দীর্ঘ দিন পর আমাদের সোনালী ধান ক্ষেত গুলো পরিদর্শন করা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১০ ই নভেম্বর ২০২৪ ইং
শীতকালের শুরুতে বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর আরো বেশ কয়েকটি দেশের মধ্যে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ শুরু হয়। আর এই কাজ প্রায় এক মাস ধরে চলতে থাকে। কৃষকেরা বেশ আনন্দের সাথে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ গুলো করে থাকেন। বিশেষ করে আমাদের দেশের কৃষক গুলো একটু বেশি কৃষি কাজের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। যাইহোক, প্রায় তিন মাস আগে আমন ধান রোপণ করা হয়েছিল, কিন্তু আমি আমাদের ধান ক্ষেত গুলো এখন পর্যন্ত কোন দিন ভালো ভাবে দেখতে পারিনি।সব সময় বাড়ির মধ্যে থাকলেও ধান ক্ষেত গুলো দেখার সুযোগ হয়ে উঠেনি। বাড়িতে থাকার পর ও সারাদিন বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। এজন্য তেমন একটা কোথাও বের হ ওয়া হয়না।
বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমাদের বাড়ির আশেপাশের বেশ কিছু সংখ্যক মানুষ তাদের ধান গুলো কেটে বাসায় নিয়ে এসেছে। তাদের ধান গুলো দেখার পর আমাদের ধান ক্ষেত গুলোর কথা মনে পড়লো।আর বেশ কিছু দিন ধরে আমাদের বাসায় ধান ক্ষেত কাটার কথা চলছে। তবে, বর্তমান সময়ে মানুষ পাওয়া যাচ্ছে না বলেই ধান গুলো কাটা হচ্ছে না। কেননা, যখন গ্ৰাম এলাকা গুলোর মধ্যে ধান কাটার ধুম পড়ে যায়, তখন ধান ক্ষেত কাটার জন্য লোক পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে বেশ ভালো ভাবেই অবগত আছেন। তবে, আমার বাবা বেশ কিছু দিন ধরে লোক খোঁজাখুঁজি করছে ধান কাটার জন্য।
পাকা ধান ক্ষেতের মধ্যে বেশি দিন স্থায়ী হলে ধান নষ্ট হয়ে যায়।তাই আমি ভাবলাম আমাদের ধান ক্ষেত গুলো দেখতে যাবো। আসলে ধান গুলো রোপণ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত তেমন একটা যাওয়া হয়নি ধান ক্ষেত দেখার জন্য। গতকাল বিকাল বেলা ধান ক্ষেত দেখার জন্য বের হয়ে পড়লাম।গ্ৰামের মাঝামাঝি এসে দেখতে পারলাম আমাদের গ্ৰামের এক ছোট ভাই মাঠের মধ্যে যাচ্ছে।তাই আমি ও তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমাদের ধান ক্ষেত গুলো পুরো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।তাই, আমাদের যেখানে বেশি পরিমাণ জমি রয়েছে, সেখানে চলে গেলাম।
আমাদের জমিতে গিয়ে দেখতে পারলাম, আমাদের জমির আশেপাশের প্রায় সব জমির ধান ইতোমধ্যে কেটেছে।আর শুধু মাত্র আমাদের জমি গুলো রয়েছে। তারপর আমি আমাদের ধান ক্ষেত গুলোর মধ্যে গিয়ে দেখতে পারলাম, এবছর বেশ ভালোই পরিমাণে ধান হয়েছে। আসলে, এবছর একদম প্রয়োজন মাফিক বৃষ্টি হয়েছে।তাই ধানের ফলন একটু বেশি হয়েছে। আসলে বৃষ্টি পাত একটু বেশি হলে আবাদি জমির ফসল নষ্ট হয়ে যায়। এবছর আমাদের মাঠের কোন জমির ফসল নষ্ট হয়নি বৃষ্টির পানিতে। এজন্য আমাদের এলাকার প্রতিটি কৃষক অনেক বেশি খুশি। প্রতিটি কৃষক অনেক বেশি স্বপ্ন নিয়ে ধান আবাদ করে থাকেন। এবছর হয়তো প্রতিটি কৃষকের সকল ধরনের স্বপ্ন পূরণ হবে।
আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের ধান ক্ষেত গুলোর চারদিকে ঘোরাঘুরি করছিলাম। চারদিকে ঘোরাঘুরি করে দেখলাম এবছর বেশ ভালোই ফলন হয়েছে ধানের। আশা করছি এবছর আমরা বেশ লাভবান হতে পারবো।আর সুন্দর ও সোনালী ধান ক্ষেত দেখতে অনেক বেশি ভালো লাগছিলো।আমি সোনালী ধানের শীষ গুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম।নিজ হাতে সোনালী ধানের শীষ ধরতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে।আর গতকাল আমাদের মাঠের পরিবেশ টা অনেক বেশি সুন্দর ছিল। হালকা একটু খানি রোদ ছিল।আর এই রোদ মিষ্টি রোদ।সব মিলিয়ে খুবই সুন্দর একটি বিকাল কাটিয়েছিলাম আমাদের ধান ক্ষেত এবং মাঠের মধ্যে। আপনাদের এলাকার এবছর ধানের ফলন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
বাহ্ ভাই নিজেদের ধান ক্ষেত পরিদর্শন করেছেন জেনে অনেক ভালো লাগলো। আমিও মাঝেমধ্যে নিজেদের ফসলের ক্ষেত পরিদর্শন করি। সোনালী ধানের ভাল ফলন হলে সেটা আমাদের সবার জন্যই ভালো। আশা করছি আপনারা এবার লাভবান হতে পারবেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফসলের মাঠ আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই পরিবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত দেখেছি তাই ফসলের মাঠে একটু চলাচল করতে হয়েছে। এখন হয়তো সেভাবে হয়না তবুও ফসলের মাঠের ফটো ধারণ করতে ভালো লাগে আমার। বেশি ভালো লাগলো আপনার এই সুন্দর গ্রামীণ পরিবেশের কৃষি ফসলের মাঠগুলো দেখে।
আপনি একজন কৃষকের সন্তান জেনে বেশ ভালো লাগলো।
ধান ক্ষেতের ছবিগুলি খুব সুন্দর হয়েছে ভাই। শহরে থাকি বলে এমন ধানক্ষেত তো চোখেই পড়ে না। কিন্তু আপনি সেই সাধ মিটিয়ে দিলেন। হাতে ধান নিয়ে যে ছবিটি তুলেছেন এটি খুব ভালো লাগলো। আর তার সাথে আপনাদের ধানক্ষেতে ধান ফলনের বিষয়টি যেভাবে ব্যাখ্যা করলেন তা খুব ভালো লাগলো।
আসলে গ্ৰাম এলাকার মধ্যে সৌন্দর্যের কোন শেষ নেই।
এই ধরনের দৃশ্য সামনাসামনি দেখার অনুভূতিটাই আলাদা। অনেক বছর হলো এরকম দৃশ্য সামনাসামনি দেখা হয় না। যতটুকু চোখ যায় পুরোটাই সোনালী রঙ। খুবই ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
নিজের চোখে এতো সুন্দর দৃশ্য দেখতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে হয়।
বাংলায় যে সোনার ফসল ফলে তা আপনার আজকের ছবিগুলো দেখে আবারও মনে হলো। জানেন আমি এখন যেখানে বসে কমেন্ট করছি আমার মুখের সামনেই জানলা দিয়ে দেখতে পাচ্ছি ধানগুলো কাটা হয়ে মাটিতে শুয়ে রয়েছে। কি চমৎকার সব ছবি আপনি শেয়ার করেছেন আজ।
সোনালী ধান ক্ষেত দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে।
বর্তমান সময়ে শীতকাল শুরু হওয়ার মানেই হচ্ছে কৃষকদের ঘরে ঘরে নতুন ধানের আগমন গ্রামীণ সমাজে নতুন নতুন পিঠা পুলির আমেজ। খেজুর রস দিয়ে পিঠার বড়া বানানো। সব মিলিয়ে একটা আনন্দঘন সময় থাকে এই সময়টাতে। যাই হোক আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও অবশেষে ধান খেতে গিয়েছিলেন এবং তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো। আশা করছি নতুন ধান ঘরে তুলে পিঠা বানিয়ে আমাদের দাওয়াত দিবেন হা হা হা।
শীতের আগমনের সাথে সাথে ধান কাটা শুরু হয়। তবে এই সময় জমিতে গেলে শুধু চারপাশের ধান দেখা যায় পাকা। আর ব্যস্ততার মাঝে ধান কাটা দেখতে গেলে নিজের কাছেও ভালো লাগে। কিছুদিন আগে আমি নিজেও ধান কাটার জমি দেখতে গেলাম। ধন্যবাদ আপনাকে আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধানক্ষেত পরিদর্শন নিয়ে অনেক সুন্দর কিছু ফটো ধারণ করেছেন ভাই। এই ধরনের প্রকৃতির ফটোগ্রাফি দেখলে মনটা জুড়িয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
দীর্ঘদিন পর ফসলের ক্ষেতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। এই সময় ধান কাটার সময়। এজন্য পুরো ফসলের মাঠ হয়েছে সোনালী রঙের। নতুন ধানের সময় হেমন্ত কাল। আর কৃষকের ঘরের নতুন ধানের আগমন। গ্রামে থাকলে অনেক কিছু উপভোগ করা যায়। ভালো লাগলো আপনার অনুভূতিমূলক পোস্টটি, ধন্যবাদ।