রেসিপি-:অল্প মসলায় ইলিশ বিরিয়ানী।

in আমার বাংলা ব্লগ17 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240921_221649.jpg

আজকে অনেক বেশি মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও রমজান মাস। দিনের বেলায় এরকম রেসিপি গুলো শেয়ার করতে খুব বেশি ভালো লাগে না। তবুও কি আর করার যেহেতু পোস্ট সকালবেলায় করি আর রেডি করা ছিল ভাবলাম সকাল সকাল এই পোস্টটা করে ফেলি। আজকের রেসিপি হল ইলিশ বিরিয়ানি। ইলিশ পোলাও ও বলা যায়। তবে আমি একটু হলুদ ব্যবহার করেছি।যাতে করে হলুদ রঙটা আসে। হলুদ না দিলে কালারটা একদম সাদাটা হয়ে যাবে। এটা খেতে এত মজার ছিল যে রান্না করে পরিবেশন করার সাথে সাথে একদম সবার প্লেট খালি হয়ে গিয়েছে।

রেসিপি রান্না করার পর আমার কাছে তখনই অনেক বেশি ভালো লেগেছে যখন দেখলাম আমার ছেলে নিজ হাতে বসে খুব তৃপ্তি সহকারে এই ইলিশ মাছের বিরিয়ানিটা খেয়েছে । রান্না করার পর তার জন্য নিয়ে গিয়েছিলাম এক পিস মাছ সহ। আমি খাইয়ে দেব ভেবেছি কিন্তু সে নিজ হাতে নিয়ে বসে গেল খাওয়ার জন্য। আর নিজ হাতে খুব সুন্দর করে বিরিয়ানি গুলো খেয়েছে। কিন্তু মাছের কাঁটা আমি বেছে দিয়েছিলাম। সে আমাকে কোন ভাবে ধরতে দিচ্ছিল না। তবুও জোর করে মাছের কাঁটা বেছে দিয়েছি। সে খুব তৃপ্তি সহকারে খেয়েছে। এজন্যই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যাই হোক রেসিপিটা অনেক আগের। যদি আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ হয়নি। তাই আজকে বসে পোস্টার রেডি করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। হয়তো অনেকে অনেক ভাবে তৈরি করে থাকে তবে আমি আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তাহলে শুরু করা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
ইলিশ মাছ১টি
চিনিগুড়া চালদেড় কাপ
পেঁয়াজকুচি১/২ কাপ
আদাবাটা২ চা চামচ
রসুনবাটা২ চা চামচ
পেঁয়াজবাটা১/৩ কাপ
কাঁচামরিচ১০/১২টি
মরিচগুড়ো২ চা চামচ
হলুদগুড়ো১/২ চা চামচ
লবণ৩ চা চামচ
টকদই১/২ কাপ
পেঁয়াজবেরেস্তা১/৩ কাপ
এলাচ৪/৫ টি
দারচিনিছোট ১ টুকরো
লবঙ্গ৪/৫টি
গোলমরিচ৫/৬টি
তেল১/২ কাপ

20250320_095328.jpg

প্রথম ধাপ

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মত। তারপর দিলাম পেঁয়াজকুচি। কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা।

20250320_095127.jpg

দ্বিতীয় ধাপ

এখন কিছুক্ষণ ভেজে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুড়ো এবং মরিচ গুড়ো। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম।

20250320_095137.jpg

তৃতীয় ধাপ

এখন পরিমাণ মতো টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর ১ চা চামচ পরিমান চিনি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে কষিয়ে নিলাম।

20250320_095147.jpg

চতুর্থ ধাপ

এইধাপে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এক এক করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম। এরপর আবার উল্টিয়ে আরো পাঁচ মিনিট রান্না করলাম।

20250320_095201.jpg

পঞ্চম ধাপ

অল্প কিছুক্ষণের মধ্যে মাছ হয়ে গিয়েছে। তারপর মশলা থেকে মাছগুলো আলাদা করে উঠিয়ে নিলাম এবং মসলা আলাদা রেখে দিলাম। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম। তারপর তেল গরম হয়ে এলে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোল মরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।

20250320_095216.jpg

ষষ্ঠ ধাপ

পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা করে ধুয়ে ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে দিলাম। অবশ্যই পানি ঝরিয়ে নিয়েছিলাম আগে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং আদা রসুন বাটার বাকি অংশ দিয়ে দিলাম। চালের দ্বিগুন গরম পানি দিয়ে দিলাম।

20250320_095230.jpg

সপ্তম ধাপ

কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম।পূর্বে মাছ রান্না করা মসলা রয়ে গিয়েছে সেটা থেকে অর্ধেক দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করতে থাকলাম।

20250320_095240.jpg

অষ্টম ধাপ

পানি যখন একদম শুকিয়ে এসেছে তখন বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর এক এক করে মাছের পিসগুলো মাঝখানে বসিয়ে দিলাম। এর উপর বাকি মসলাটুকু এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দশ মিনিট দমে রেখে দিলাম।

20250320_095255.jpg

পরিবেশন

ব্যাস হয়ে গেল মজার ইলিশ বিরিয়ানি। এটা অসম্ভব মজার ছিল। এখন আবার দেখে লোভ লাগছে। গরম গরম পরিবেশন করে নিলাম।

20240921_221649.jpg

20240921_221707.jpg

20240921_221717.jpg

20240921_221726.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 17 days ago 

দিনের বেলা রেসিপি শেয়ার করলেও আমি কিন্তু রাতের বেলায় দেখেছি। যার কারণে রোজায় খুব একটা সমস্যা হয়নি।😜
বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। ইলিশ বিরিয়ানি অনেকদিন হলো খাওয়া হয় না। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

তাহলে তো অনেক ভালো হয়েছে আপু। যাই হোক এই বিরিয়ানিটা অনেক মজার,আশা করি আপনি জানেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

❤️❤️

 17 days ago 

বাহ আপনার ইলিশ বিরিয়ানী রেসিপি টা দারুণ হয়েছে। পৃথিবীতে কত ধরেনর বিরিয়ানি আছে, সেটা আমি নিজেও জানি না। আপানার ইলিশ বিরিয়ানী রেসিপি টা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।

 17 days ago 

জি ভাইয়া অনেক ধরনের বিরিয়ানী আছে,তবে মাছের বিরিয়ানিও অনেক মজার।

 17 days ago 

Screenshot_20250320-113710_Chrome.jpg

Screenshot_20250320-113636_Chrome.jpg

 17 days ago 

এটা মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো খুব লোভ লেগে গেল। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এটার স্বাদ অনেক বেশি দারুন ছিল। এরকম মজাদার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এই রোজার সময় দেখিয়ে একটু বেশি লোভ লাগালেন। আপনার কাছ থেকে মজাদার একটা রেসিপি তৈরি শিখে নিতে পেরে ভালো লাগলো।

 17 days ago 

জি আপু এটা অনেক বেশি মজা হয়েছিল।নিভৃত তো অনেক মজা করে খেয়েছে।

 17 days ago 

রমজান মাস আর রেসিপি পোস্ট করতে কেন ভালো লাগে না আপু সমস্যা নাই রেসিপি পোস্ট করলে খাওয়ার ভিডিও না দিলেই হলো।সংযমের মাস তাই লোভনীয় জিনিস দেখে সংযম করতে পারলে ভালো।আপনার ইলিশ পোলাও রেসিপি টি দারুণ হয়েছে। আমিও ইলিশ পোলাও বানিয়ে খাই তবে ইলিশ বিরিয়ানি বানানো হয়নি আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। দারুণ বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 17 days ago 

হ্যা আপু, সবাই তো সংযম করেই রোজা রাখে,তাই তো ভেবে দিলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 17 days ago 

এতো মজাদার একটি রেসিপি দেখেই তো লোভ লেগে গেল। ইলিশ বিরিয়ানি অল্প মসলার রেসিপিটি দেখতে যেমন সুস্বাদু মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই বেশ দারুন হয়েছিল। ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ নেই তবে ইলিশ বিরিয়ানি কিন্তু দারুন স্বাদ। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

ইলিশ মাছের স্বাদের কারণে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো লেগেছিল আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকেও।

 17 days ago 

প্রথমে ইলিশের বিরিয়ানিটা দেখেই তো খিদে বেড়ে গেল। অসাধারণ সুন্দরভাবে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু। বিরিয়ানি খেতে আমি এমনিতেই পছন্দ করি। তবে বেশিরভাগ সময় মাটন বা চিকেনের খাওয়া হয়। কিন্তু এমন ইংলিশ বিরিয়ানি দেখে লোভ আরো বেড়ে গেল। কাছাকাছি থাকলে নিশ্চয়ই একটু স্বাদ গ্রহণ করে আসতাম। হা হা

 17 days ago 

ইলিশ বিরিয়ানীর টেস্ট মাংসের বিরিয়ানীকেও হার মানাবে। খেয়ে দেখতে পারেন।

 17 days ago 

ইলিশ মাছ হলে আর কোন বেশী মসলার দরকার ও হয়না।ইলিশ বিরিয়ানি খেতে খুবই মজার।এই রেসিপিটি ইলিশের মৌসুমে আমিও করি।সবাই খুব মজা করে খায়।আপনার শেয়ার করা রেসিপিটি দেখেও ভীষণ সুস্বাদু হয়েছিল বোঝা যাচ্ছে ।ধন্যবাদ জানাচ্ছি আপু দারুন সুস্বাদু এই ইলিশ বিরিয়ানি রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 16 days ago 

হ্যাঁ আপু ইলিশের মাছের স্বাদের কারণেই মূলত বিরিয়ান টা অনেক বেশি মজার হয়ে থাকে। খুব ভালো লাগলো এটা শুনে আপনিও তৈরি করেন।