কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে।নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে তেমন বাইরে যাওয়া হয়না। তবে মাঝে মাঝে যেখানেই যাই না কেন ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না। আসলে আগে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগলো।সত্যি বলতে আগে ফটোগ্রাফি ছিল নেশা কিন্তু এখন পেশায় পরিণত হয়েছে। সত্যি আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। আর রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এ এগুলো হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে ডালের বড়া। আসলে বৃষ্টির সময় মন শুধু খায় খায় করে।তাই মাঝে মাঝে এভাবে কিছু ডালের বড়া বানিয়ে খায়। সত্যি বেশ মজার খাবার। বিকেল বেলা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। সত্যি অনেক মজার খাবার।
এগুলো হচ্ছে আমার পালিত মুরগির বাচ্চা। আসলে আমি বাড়িতে কিছু মুরগী পালন করি। আসলে নিজের হাতে মুরগির ডিম খাওয়ার মজাই আলাদা। তবে একবার অসুস্থ হলে তখন অনেক খারাপ লাগে। তবে ভালো মুরগির গুলো জবাই করতে অনেক কষ্ট লাগে। দোয়া করবেন যেন মুরগি গুলো সুস্থ থাকে।
এগুলো হচ্ছে বিকেল বেলার নাস্তা। আসলে বৃষ্টির সময় সব সময় কিছু না কিছু খাবার ইচ্ছে করে। তাই মুরগির কলিজা দিয়ে এই পিঠা গুলো বানিয়েছিলাম। সবাই অনেক মজা করে খেয়েছিল। আসলে বৃষ্টির ভিতরে এমন মজার মজার খাবার হলে আর কিছু লাগে না।
এগুলো হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। আসলে আমার মনে হয় বৃষ্টিতে সবার অনেক ক্ষুধা বেশি লাগে। আর বাচ্চারা ভালো ভালো খাবার পছন্দ করে। আসলে যেকোন মাংসের বিরিয়ানি হলে তারা খুশি।তবে বাচ্চাদের চিকেন বিরিয়ানি বেশি প্রিয়। গতকাল রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।
এই ফুল গুলো হয়তো অনেকের চেনা।এগুলো হচ্ছে রঙ্গন ফুল। আসলে আমাদের বাড়িতে এই রঙ্গন ফুল গুলো আছে।তবে এবার ঘন বৃষ্টিতে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। সত্যি ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছি।
এটি হয়তো আমরা আমাদের অনেকের অনেক পছন্দ। আসলে আমার ছোট মেয়ের অনেক পছন্দ এই সাগুদানার পায়েস। তবে তবে আমার বড় মেয়ে খায় না।তাই মাঝে মাঝে ছোটজনকে রান্না করে দেয়।আসলে এগুলো বাচ্চাদের অনেক পছন্দ। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1954190370977304671?t=7eMa-TA6MxyedPh1IE0P_w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1954037492543631776?t=VNhNM1z4UmHkzE1spObvYg&s=19
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলির মধ্যে রঙ্গন ফুল এবং ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি গুলি আমার কাছে ভালো লেগেছে। তাছাড়াও মুরগির ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন, ধন্যবাদ।
বাহ আজকে তো আপনি বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। খাওয়া-দাওয়ার পাশাপাশি ফুলের এবং অন্যান্য ফটোগ্রাফিও করেছেন। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।