তারিখ-৩০.০৩.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশির্বাদে সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালোই আছি।রাম নবমীর শুভেচ্ছা,ভালোবাসা জানিয়ে আবার হাজির হলাম। আজকে অনেকদিন পরে ফিরে এসে খুব ভালো লাগলো। আবার এসেছি আপনাদের মাঝখানে নতুন করে সবটা শুরু করার জন্য,কাজ করার জন্য। যদিও কাজ করা বলাটা ভুল হবে। কারণ এখন আমার ব্যস্ত জীবন।
নতুন চাকরিতে যোগদান করেছি সেই কারণে সময়টা আরো কমে গেছে আগের থেকে। এই ব্যস্ত জীবনের মধ্যে তো কাজটা ওয়ার্ক ফ্রম হোম। সেই কারণে ভালোবাসার খাতিরেই হয়তো ফিরে এলাম। সত্যি কথা বলতে, এই এক মাস যে ইনঅ্যাক্টিভ ছিলাম তাতে করে আপনাদের কাউকেই আমি ভুলিনি। আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন।তারা অনেকেই জানেন এখানে লেখালেখি না করলেও তাদের সাথে ফেসবুকের সমস্ত আপডেট কিন্তু আমি ভাগ করেনি। তারাও যে যথেষ্ট ভালোবাসা দেখায় সেটার কিন্তু অনেক প্রমাণ আমার কাছে আছে। আর সেটার জন্যই আপ্লুত আমি। আর ওই কারণেই ফিরে আসা।

এডমিন প্যানেলে ভেবেছিলাম খুব বকা শুনতে হবে, এইভাবে আনপ্রফেশনাল কাজ করার জন্য। কিন্তু বিশ্বাস করুন ব্যক্তিগত বিষয়টা এতটাই জাঁকরে ধরেছিল আমাকে যে বারবার চেষ্টা করেও আসতে পারিনি।মাঝে মাঝে কিন্তু সকলের পোস্ট দেখতাম,আপডেট দেখতাম, প্রতিযোগিতা গুলো দেখতাম। বুকের ভেতরটা কিভাবে মোচড়ে উঠতো বলে বোঝাতে পারবো না। যদি দেখাতে পারতাম সেটা হয়তো আপনারা বুঝতে পারতেন।
আজ সেরকমভাবে কিছুই না, হয়তো একরকম হারিয়ে গিয়েও ফিরে আসার কথা বলতে এসেছি। আমার পাশে আপনারা থাকবেন আশা করব আগের মত। ঠিক যেমন আগে এন্টারটেইন করেছি আপনাদের এখনো করতে পারব এটাই আমারও আশা। আসলে আমরা যতই কোন কাজের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হই, যতই ভাবি আমরা কাজ করব নিজেদের মতো করে, সময় ভাগ করে নেব, সেটা কিন্তু হয় না। পরিস্থিতি এমনই হয়ে যায় তখন আমরা নিজেদের প্ল্যান করা শিডিউল কে অনিচ্ছা সত্ত্বেও ওলট-পালট করে নি। আর তার ফলেই অনেক স্বপ্ন,অনেক ভালোলাগা, অনেক ভালোবাসার জায়গা নষ্ট হয়ে যায়।একবার যখন চলে গিয়েছিলাম, ভাবিনি আবার ফিরতে পারবো। ভাবিনি আপনার আমাকে ফিরিয়ে নেবেন এভাবে। কিন্তু এডমিন প্যানেল তথা মেম্বারদের ভালোবাসাই আলাদা রকম এখানে।যারা উপরে শক্ত, ভেতরে নরম। যে কারণে ভুল করলে শাসন করে। আবার ফিরিয়েও নেন। জানি অনেক আবোল তাবোল বকছি। এটাই হয়তো ভালো থাকার কথা, ভালো লাগার কথা।
আজ আমি তাই আমার ফিরে আসা নিয়েই আপনাদের একটা আবৃত্তি শোনাবো। চন্দ্রবিন্দুর লেখা- "এভাবেও ফিরে আসা যায়। "
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন।
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন ?
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ,
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।
খুনসুটি গানহাসি মেয়ের দল
ভাল লেগে গেল এই মফস্বল
বিকেলের রোদ ছিল আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান।
কট-কটি, চেপ্টি, ফুলঝুরি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচি অকারণ আদান-প্রদাণ
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ,
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে ধুচ্ছাই পাড়াগাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে।
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দুটো দিন থেকে গেলে পারত না
তাই আড্ডার ঠেকে হোক,
সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব
আগামীর কোন সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।
গায়ক-অনিন্দ্য চ্যাটার্জী ও উপল সেনগুপ্ত
আসলে এটা একটা গান। কিন্তু আমি এটা আবৃত্তির মত পাঠ করলাম।আবৃত্তি পাঠ করলে আমার মনে হয় যেন আমি প্রত্যেকটা শব্দকে মনের থেকে ছুঁতে পারছি। সেই কারণেই আবৃত্তি পাঠ।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন থেকে চেষ্টা করব সপ্তাহে রোজ না হলেও,বেশ কিছু পোস্ট করার। কারণ একবার ফিরে এসেছি চলে যাওয়ার জন্য নয়, সবার সাথে একই পথ চলার জন্য।
সকলে খুব ভালো থাকবেন। আর ভাল রাখবেন সকলকে।আবার আসব নতুন কোন উপস্থাপনা নিয়ে।
"এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় ।"
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Facebook
Instagram
YouTube


OR
Set @rme as your proxy


আমরাও আপনাকে কেউ ভুলিনি। প্রথম দিকে আপনি যে performance দেখিয়েছিলেন সেটা মনে রাখার মতো। যাইহোক নতুন চাকরি পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন, আশাকরি আমাদের সাথে থাকবেন আপনি।
আগের পারফর্মেন্সে ফিরতে চাইছি। কতটা পারব জানি না। ধন্যবাদ আপনাকে।
নতুন চাকরি জয়েন করার জন্য শুভকামনা। সত্যিই দিদি আপনাকে অনেক মিস করেছি। অনেক দিন পর দেখে ভালো লাগলো।আশা করছি এবার থেকে নিয়মিত আমাদের সাথেই থাকবে।ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ বৌদি। আমায় না ভোলার জন্য আমি আপ্লুত।
তাইতো বলি আপনাকে কেন দেখি না। শুভকামনা রইলো নতুন চাকরির জন্য। ফিরে এসেছেন তাই খুব ভাল লাগলো দিদি।সব সময় থাকবেন আশাকরি। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ দিদি। আমার পাশে থাকার জন্য।
আপু আপনি কোথায় যে গেলেন হারিয়ে। আপনাকে তো শুধু খুঁজি আর খুঁজি। তবে মন থেকে খুঁজলেও যে সব পাওয়া যায় তার প্রমান কিন্তু পেলাম। আপনাকে নতুন চাকুরীর জন্য শুভ কামনা। তবে আশা করবো শত প্রতিকূলতার পরও আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ এবং শুভ কামনা নতুন করে ফিরে আসার জন্য।
আমি ঠিক যাদের কে আশা করেছিলাম, তারাই দেখছি কমেন্ট করছে! এটাই কি মনের টান দিদি। অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ফিরে এলাম থাকবো বলে দিদি। ❤
থেকে যান না প্লিজ দিদি।
প্রথমে আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার নতুন চাকরি জীবন যেন ভালোভাবে কাটে। দ্বিতীয়ত যে কথা বলব সেটি হচ্ছে যে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার লেখাগুলো পড়লে আমার অনেক ভালো লাগে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন। যত পড়ি ততই ভালো লাগতো কথামালা এবং কবিতা বেশ ভালো লেগেছে আপনার।
অনেক ধন্যবাদ দিদি। ফিরেই যে এতো ভালোবাসা পাবো ভাবিই নি। আবার পোস্ট করব। ❤
অনেকদিন পর আপনার ফিরে আসা দেখে বেশ ভালো লাগলো । নতুন চাকরিতে জয়েন করেছেন জেনে আরো বেশি ভালো লাগলো ।আশা করছি এখন থেকে আবার আমাদের সঙ্গে থাকবেন । আপনার জন্য শুভকামনা রইল ।
অনেক ধন্যবাদ দিদি। অনেকদিন পর আপনাদের কমেন্ট পড়ে, আপনাদের দেখে ভীষণ আপ্লুত আমি।
ও দিদি, চাকরির কথা কেউ এভাবে বলে নাকি! চাকরির কথা বলতে গেলে তো আগে মিষ্টির কথা বলতে হয়। চাকরি আর মিষ্টি একে যেন অন্যের পরিপূরক। তাই আর কি একটু আশা করেছিলাম 😋🤪। যাইহোক দিদি, ফিরে আসার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে শত ব্যস্ততার মাঝেও আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ
হাহা! সত্যিই দাদা ভার্চুয়াল জগতে যদি মিষ্টি খাওয়ানো যেতো অবশ্যই খাওয়াতাম। ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনাকে স্বাগতম ফিরে আসার জন্য। আমরাও ভিষণ মিস করেছি আপনাকে। আপু ,আপনি নতুন চাকুরিতে যোগদান করেছেন যেন খুব ভাল লাগলো ।অভিনন্দন আপনাকে।আবৃতি অনেক সুন্দর হয়েছে। একেবারে ছুয়ে গেল মন। শুভ কামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ দিদি। এতটা ভালোবাসা পাবো ভাবিই নি।
নতুন চাকরিতে জয়েন করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানাই শুভ কামনা। দোয়া করি আপনার চাকরি জীবন অনেক ভালো ভাবে অতিবাহিত হোক। যদি আপনি অনেক দিন পর আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন সত্যি খুবই ভালো লাগলো। আশা করছি এখন থেকে আপনি আবারও আমাদের সাথে আগের মত কাজ চালিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই। আমি আশাতীত রেসপন্স পেলাম আপনাদের থেকে।