বরবটি ভাজির রেসিপি ||[১০% লাজুক খ্যাকের জন্য]||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম



আমার বাংলা ব্লগ
এর সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


জকে আমি আবার আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে বরবটি ভাজির রেসিপি শেয়ার করবো। বরবটি ভাজি মোটামুটি সবাই খেয়েছেন আশা করি। আর এটার রন্ধন প্রক্রিয়া তেমন জটিলও নয়। পুষ্টিগুন হিসেব করলে খুব উপকারী আমাদের জন্য। যায়হোক চলুন দেখে নেওয়া যাক রন্ধন প্রক্রিয়া।


🥙
চলুন তাহলে শুরু করা যাক🥙


20211116_161433_0000.png

ক্যানভা দিয়ে বানানো



🍱 প্রয়োজনীয় উপকরণ 🍱


উপাদানপরিমাণ
বরবটি১ কেজি
আলু১/২ কেজি
কাচা মরিচ১০০ গ্রাম
রসুন কুচি৫০ গ্রাম
পেয়াজ কুচি১০০ গ্রাম
হলুদের গুড়ো৫০ গ্রাম
মরিচের গুড়ো৫০ গ্রাম
তেলপরিমানমতো
পানিপরিমানমতো
লবণপরিমানমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png


🥗 রন্ধনপ্রক্রিয়ার কাজ চলছে 🥗

🥘 ধাপঃ০১ 🥘


IMG20211112155339.jpg

IMG20211112155852.jpg

  • প্রথমেই আলুগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর বরবটিগুলো আবার কুচি কুচি করে কেটে নিলাম। তারপর পানি দিয়ে ভালো করে ধৌত করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥘 ধাপঃ০২ 🥘


IMG20211112155716.jpg

IMG20211112160043.jpg

IMG20211112160046.jpg

IMG20211112160106.jpg

  • তারপর চুলাটা অন করে নিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম। বসানোর পর তেল, কুচি পেয়াজ, কাচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে নিলাম। তারপর হলুদের গুড়ো,মরিচের গুড়ো,জিরার গুড়ো দিয়ে দিলাম। তারপর আবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥘 ধাপঃ০৩ 🥘


IMG20211112160217.jpg

IMG20211112160220.jpg

IMG20211112160341.jpg

  • তারপর কুচিকরা আলু ও বরবটি দিয়ে দিলাম। দেয়ার পর চামচ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর চুলার ভলিউমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥘 ধাপঃ০৪ 🥘


IMG20211112160941.jpg

IMG20211112163118.jpg

  • তারপর ২০-২৫ মিনিট ঢাকনা সরিয়ে দিয়ে দেখালাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে ভাজির কালারটা একটু হলদে টাইপ হয়ে যাবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥘 চূড়ান্তধাপ 🥘


IMG20211115211512.jpg

  • তারপর হয়ে গেলো বরবটি ভাজির রেসিপি। তারপর দুপুরে খাবারের জন্য একটি বাটিতে পরিবেশন করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়বরবটি ভাজির রেসিপি
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Sort:  

বাহ! আমি বলবো এটি সময়পোযোগী পোস্ট। আসলেই শীতের এই মৌসুমে শীতের এসব সব্জি শুধু খেতে না দেখতেও ভালো লাগে হিহিহি । অনেক সুন্দর করে ধাপগুলো বর্ননা করেছেন আসলেই খুব ভালো লেগেছে। আশা রাখছি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবেন ভাইয়া,অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করবো আরও নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বরবটি ভাজি দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। কিন্তু এভাবে আলু দিয়ে বরবটি ভাজি করে কখনো খাওয়া হয়নি। কিন্তু আপনার পরিবেশন দেখে মনে হচ্ছে এটা খুবই লোভনীয়

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বরবটি আমার কখনো খাওয়া হয় নাই। আপনি বরবটি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করেছেন বরবটি ভাজি। এক কথায় অসাধারণ। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আপনার রান্নর ধরনটি আমার খুবই ভাল লাগল এবং আপনি দারুন রান্না করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

শীতকালীন সবজির মধ্যে অন্যতম সবজি হচ্ছে এই বরবটি।এবং বরবটি রেসিপি আমার ভীষণ ভালো লাগে। বরবটির সাথে যদি আরো হয় আলুর ভাজি তাহলে তো কথাই নেই। আপনি খুব সুন্দর ভাবে রেচিপিটি উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপবাকে।

 3 years ago 

আপনার বরবটি ভাজা রেসিপি দেখে আমার সত্যিই অনেক খেতে ইচ্ছা করছে। এই রেসিপিটি অনেক সুস্বাদু মনে হচ্ছে। উপস্থাপন অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বরবটি একটা সময় প্রচুর কাচা টা খেয়েছি তবে ভাজি খাইনি।কারন কাচা খেয়েই মন ভরে যেতো এবার দেখছি ভেজে খেয়ে দেখতে হবে।খুব সুন্দর একটি রেসিপি উপস্থাপন করেছেন।শুভ কামনা ভাই।

 3 years ago 

কাচা কখনে খাইনি তবে আপনার কথা শুনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে বরবটি রেসিপিটা।আমাদের বাড়ির গাছে বরবটি থাকায় প্রায় খাওয়া হয়।বেশ টেস্টি খাবার এটি।আলু দিয়ে বেশি ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শুনে ভালো লাগলো দিদি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বরবটি ভাজির অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া বরবটি ভাজি আমার অনেক প্রিয় মেসে থেকে মাঝেমাঝেই সকালবেলা বরবটি ভাজি খাওয়া হয় বরবটি ভাজি মধ্যে তেলের পরিমাণ টা একটু বেশি হলে খেতে অসম্ভব সুস্বাধু লাগে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে সেইসাথে অনেক লোভনীয় এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সুুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

বাহ অনেক সুন্দর একটা বরবটি ভাজি রেসিপি শেয়ার করেছেন। বরবটি সবজি আমার একটা খুবই পছন্দের। এটা খেতে অনেক টেস্টি লাগে। আপনার রেসিপির রান্নার ধরন দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনারও পছন্দের শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাই। আপনি খুব সুন্দর ভাবে বরবটি ভাজির রেসিপিটি উপস্থাপন করেছেন। বরবটি আমার অনেক প্রিয়। আর আপনি সেই প্রিয় সবজি রেসিপি উপস্থাপন করেছেন। আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ❤️