রেসিপিঃফুলকপির স্বাদে ঝাল পুলি পিঠা

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে পৌষ,শীতকাল। ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r38.jpg

r40.jpg

r35.jpg

শীতকাল মানেই পিঠা পুলি আর সব্জির সমারোহ। সব্জিতে ভরে গেছে বাজার। আর দামও সহনীয়। শীতকালের যত ধরনের সব্জি পাওয়া যায় , গরম কালে তা পাওয়া যায় না। আর শীতকালের সব্জি খেতেও বেশ ভালো লাগে। সব্জিতে রয়েছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শীতকাল আসবে আর ফুলকপির পুলি পিঠা খাবো না তাই কি হয়? তাইতো আজ নিয়ে এলাম ফুলকপির স্বাদে পুলি পিঠার । এই পিঠাটি খেতে বেশ মজা। আমিতো শীতকালে প্রায়ই বানাই। বিকালের নাস্তায় বেশ প্রফেক্ট একটি রেসিপি। যদিও তেমন স্বাস্থ্যকর নয়। যেহেতু ডুবো তেলে ভাজ়া হয়। তবে মাঝে মাঝে এ ধরনের খাবার খাওয়া যেতেই পারে। সব সময় কি আর স্বাস্থ্যের কথা চিন্তা করা যায় বলুনতো? তাইতো আজ বানিয়ে নিলাম এই পিঠা। বেশ মজা করে খেলাম বিকাল বেলায়। আপনারও ট্রাই করতে পারেন। তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক ,ফুলকপির স্বাদে ঝাল পুলি পিঠার উপকরণ সমূহ ও সেই সাথে বানানোর ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r19.jpg

r2.jpg

r1.jpg

re20.jfif

ময়দাদের কাপ
ফুল কপি কুচিএক কাপ
নতুন আলুআধা কাপ
কাঁচা মরিচ কুচি৪ টেঃ চামচ
পিঁয়াজ কলি কুচি৪ টেঃ চামচ
পিঁয়াজ কুচিআধা কাপ
ধনে পাতা কুচি৪ টেঃ চামচ
লবনপ্রয়োজন মতো
আদা কুচি১ টেঃ চামচ
রসুন কুচি১ টেঃ চামচ
সয়া সস১টেঃ চামচ
হলুদ গুড়া১চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়াআধা চাঃ চামচ
গরম মশলা গুড়াআধা চা চামচ
টমেটো কিউব করে কাটাআধা কাপ
সয়া সস১টেঃ চামচ
সয়াবিন তেল২কাপ

ফুলকপির স্বাদে ঝাল পুলি পিঠা তৈরি ধাপ সমূহ

ধাপ - ১

r2.jpg

প্রথমে ঝাল পুলি পিঠার পুর বানানোর জন্য একটি বাটিতে ফুল কপি ,আলু,পিয়াজ কলি ও কাঁচা মরিচ কেটে নিয়েছি।

ধাপ - ২

r3.jpg

r4.jpg

r5.jpg

r6.jpg

এবার একটি কড়াই এ ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তাতে রসুন ও আদা কুচি দিয়ে দিয়েছি। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন তাতে পিয়াজ কুচি দিয়ে দিয়েছি।

ধাপ - ৩

r7.jpg

r8.jpg

r9.jpg

r10.jpg

r11.jpg

এবার একে একে ফুলকপি,আলু,পিয়াজ কলি ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

ধাপ - ৪

r12.jpg

r13.jpg

r14.jpg

r15.jpg

r16.jpg

r17.jpg

r25.jpg

এবার এতে টমেটো কুচি , সয়াসস , লবন সহ সকল মশলা দিয়ে সব্জির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিয়ে নিয়েছি। সকল সব্জি সিদ্ধ হয়ে এলে ভাজা ভাজা করে নিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। এবং ধনেপাতা কুচি দিয়ে সব্জির সাথে মিশিয়ে নিয়েছি।

ধাপ - ৫

r19.jpg

r20.jpg

r21.jpg

r22.jpg

r23.jpg

এবার একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মত লবন ও ১ টেঃ চামচ সয়াবিন তেল দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি। সখন শুকনো উপকরণ হাতের চাপে দলা করা যাবে তখন অল্প অল্প পানি দিয়ে একটি মাঝারি ধরনের ডো বানিয়ে নিয়েছি।

ধাপ - ৬

r23.jpg

r24.jpg

মাখানো ডোর উপর সামান্য তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আধা ঘন্টার জন্য।

ধাপ - ৭

r26.jpg

r27.jpg

r28.jpg

r29.jpg

আধ ঘন্টা পর ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে একটি রুটি বানিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো পুর দিয়ে দু'সাইড পানি দিয়ে লাগিয়ে নিয়ে কুলি পিঠার মতো ডিজাইন করে নিয়েছি। একইভাবে সব গুলো পিঠা বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

r30.jpg

r31.jpg

r32.jpg

এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে বানানো পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবং সময় নিয়ে ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি।

পরিবেশন

r38.jpg

r39.jpg

r36.jpg

সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে একটি প্লেটে সসের সাথে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য।

আশাকরি, আজকের ফুলকপির স্বাদে ঝাল পুলি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩রা জানুয়ারি, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 3 months ago 

ছোটবেলা থেকে পুলি পিঠা খেতে আমি অনেক পছন্দ করি। কিন্তু কখনো ফুলকপি দিয়ে পুলি পিঠা খাওয়া হয়নি।আজকে ভিন্ন স্বাদের পুলি পিঠা দেখতে পেলাম।দেখেই খাওয়ার জন্য লোভ হচ্ছে।ইউনিক এই পুলি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ফুলকপি দিয়ে এভাবে পুলি পিঠা বানালে খেতে বেশ মজা লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

Daily Task

Uploading image #1...

![dt2.png](UPLOAD FAILED)

 3 months ago 

বিভিন্ন ধরনের পুলি পিঠা তৈরি করে খেয়েছি কিন্তু কোনদিন ফুলকপির পুলি পিঠা তৈরি করে খাইনি। দেখেই মনে হচ্ছে অনেক মালদার হয়েছে খেতে ।আমাদের এদিকে পিঠাটাকে কুলি পিঠা বলে থাকে।

 3 months ago 

একদিন বানিয়ে খাবেন আপু। বেশ মজা খেতে ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

মজার মজার খাবার গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম খাবার হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার রেসিপিটা। এরকম লোভনীয় খাবারগুলো দেখলে আমার অনেক লোভ লাগে। মাঝেমধ্যে এই খাবারগুলো আমার খাওয়া হয়ে থাকে। এত মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 months ago 

জি ভাইয়া এ খাবারগুলো খেতে বেশ মজা লাগে। যদিও স্বাস্থ্যকর নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

সবজি দিয়ে পুলি পিঠার দারুণ রেসিপি হয়েছে। দেখেই খেতে মন চাইছে। এই শীতের মধ্যে এই পিঠা গুলো দারুন স্বাদ লাগবে। চমৎকার রেসিপি দেখলাম, ধন্যবাদ।

 3 months ago 

শীতে সবজি পিঠা খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

আচ্ছা আপনি আমাদের মাঝে একটা ইউনিট টাইপের রেসিপি পোস্ট শেয়ার করেছেন। আসলে এই ধরনের ফুলকপির পিঠা আমি এর আগে কখনো দেখিনি এবং খাইনি। আর আজ আপনাদের রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন ধরনের একটা অভিজ্ঞতার জন্ম দিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আহা ফুলকপির নাম শুনলেই ভীষণ খিদে পেয়ে যায়। আসলে ফুলকপি শব্দটি আমার সবথেকে পছন্দের সবজির মধ্যে একটি। ফুলকপি দিয়ে যে ঝাল ঝাল পুলি পিঠা তৈরি করা যায়, আপনার কাছ থেকে আজকে প্রথম জানলাম। অনেক ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

যেহেতু ফুলকপি প্রিয় তাই একদিন এই রেসিপিটি তৈরি করেন। আশাকরি ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

দারুন একটি পোস্ট দেখলাম আজ। আপনি বেশ সুন্দর করে আজকের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বানানো পিঠা গুলো দেখে তো লোভ ধরে রাখতে পারছি না। বেশ ভালো লাগলো শীতের এই পিঠা গুলো দেখে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 months ago 

দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন স্বাদের। ধন্যবাদ আপু।