লইট্টা শুটকি ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

লইট্টা শুটকি ভর্তা রেসিপি

1000026602.jpg

1000026602.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি করত আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে সময় লাগে। আসলে সময় নিয়ে কিছু করলে সত্যি অনেক ভালো লাগে। শুটকি আমার অনেক পছন্দের। তবে বাড়িতে বাচ্চাদের জন্য শুটকি রান্না করতে পারি না। আসলে তারা শুটকির ঘ্রাণ সহ্য করতে পারে না। আর এই লইট্টা শুটকি গুলো ভুনা বা ভর্তা করে খেতে অনেক ভালো লাগে। যদিও শুটকি গুলো আমি গিফট পেয়েছিলাম। আসলে আমার বড় জা কক্সবাজারে গিয়েছিল তাই আমাদের জন্য বেশ কিছু শুটকি এনেছিল।সত্যি শুটকি ভর্তা খেতে অনেক ভালো লাগে।গরম ভাতের সাথে এর তুলনা হয় না । আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000026603.jpg

১.লইট্টা শুটকি
২.পিঁয়াজ কুঁচি
৩.রসুন কোয়া
৪.শুকনো মরিচ
৫.সরিষার তেল

1000000390.png

1000026548.jpg
প্রথমে আমি শুটকিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি।
1000026554.jpg

1000026555.jpg
তারপর চুলায় একটি কড়াই দিয়ে শুঁটকিগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

1000026560.jpg
সিদ্ধ হয়ে গেলে শুটকিগুলো পানি ঝরানোর জন্য জালির ভিতরে ঢেলে দিয়েছি। তারপর শুটকি গুলো থেকে কাঁটাগুলো ভেছে নিয়েছে।

1000026562.jpg

1000026563.jpg

1000026564.jpg
এখন চুলায় একটি কড়াইতে সরিষার তেল দিয়েছি। তারপর কাঁটা ছাড়িয়ে রাখা শুটকি গুলো ভেজে নিয়েছি।

1000026565.jpg

1000026566.jpg
এখন সেই তেলের ভিতর আর একটু তেল দিয়ে শুকনা মরিচ রসুন কোয়া দিয়ে দিয়েছি।

1000026568.jpg

1000026574.jpg
তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষন এভাবে ভেজে নিয়েছি।

1000026577.jpg

1000026578.jpg
এখন শুটকি ও পেঁয়াজ মরিচগুলা ভেজে এভাবে তুলে নিয়েছি। তারপর একটা শিল পাটার ওপর নিয়েছি বাটার জন্য।
1000026579.jpg

1000026580.jpg
তারপর ভালোভাবে বেটে তুলে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই ভাই তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে খেতে সেই রকম লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

1000000177.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1000026606.jpg

 2 months ago 

আপুর লইট্টা শুটকি ভর্তার রেসিপিটি পড়ে খুব ভালো লাগলো। বিস্তারিত ও ধাপে ধাপে ফটোগ্রাফসহ উপস্থাপনায় রেসিপিটি এত সহজবোধ্য হয়েছে যে, যেকেউ অনায়াসেই ঘরেই বানাতে পারবে। শুটকির বিশেষ ঘ্রাণ সামলানোর কৌশল এবং সরিষার তেলে ভাজা ভর্তার স্বাদ সম্পর্কে আপনার বর্ণনা সত্যিই মনোমুগ্ধকর। গরম ভাতের সাথে এর মিলন একদম জমজমাট হবে, এটা ভাবলেই লোমশ হয়ে যায়।আপনার এই সুন্দর উদ্যোগ এবং রান্নার প্রতি ভালোবাসা দেখে অনুপ্রেরণা পেলাম। আগামি সময়েও এমন রুচিসম্পন্ন ও প্রিয় রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার প্রিয় খাবার জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

লইট্টা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। ভীষণ ভালো খাই এই মাছ দিয়ে যেকোনো রান্না। তবে আজকে এত সুন্দর লইট্টা শুটকির ভর্তা দেখে ভীষণ লোভ হচ্ছে। ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে আর আমার প্রিয় লোটে মাছের ভর্তা দেখে ভীষণ লোভ হচ্ছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 months ago 

আপনার পছন্দের জিনিস জেনে আমার কাছে অনেক লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

শুটকি মাছ আমার খুব পছন্দের। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে তো আর কিছুই লাগে না। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একেবারে সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুস্বাদু একটি ভর্তা রেসিপি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই শুটকি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে৷ তবে আমি শুটকি খেতে পছন্দ করি না৷ তবে শুটকি ভর্তা মাঝেমধ্যেই খেয়ে থাকি৷ আশা করি আজকে আপনি যে ভর্তা রেসিপি শেয়ার করেছেন সেটি নিঃসন্দেহে অনেক সুস্বাদু হবে৷

 2 months ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।