"সামুদ্রিক তপসে মাছের ঝাল রেসিপি"
নমস্কার
সামুদ্রিক তপসে মাছের ঝাল রেসিপি:
তপসে মাছ,খুবই সুন্দর নাম তাইনা! এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার।তবে এই মাছ সবসময় সব জায়গায় পাওয়া যায় না।নদী কিংবা সমুদ্রে ছাড়া তপসে মাছের দেখা পাওয়া ভার।যাইহোক নদীর তপসে মাছ লাল-হলুদে রঙের হলেও সামুদ্রিক তপসে মাছগুলো সাদা-হলুদে রঙের হয়ে থাকে।তবে এই মাছের দাড়ি রয়েছে।তাছাড়া সামুদ্রিক মাছ যেহেতু বেশি ঝোল বা সবজি দিয়ে খেতে ভালো লাগে না।তাই সামুদ্রিক তপসে মাছ দিয়ে মাখা মাখা ঝাল রেসিপি তৈরি করলাম ভুনার মতো করে।যেটা খেতে অনেক সুস্বাদু ও মজার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.টমেটো সস- 2টেবিল চামচ
3.পেঁয়াজ পেস্ট- 4 টেবিল চামচ
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.জিরে পেস্ট-1.5টেবিল চামচ
7.কাঁচা মরিচ- 4 টি
8.লাল মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
9.রসুন কোয়া কুচি - 3 টি
10.শুকনো লংকা পেস্ট-1 টেবিল চামচ
11.জিরে ও ধনিয়া গুঁড়া-1 টেবিল চামচ
12.সরিষার তেল- 60 গ্রাম
13.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি সামুদ্রিক তপসে মাছগুলো ভালোভাবে আশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব।তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব মাছের গায়ে।
ধাপঃ 2
এখন চুলায় একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেব।
ধাপঃ 3
এখন মাছগুলো নেড়েচেড়ে ভেজে তুলে নেব লাল লাল করে।
ধাপঃ 4
এবারে পুনরায় কড়াইতে তেল দিয়ে দেব।তারপর পেঁয়াজের পেস্ট ও কাঁচা মরিচ দিয়ে দেব।
ধাপঃ 5
এরপর পেঁয়াজগুলি হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে হলুদ, লবন ও জিরে পেষ্টসহ সমস্ত বাটা মসলা,গুঁড়া মসলা দিয়ে দেব কড়াইতে।
ধাপঃ 6
এবারে মসলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব।
ধাপঃ 7
এরপর মসলার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
ধাপঃ 8
তো মাছের ঝোলটি ফুটিয়ে গাড় হয়ে আসলে রেসিপিটি নামিয়ে নেব একটি পাত্রে।
শেষ ধাপঃ
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার সামুদ্রিক তপসে মাছের ঝাল রেসিপি।
পরিবেশন:
এখন এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এই রেসিপিটি খেতে অনেক টেস্টি ও সুস্বাদু।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
সামুদ্রিক তপসে মাছ আমাদের এদিকে দেখেছি বলে মনে হয় না। আসলে এমন মাছ গুলো হালকা মাখামাখা রাখলে অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ খাওয়া হয়েছে তবে তপসে মাছ কখনো খাওয়া হয়নি। সামুদ্রিক মাছ খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
অনেক মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। রেসিপি টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে খুব লোভ ও লেগেছে। দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজাদার ছিল। রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
মাছগুলো তো দেখছি খুব সুন্দর। তাছাড়া দারুণভাবে রেসিপিটা তৈরি করা হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগবে। খুব ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু এই মাছ আমাদের এদিকে দেখেছি বলে মনে হয় না। তবে সামুদ্রিক মাছগুলো খাওয়ার মজাই আলাদা। আপনি কিন্তু তপসে মাছের মজার ঝাল রেসিপি করেছেন। আর আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
তপসে মাছের ঝাল অনেক লোভনীয় লাগছে আপু। সামুদ্রিক মাছ খেতে অনেক ভালো লাগে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।