ফুরফুরে মেজাজে নিরাপদ এক রিক্সা ভ্রমন(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

এক্সাম শেষ হয়েছে অনেকদিন হলো।এই সপ্তাহের মাঝে রেজাল্ট দেওয়ারও কথা।পড়াশুনার তেমন চাপ নাই।দিনের প্রথমভাগ বাসাতেই কাটাই।আর বিকেল হলে বের হই একটু।সেই সময়টুকু ফ্রেন্ডদের সাথে বাসার পাশের একটা চায়ের দোকানে বসেই কাটাই।দুইদিন আগের ঘটনা।রোজকার মতোই বিকেল বেলা বেরিয়েছি।চায়ের দোকানেও গেছি।বাট কোনো ফ্রেন্ডই আসেনি।একজনকে ফোন করলাম বললো নানিবাড়ি গেছে আরেকজনের অসুখ।একটুপর একজন অবশ্য এসেছিল তবে সাথে ছোট ভাগ্নেকে নিয়ে।ও ভাগ্নেকে সময় দিতেই ব্যস্ত।বুঝে উঠেছিলাম যে আজ আর আড্ডা হবেনা🙂।
চায়ের দোকান থেকে বের হয়ে রাস্তায় হাটাহাটি করতে করতে ভাবলাম রিক্সায় চড়ে ঘুরে বেড়াই।কিছুক্ষন পর চেনা এক রিক্সাওয়ালার দেখা পেলাম,তাকে নিয়েই গেলাম।
আমার এলাকার পাশের এলাকার নাম প্রধানপাড়া।তো রিক্সায় উঠে প্রধানপাড়ার ভেতর ঢুকেছিলাম।সেখান থেকে মেইন রোড দিয়ে ঢুকেছিলাম গোহাটিপাড়ায়।
IMG20211222171533.jpg

IMG20211222173105.jpg

IMG20211222173107.jpg

IMG20211222171618.jpg

IMG20211222172857.jpg

IMG20211222172925.jpg

IMG20211222172337.jpg

IMG20211222172132.jpg

IMG20211222171950.jpg

IMG20211222171821.jpg

IMG20211222171950.jpg

IMG20211222172517.jpg

গোহাটিপাড়া থেকে আবার চাষকপাড়ার মধ্য দিয়ে আমাদের স্থানীয় মাছ বাজার হয়ে আগেই সেই চায়ের দোকানে গিয়েছিলাম।১৫-১৬ মিনিটের ভ্রমণ হলেও বেশ ভালোই লেগেছিল।আমার মনে হয় মাঝে মাঝে এমন ঘুরে বেড়ানোটা দরকার।এতে মনও ভালো থাকবে আর চারপাশটা ঘুরে ফিরে দেখাও যাবে।

রিক্সা চলমান অবস্থায় ছিল বিধায় ছবিগুলো খুব একটা ভালো হয়নি।তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 24/12/21

Sort:  
 3 years ago 

আপনার ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানোর অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি ঠিকই বলেছেন আপনার সাথে আমিও সহমত পোষণ করছি । খারাপ থাকলে আমারও কিছুক্ষণ ঘুরে বেড়ালে মন ভালো হয়ে যায়।
খুব সুন্দর ভাবে আপনি আপনার কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে এবং শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আসলেই,বিরক্তিভাব কিংবা মন খারাপ কাটানোর জন্য এমন ঘোরাফেরার বিকল্প নেই।ধন্যবাদ আপনাকে🌼

 3 years ago 

এক্সাম শেষ হলে আসলেই অনেক মজা লাগে। আপনার ফুরফুরে মেজাজে রিক্সা ভ্রমনের পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগল। রিকশা ভ্রমণ করতে আমারও বেশ মজা লাগে । যখন বিকেল বেলায় ফিরে ঠান্ডা হাওয়া থাকে তখন রিকশায় চড়তে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভালোবাসা নিয়েন 💘