কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000024926.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সব সময় চেষ্টা করি ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে। আসলে রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে এক সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাই।আর সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে আমার বাংলা ব্লগের বন্ধুরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকেন। যদিও তাদের মতো তেমন ফটোগ্রাফি করতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি আরকি।সেই চেষ্টা থেকে আজও এসেছি একটা ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এটি হচ্ছে সূর্য ডুবে যাওয়ার সময়ের ফটোগ্রাফি। আসলে ঈদের সময় আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি করেছি।আমরা ধলার মোড়ে যখন ঘুরছিলাম তখন এমন দূশ্য দেখা ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে নদীর পাড়ে সূর্যের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে আমার কাছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

এগুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে সাগুদানার পায়েস।আসলে বর্তমান বাচ্চারা তেমন কিছু খেতে চাই না বলেই চলে। তবে এই সাগুদানার পায়েস অনেক পুষ্টিকর খাবার। তাই বাচ্চাদের রান্না করে দিয়েছিলাম। আসলে সবাই অনেক মজা করে খেয়েছিল।আমি মাঝে মাঝে রান্না করে থাকি।যদিও রেসিপি করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। হয়তো অন্য একদিন করব।

এটি হচ্ছে বুনোফুলের ফটোগ্রাফি। বুনোফুল আমাদের চারপাশে অযত্নে বেড়ে উঠে।আসলে অযত্নে বেড়ে উঠা জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। আর যদি একটু যত্ন করা যায় তাহলে তো কথায় নেই। গতকাল যখন ঘুরতে গিয়েছিলা তখন এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।আসলে বাস্তবে দেখতে অনেক ভালো লেগেছিল।

এটি হয়তো আমরা সবাই চিনি।আর সবার অনেক পছন্দের ফুল। হচ্ছে সাদা জবা ফুল । আসলে এই সাদা জবা ফুল গুলো অনেক দিন ধরে ফুটেছে।তবে কয়েক দিন আগে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম অনেক ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি সাদা জবা আমার সবচেয়ে পছন্দের ফুল।

এগুলো হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফুল। আসলে আমাদের গাছে এমন অনেক কাঁঠাল ধরেছে।যদিও এবার বৃষ্টি না হওয়ার জন্য কাঁঠাল তেমন বড় হতে পারেনি।আসলে মিষ্টি হলে কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। যদিও কাঁঠাল তেমন খায় না।তবে আমার ছোট মেয়ের অনেক পছন্দ।

এগুলো হচ্ছে গাঁদাফুল। আসলে এই ফুল গুলো অনেক আগে তুলেছিলাম। শীতের সময় এই ফুল দেখা যায়। আমার গাঁদাফুল অনেক পছন্দ। আর ফুলের সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেই। যাইহোক ফটোগ্রাফি গুলো অনেক ভালো ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last month 

1000024927.jpg

 last month 

প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে তবে কাঁঠালের ফটোগ্রাফি একটু ঝাপসা হয়ে গেছে। সাবুদানের পায়েস আমি খুব পছন্দ করি। বেশ ভালো লাগে খেতে। সাদা রঙের জবা ফুলের ফটোগ্রাফি খুব চমৎকার লাগলো আপু। আপনার মত আমিও যেখানে যা দেখি সুন্দর লাগলেই ফটোগ্রাফি করে রাখি। সুন্দর উপস্থাপনায় ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last month 

ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখি। তবে আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আর আপু সাদা জবা ফুলের জায়গা আপনি গোলাপ ফুল লিখেছেন। যাইহোক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

ভাইয়া ঠিক করে নিয়েছি, ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last month 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last month 

এত চমৎকার কিছু আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন যা একেবারে অসাধারণ হয়েছে। একই সাথে এখানে এই ফটোগ্রাফি যখন দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ সবগুলো ফটোগ্রাফি আপনি অনেক দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এখানে যখন আপনি এই ফটোগুলো শেয়ার করেছেন সেগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এর মধ্যে যে গাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷