রেসিপি পোস্ট :- // ফুলকপির পাকোড়া রেসিপি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240205103041-02.jpeg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। "আমার বাংলা ব্লগ" এর সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের মাঝে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে। কোন কিছু রান্না করতে আমার খুবই ভালো লাগে। যদিও রান্না করতে অনেক সময়ের প্রয়োজন হয় তবে রান্না করার পরে সেটা খেতে খুবই মজা লাগে। এবং বেশি মজা লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করে খেতে।আজকে রান্না করেছি ফুলকপির পাকোড়া।বিকালের নাস্তায় এমন গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে। এছাড়া খুব সহজে কোন ঝামেলা ছাড়াই ফুলকপির পাকোড়া রেসিপিটি করেছি।আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম ফুলকপির পাকোড়া রেসিপি।

★ফুলকপির পাকোড়া রেসিপি★

IMG20240205103144-01.jpeg

IMG20240205103109-01.jpeg

IMG20240205103032-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.ফুলকপি
২.ময়দা
৩.চালের গুড়া
৪.রসুন বাটা
৫.আদা বাটা
৬.মরিচের গুড়া
৭.ধনিয়া গুড়া
৮.লবন
৯.হলুদ গুড়া
১০.তেল

IMG20240205093218.jpgIMG20240205093233.jpg
IMG20240205093257.jpgIMG20240205093306.jpg
ধাপ-১:

প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে দিব।

IMG20240205093622.jpg

ধাপ-২:

এখন ফুলকপির টুকরো গুলো পানি থেকে একটি বাটিতে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, লবণ ও হলুদের গুড়া।

IMG20240205093735.jpgIMG20240205093812.jpg
IMG20240205093756.jpgIMG20240205093822.jpg
ধাপ-৩:

তারপর দিব ধনিয়া গুড়া এবং মরিচের গুঁড়া। সবগুলো মসলা পরিমাণমতো দিব।

IMG20240205093832.jpgIMG20240205093846.jpg
ধাপ-৪:

এরপর সবগুলো মসলা ফুলকপির সঙ্গে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেয়ার পর এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে পাকোড়াটি খেতে অনেক মজার হবে।

IMG20240205093933.jpgIMG20240205094350.jpg
ধাপ-৫:

বিশ মিনিট রেস্টে রেখে দেয়ার পর ফুলকপির মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এবং চালের গুড়া।এরপর ময়দা এবং চালের গুড়া ভালোভাবে ফুলকপির সঙ্গে মাখিয়ে নিব।

IMG20240205100626.jpgIMG20240205100700.jpg

IMG20240205100747.jpg

ধাপ-৬:

এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে ফুলকপির সঙ্গে ময়দা এবং চালের গুড়া মিশিয়ে নিব।

IMG20240205100809.jpgIMG20240205101135.jpg
ধাপ-৭:

চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিব।তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একটি একটি করে ফুলকপি দিয়ে দিব।

IMG20240205101511.jpgIMG20240205101650.jpg
ধাপ-৮:

দুই থেকে তিন মিনিট ধরে ভাজার পর ফুলকপিগুলো উল্টিয়ে দিব। এরপর আরো তিন চার মিনিট ভেজে নেয়ার পর একটি বাটিতে উঠিয়ে নিব। এভাবেই তৈরি করে ফেললাম ফুলকপির পাকোড়া।

IMG20240205101811.jpg

পরিবেশন

IMG20240205102959-01.jpeg

IMG20240205103007-01.jpeg

IMG20240205103024-01.jpeg

IMG20240205103118-01.jpeg

IMG20240205103113-01.jpeg

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

এই শীতে ফুলকপির পাকোড়া বিকালের নাস্তায় সবাই মিলে খেতে বেশ ভালো লাগে। আমিও বানাই এই পাকোড়া । তবে একটু অন্যভাবে। আপনার কাছ থেকে পাকোড়া তৈরির অন্য একটি রেসিপি শিখে নিলাম। আপনার পাকোড়া দেখতে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বিকালের নাস্তায় এমন পাকোড়া খেতে সবারই ভালো লাগে।ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

 2 years ago 

পাকোড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার পাকোড়া দেখে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আপু রেসিপি টা। খেতে মনে হয় ভীষণ সুস্বাদু হয়েছিল। যাইহোক রেসিপি টা আমার কাছে ভীষণ ভালো লাগছে ধন্যবাদ আপু।

 2 years ago 

পাকোড়া খেতে আমারও ভীষণ ভালো লাগে। খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ধরনের পাকোড়া টাইপের খাবারগুলো সবাই মিলে একসঙ্গে খেতেই ভালো লাগে। ফুলকপির পাকোড়া আমার আগে কখনো বানানো হয়নি। আপনার ফুলকপির পাকোড়া দেখে মনে হচ্ছে যে বেশ মজাদার হয়েছিল। বানানো বেশ সহজ মনে হলো। একদিন বাসায় বানিয়ে দেখতে হবে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও এর আগে কখনো বানানো হয়নি।তবে প্রথমবার বানানো হিসেবে খেতে বেশ মজার ছিল ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করার রেসিপি মধ্যে ছিল ফুলকপির পাকোড়া। আপনার এই রেসিপিটি দেখে খুবই লোভ হচ্ছে খেতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

ফুলকপির পাকোড়া দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। অনেক সুন্দর ভাবে পাকোড়া তৈরি করেছেন। শীতের সবজি দিয়ে পাকোড়া খাওয়ার মজাই আলাদা। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ, শীতের সবজি দিয়ে পাকোড়া তৈরি করলে সেগুলোর স্বাদ অনেক বৃদ্ধি পায়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যেকোনো পাকোড়া গরম গরম খেতে বেশ ভালো লাগে। আপনার পাকোড়া গুলো দেখেও খেতে ইচ্ছে করছে। তবে ফুলকপি দিয়ে এভাবে পাকোড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। খুব শীঘ্রই এভাবে একদিন তৈরি করে দেখব । মজাদারের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, যেকোনো পাকোড়া গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে তেমন স্বাদ পাওয়া যায় না।

 2 years ago 

আপনি আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। ফুলকপির পাকোড়া দেখে ভীষণ লোভনীয় মনে হচ্ছে। তবে এভাবে কখনো আমার ফুলকপির পাকোড়া খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনার পোস্টের মাধ্যমে দেখে শিখে নিলাম। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অবশ্যই, বাসায় একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয় খেতে।

 2 years ago 

ফুলকপির পাকোড়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাটা রেসিপি সুন্দরভাবে পরিবেশন করেছেন। আপনার রেসিপি ধাপ গুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করব।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পাকোড়া গরম গরম খাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুন। ফুলকপির পাকোড়া রেসিপি দেখে বেশ ভালো লাগলো। খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। ফুলকপির পাকোড়া রেসিপি তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সত্যি পাকোড়া গরম গরম খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ ফুল কপির পাকোড়া দেখতে তো বেশ ভালই লাগছে।খেতে নিশ্চয়ই ভালই হয়েছে।এবার যে ঠান্ডা পড়েছে তাতে করে বানানোর সাহস হয় নি তাই খাওয়াও হয় নি।আপনার টা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ, ফুলকপির পাকোড়া খেতে বেশ মজার ছিল। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে।