পটল ও কাঁঠালের বিচি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

পটল ও কাঁঠালের বিচি রান্নার রেসিপি

1000027359.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক এখন কাঁঠালের সিজন। আর আমার মনে হয় কাঁঠাল অনেকেই তেমন খায় না তবে কাঁঠালের বিচি হয়তো সবাই পছন্দ করে। তাই আমি প্রায় তরকারি কাঁঠালের বিচি দিয়ে রান্না করি। তবে কাঁঠালের বিচি পটল দিয়ে ভাজলে খেতে অনেক ভালো লাগে। তাই গতকাল এভাবে ভাজি করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।সত্যি বলতে গরম ভাতের সাথে এভাবে কাঁঠালের বিচি হলে আর কিছু লাগে না। বেশ মজার খাবার ছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000027358.jpg
১.কাঁঠালের বিচি
২.পটল
৩.হলুদ
৪.লবন
৫.তেল
৬.পানি
৭.পিঁয়াজ

প্রস্তুুত প্রণালী

1000027247.jpg

1000027249.jpg

1000027250.jpg
প্রথমে আমি পটল, কাঁঠালের বিচি ও পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি।

1000027243.jpg

এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।

1000027252.jpg

1000027253.jpg
তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দেব। তারপর কেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দেব।

1000027256.jpg

1000027258.jpg
এখন পটল দিয়ে আর একটু নেড়েচেড়ে হলুদ ও লবন দিয়ে দেব।

1000027260.jpg

1000022211.jpg

এখন সব কিছু দিয়ে নেড়েচেড়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000027263.jpg

1000027359.jpg
কিছু সময় রান্না করে নেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার পটল ও কাঁঠালের বিচি দিয়ে ভাজি রান্নার রেসিপি।

1000000176.gif

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 days ago 

1000027365.jpg

 2 days ago 

সত্যি কথা বলতে এমন রেসিপি আগে কখনো দেখিওনি এবং খাওয়া হয়নি। আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি। পটল দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা আগে জানতাম না। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

এভাবে একদিন রান্না করবেন অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো।

 yesterday 

জি ভাইয়া অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

কাঁঠালের বিচির যে কোন রেসিপি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে এভাবে তৈরি করে করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ভাবে একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

জি আপু অবশ্যই ট্রাই করবেন , ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আরে বাহ্ আপনি তো দেখছি আজকে অনেক মজাদার রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার তৈরি করা এই রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এরকম মজাদার রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক মজাদার ভাবে তৈরি করেছেন দেখছি আজকের এই রেসিপিটা।

 yesterday 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 yesterday 

কাঁঠালের বিচি দিয়ে রেসিপি করলে খেতে আমার কাছে অনেক মজা লাগে। আজকে আপনি পটল এবং কাঁঠালের বিচি দিয়ে মজার রেসিপি করেছেন। তবে এটি ঠিক কাঁঠালের বিচি এবং পটল দিয়ে বাজলে করলে খেতে কিন্তু মজা লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 yesterday 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 hours ago 

আজকে আপনি একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের এই ভিন্ন ধরনের রেসিপি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আগে কখনো দেখা হয়নি৷ আপনার কাছ থেকে প্রথম দেখতে পেলাম৷ এর ডেকোরেশন থেকে মনে হচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে৷ এটিকে এখনি এখান থেকে নিয়ে ফেলতে ইচ্ছে করছে৷৷