ : প্রেমেন্দ্র মিত্রের "ঘনাদা" সিরিজের গল্পগুলিতে মেসের চার মূর্তিমানের একজনের নাম "শিবু" । এই শিবু চরিত্রটি একটা বাস্তব চরিত্রের উপরে ভিত্তি করে রচিত । বলতে হবে বাস্তব চরিত্রের নাম কি ।
উত্তর : হাসির রাজা বিখ্যাত লেখক শ্রী শিবরাম চক্রবর্তী ।
কুইজ ০২ : টিনটিনের কোন অভিযানে টিনটিনের প্রেমের সূত্রপাতের ইঙ্গিত আছে ? (এই গল্পটি হার্জে শেষ করে যেতে পারেননি, পরবর্তীতে চিত্রশিল্পী রোডিয়ার এটিকে সম্পূর্ণ করেন )
উত্তর : টিনটিন ও আলফ আর্ট (Tintin and Alph-Art) ।
কুইজ ০৩ : প্রোফেসর শঙ্কুর কোন গল্পে আছে হাড় থেকে রক্তমাংসের প্রাণী জীবিত হয়ে ওঠার কথা ?
উত্তর : প্রোফেসর শঙ্কু ও হাড় ।
কুইজ ০৪ : শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস "রামের সুমতি"-তে রামের মামাবাড়ি হুগলি জেলার কোন স্থানে ছিল বলে উল্লেখ করা আছে ?
উত্তর : তারকেশ্বর ।
কুইজ ০৫ : প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি (C) এর কোন ভার্শনটি বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ?
উত্তর : ANSI C ।
ধাঁধা ০১ : নিচের সিরিজে পরবর্তী সংখ্যা দু'টি কি হবে ? (ব্যাখ্যা সহ)
উত্তর : এই সিরিজটি খুবই সহজ । একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ওয়েভের পাদবিন্দুতে যে সংখ্যাটা রয়েছে তার ঘাত বা পাওয়ার রয়েছে ওয়েভের পরবর্তী শীর্ষবিন্দুতে । আর সংখ্যার পাওয়ার করার ফলে তার মানটা আছে শীর্ষবিন্দুর নিচের বিন্দুতে ।
যেমন এই ওয়েভের প্রথম পাদবিন্দুতে আছে ৫, আর পরবর্তী শীর্ষবিন্দুতে আছে সংখ্যার ঘাত ২। ফলে শীর্ষবিন্দুর ঠিক নিচেই থাকার কথা ৫২ এর মান অর্থাৎ, ২৫ । দেখুন সেটাই আছে ।
ঠিক একইভাবে পরের ওয়েভটিতেও সেম ফর্মুলা apply করে দেখুন ছবির সাথে মিলে যাবে আপনার ক্যালকুলেশন । অর্থাৎ, ৫, ২, ২৫ এর পরে হবে ৩, ১২৫, ৪, ৬২৫ । [সর্বক্ষেত্রে প্রথম ওয়েভের পাদবিন্দুর সংখ্যা অর্থাৎ, ৫ কে বেজ ধরতে হবে ।]
ফাইনালি সিরিজের শেষ দুটি সংখ্যা হবে -
৫, ৫৫ বা ৩১২৫
ধাঁধা ০২ : নিচের শব্দ তিনটি এলোমেলো রয়েছে । সঠিক শব্দগুলো বের করুন -
বিব্যর্তকিংকঢ়মূ । কলম । ঘাসবিতকশ্বা
উত্তর : কিংকর্তব্যবিমূঢ় । কমল । বিশ্বাসঘাতক
ধাঁধা ০৩ : "তোমা অংস পরে মোর তণ্ডুলকণার অংশ আছে" - এই বাক্যটির অর্থ কি ?
উত্তর : আমার ভরণপোষণের দায়িত্ব তোমার পরে ন্যস্ত রয়েছে ।
ধাঁধা ০৪ :
তিন অক্ষরের নাম তাঁর দারুন ক্রিকেটার,
প্রথম অক্ষর ছেড়ে দিলে দেশের নাম যার,
মাঝের অক্ষর ছেড়ে দিলে ঘরের চাল ছায়,
শেষের অক্ষর ছেড়ে দিলে ইন্দ্রের বৌ হয় ।
উত্তর : শচীন ।
ধাঁধা ০৫ : নিচের ছবিতে হাতির কয়টা পা দেখতে পাচ্ছেন ?
উত্তর : জানা নেই । হাতির পায়ের উপরের অংশ অর্থাৎ হাতির শরীর ঢেকে দিলে সুন্দর চার খানা পা দেখা যাবে । আর পায়ের নিচের অংশ ঢেকে দিলে সুন্দর চার খানা পায়ের অস্তিত্ব বোঝা যাবে । কিন্তু, এমনি তাকালে হাতিটার মোট আটখানা পা আছে মনে হবে ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code [Tron Wallet]
[Tron Wallet]
VOTE @bangla.witness as witness
OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @upex with a 42.36% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex
দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। আর প্রশ্নগুলোর উত্তর জেনে খুবই ভালো লাগলো।l দাদা। সত্যি দাদা আপনার এই ধরনের পোস্টগুলো জ্ঞান অর্জনের জন্য অনেক প্রয়োজনীয়।
দাদা এই পোস্টের মাধ্যমে কুইজ এবং ধাঁধার উত্তর গুলো জানতে পেরে ভীষণ ভালো লাগছে। চেষ্টা করেছিলাম কুইজ এবং ধাঁধা গুলোর উত্তর দিতে। যাইহোক এই ধরনের পোস্টের মাধ্যমে আসলেই জ্ঞান অর্জন করা যায়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। বুদ্ধির পরীক্ষার তিন এর সমাধান গুলো জানতে পেরে অনেকটাই ভালো লাগলো। সেই সাথে কিছু জ্ঞান আহরণ করে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
good post
感谢帖子 涨知识了
看不懂思密达。
I'm gonna have a brain