দীর্ঘ দিন পর গিয়েছিলাম আমাদের ধান ক্ষেত দেখার জন্য
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৪ ই এপ্রিল ২০২৫ ইং
দীর্ঘ দিন পর আজ গিয়েছিলাম ধান ক্ষেতে। ছোটবেলায় যে মাঠটাকে পৃথিবীর সবুজ কার্পেট মনে হতো, আজও তার রঙে কোনো ভাটা পড়েনি। হালকা বাতাসে ধানের শীষগুলো যখন দুলছিল, মনে হচ্ছিল তারা আমাকে চিনে ফেলেছে বহুদিন পর। পাখিদের ডাক, দূরের গরুর ঘন্টাধ্বনি—সব মিলিয়ে যেন একটা চেনা গন্ধ ভেসে এলো নাকে।কাঠের সাঁকোটা এখনও আছে, তবে অনেকটাই জীর্ণ। তবুও তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি।
মাটির গন্ধ, পায়ের নিচে নরম ঘাস, আর মাথার ওপর খোলা আকাশ—এই সব কিছু মিলেই যেন একটা অন্য জগতে নিয়ে গেল। শহরের কোলাহল থেকে দূরে, এই নিস্তব্ধতার মধ্যে আমি হারিয়ে যেতে চাইলামকৃষকেরা এখন অনেক প্রযুক্তিনির্ভর, কিন্তু সেই পরিশ্রমী হাতের ছাপ এখনও জমিতে লেগে থাকে। এক বৃদ্ধ কৃষক দূর থেকে হাসিমুখে তাকালেন, মনে হলো হয়তো তিনিও আমাকে চিনে ফেলেছেন না চিনলেও সমস্যা নেই, এই মাটিই তো আমার পরিচয়।
ধান গাছগুলো যেন আলতো দোল খেতে খেতে গল্প করছিল নিজেদের মধ্যে। পায়ের নিচে কাদামাটির স্পর্শ, সেই পুরোনো অনুভূতি ফিরিয়ে দিল। দূরের খালে দু-একটা বক দাঁড়িয়ে আছে নিশ্চুপ, মাঠের প্রান্তে একটা লাঙ্গল পড়ে আছে—হয়তো সকালে কেউ কাজ শেষ করে রেখে গেছে। মানুষজন কম, কিন্তু প্রকৃতি যেন অনেক বেশি কথা বলছে আজ। আমাদের এলাকাটি সবুজ শ্যামল প্রকৃতির। চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি। আসলে আমাদের উত্তর বঙ্গের পুরো জায়গা টি অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের রংপুর জেলাটি একটু বেশি সুন্দর।
সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকলে যেন মনে হয় পৃথিবীটা এখনও সুন্দর, নিঃশব্দ, আর নির্ভেজাল। ধান ক্ষেতের সেই অপরূপ দৃশ্য চোখে পড়ার সঙ্গে সঙ্গেই মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে ওঠে। দূরে দূরে যতদূর চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। মাঝেমধ্যে হালকা হাওয়ায় দুলে ওঠে ধান গাছগুলো, যেন তারা কথোপকথনে মেতে উঠেছে বাতাসের সঙ্গে। সূর্যের আলো যখন পড়ে সেই শীষের ওপর, তখন সোনালি ঝিলিক দেখে মনটা যেন উড়ে যায় কোনো হারানো দিনের দিকে।
ধান ক্ষেতে দাঁড়িয়ে থাকা মানে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা না, বরং একটা আত্মিক সংযোগ খুঁজে পাওয়া। এই মাটি, এই গাছ, এই নিঃশব্দতা—সব কিছু যেন বলে দেয়, প্রকৃতি এখনো আমাদের নিজের করে রেখেছে। কিচিরমিচির পাখির ডাক, দূরে কোনো চাষির টুকরো টুকরো গলার আওয়াজ, আর সেই চেনা মাটির গন্ধ—সব মিলিয়ে এক অদ্ভুত অনুভব জেগে ওঠে মনে।এই সবুজ শ্যামলতা শুধুই চোখের জন্য নয়, আত্মার জন্যও দরকার। শহরের কংক্রিটের মাঝে হারিয়ে যাওয়া মানুষ যখন এই ধান ক্ষেতের মাঝে ফিরে আসে, তখন সে নিজের ভেতরের একটুকরো শান্তিকে যেন আবার ফিরে পায়।
ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা নয়, বরং একটা গভীর প্রশান্তির সাথে একাত্ম হয়ে যাওয়া। কোথাও একটা গরুর ঘন্টাধ্বনি শোনা যায়, দূরের কোনো কৃষকের কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে। পাখিরা উড়ে বেড়ায় মাঠের ওপর দিয়ে, মাঝে মাঝে থেমে যায় শীষের ফাঁকে। সবকিছু এতটাই সাদামাটা, অথচ এতটাই গভীর, যেন প্রতিটি মুহূর্ত কিছু বলতে চায়।এই ধান ক্ষেত শুধু শস্যের নয়, স্মৃতিরও মাঠ। শৈশবের গল্প, মাটির গন্ধ, কাদায় হাঁটার আনন্দ—সব একসাথে ফিরে আসে। মাঝে মাঝে মনে হয়, প্রকৃতি আমাদের ফেলে যায়নি, আমরাই হয়তো ভুলে গেছি ওকে। ফিরে এসে আবার তাকালে বুঝি, এই সবুজে এখনো নিজের একটা জায়গা আছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1911802446659326186?t=-XhfUyb6BEGKUbddPjrk2g&s=19
https://x.com/Riyadx2P/status/1911802141334700516?t=-XhfUyb6BEGKUbddPjrk2g&s=19
https://x.com/Riyadx2P/status/1911802741867090402?t=-XhfUyb6BEGKUbddPjrk2g&s=19
Screenshot