রেসিপি: সেদ্ধ ছোলা মাখা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার সকল মুসলিম ভাই বোনেরা নিশ্চয়ই খুব নিষ্ঠার সাথে প্রতিটি রোজা পালন করছেন।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। রেসিপিটি হলো সেদ্ধ ছোলা মাখা। এটি সাধারণত সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। আমিও আজ সন্ধ্যায় এটাকে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করেছি। ছোলা মাখা খেতে আমি আর আমার মা খুব ভালোবাসি। একসাথে ট্রেনে করে কোথাও গেলে খাওয়া হয়। কিন্তু অনেকদিন একসাথে কোথাও বেরোনো হয়নি তাই আজ বাড়িতেই বানালাম। আর তারপর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230401191311.jpg

এটি হলো আমার আজকের তৈরি রেসিপি সেদ্ধ ছোলা মাখা।

প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
ছোলা১৫০ গ্রাম
পেয়াঁজ১টি
টমেটো২টি
কাঁচা লঙ্কা৫টি
আলু১টি
জিরে গুঁড়ো১চামচ
লবণপরিমাণ মতো
চাট মশলা১চামচ
ধোনে পাতা৫ টি
শসা১টি
গন্ধরাজ লেবু১টি
তেঁতুল১টি

প্রস্তুত প্রণালী

IMG20230401180905.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - ছোলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা , তেঁতুল ,শসা ,চাট মশলা,জিরে গুঁড়ো ,লবণ ,গন্ধরাজ লেবু, আলু আর ধোনে পাতা।

IMG20230401181253.jpg

IMG20230401183530.jpg

এবার ছোলা গুলোকে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিলাম । সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম।

IMG_20230401_215745.jpg

IMG20230401184639.jpg

IMG_20230401_215814.jpg

ছোলা সেদ্ধ হতে হতে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু ,টমেটো , শসা ,কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু , পেয়াঁজ আর ধনেপাতা ।আর তেঁতুল টাকে সামান্য একটু জলের মধ্যে দিয়ে গুলে নিয়ে বানিয়ে নিতাম তেঁতুল গোলা জল।

IMG20230401184219.jpg

এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি।

IMG20230401185634.jpg

আলু সেদ্ধ করা হয়ে গেলে সেগুলোকে সেদ্ধ করে রাখা ছোলার উপরে নামিয়ে নিলাম।

IMG20230401185728.jpg

এবার দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো কুচি।

IMG20230401185812.jpg

এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা।

IMG20230401185833.jpg

এবার দিয়ে দিলাম কুঁচানো লঙ্কা।

IMG20230401185857.jpg

দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা শসার টুকরো গুলো।

IMG20230401185921.jpg

IMG20230401185955.jpg

এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ,চাট মশলা আর পরিমাণ মতো লবণ।

IMG20230401190028.jpg

এবারের মধ্যে তেঁতুল গোলা জলটাকে ঢেলে দিলাম।

IMG20230401190038.jpg

দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস।

IMG20230401190145.jpg

এবার একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20230401_215953.jpg

সব উপকরণ মেশানো হয়ে গেলে তার ওপর দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ । তারপর আর একবার সেটাকে ভালো করে মেখে নিলাম।

IMG20230401190648.jpg

আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সেদ্ধ ছোলা মাখা।

IMG20230401190924.jpg

IMG20230401191241.jpg

IMG_20230401_220112.jpg

IMG20230401191352.jpg

এরপর একটি প্লেটে নামিয়ে নিয়ে সেটাকে পরিবেশন করে দিলাম।
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে,আবারও নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।
ডিভাইসrealme 8i
লোকেশনবনগাঁ
Sort:  
 2 years ago 

যা বানিয়েছেন দিদি দেখে তো লোভ সামলানো মুস্কিল হয়ে যাচ্ছে🤗।

আর রেসিপিটি তৈরীর প্রতিটি ধাপ এত সুন্দর করে তৈরি করেছেন যে দেখেই ভালো লাগছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ছোলা রান্না করে খেয়েছি। তবে এত সব উপাদান দিয়ে মেখে খাওয়া কখনও হয়নি। রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। খেতে বেশ মজার হবে বুঝতে পারছি। আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে বেশ মজার হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে সেদ্ধ ছোলা মাখা আপনি এবং আপনার মা অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে কোথাও ঘুরতে গেলে ট্রেনের মধ্যে থেকে মাঝে মাঝেই খেয়ে থাকেন। ছোলা মাখা বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে তবে বাহিরের ছোলা মাখা তেমন একটা খেতে ইচ্ছে করেনা। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। খুবই ভাল লাগলো আপনার মা ও আপনি অনেক বেশি পছন্দ করেন দিদি।প্রতিটা ধাপ আপনি আমাদের মাঝে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন।ফটোগ্রাফি খুব দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সেদ্ধ ছোলা মাখা বিভিন্ন জায়গায় যেতে কিনে খাওয়া হয়েছে। । নিজে এভাবে তৈরি করে কখনো খাওয়া হয়নি। নিজে তৈরি করার চিন্তাও কখনো আসেনি। আপনার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। যত তাড়াতাড়ি সম্ভবত তৈরি করে ঘরে বানিয়ে খাব। তৈরি করার দাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু অবশ্যই তৈরি করবেন। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিদ্ধ ছোলা আমার খুবই প্রিয় আর প্রতিদিন ইফতারের ছোলা খেয়ে থাকি। আজকে আপনার রেসিপির ধাপগুলো দেখে খুব সহজেই শিখে নিলাম,আর রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সেদ্ধ ছোলা মাখা রেসিপিটা দেখে তো জিভে জল চলে এলো আপু। সত্যি বলতে রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। ইফতারের সময় তো ছোলা না থাকলে ইফতার জমেই না। রেসিপির পরিবেশনা তো এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি। অনেক উৎসাহ পেলাম।