মিষ্টি কুমড়ার কাবাব

in আমার বাংলা ব্লগ2 years ago

মিষ্টি কুমড়ার কাবাব

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

কাবাব তো অনেক কিছু দিয়ে অনেক রকম ভাবেই খেয়েছি এবার একটু স্বাদের পরিবর্তনের জন্য কাবাব তৈরির আইটেমটিও পরিবর্তন করা যাক। আজকে আমি বাসায় এই প্রথম মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করেছি। এর স্বাদ নিয়ে আমি কিছুটা চিন্তিত ছিলাম যে খেতে কেমন হবে কারণ মিষ্টি কুমড়ার কাবাব এর স্বাদ আমার আগে কখনো গ্রহণ করা হয়নি। তবে আমি চিন্তিত হলেও আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করতে যে সকল উপকরণ দিয়েছি সেগুলোর কারণে কাবাব রেসিপিটি খুবই মজাদার একটি স্বাদে পরিবর্তন হয়েছে ও খুবই ভালো লেগেছে খেতে। আমি সবসময়ের মতো আজকেও নতুন একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম।

ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমি সবসময় নতুন কিছু তৈরি করার ইচ্ছা করি বলেই হয়তো পারি। আপনারও আপনাদের পছন্দের কাজ গুলো করে আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন নিজের ইচ্ছা শক্তি দিয়ে। আর ইচ্ছা করলেই আপনিও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আজকে আমার এই মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করতে প্রয়োজন হয়েছে -মিষ্টি কুমড়া, ব্রেডক্রাম্ব, বেরেস্তা, সয়াসস, ঘি ও বেশ কয়েক রকম মসলা উপকরণ। আর এই উপকরণ গুলো একসাথে করে আমিও মজাদার ভাবে মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করতে পারেন ও নতুন একটি রেসিপির স্বাদ নিতে পারেন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি মিষ্টি কুমড়ার কাবাব। মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মিষ্টি কুমড়ার কাবাব তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

03.jpg

ধাপ-3.

3.jpg

ধাপ-4.

4.jpg

ধাপ-5.

5.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

13.jpg

ধাপ-14.

14.jpg

ধাপ-15.

15.jpg

ধাপ-16.

16.jpg

ধাপ-17.

17.jpg

ধাপ-18.

18.jpg

ধাপ-19.

19.jpg

ধাপ-20.

20.jpg

আমার আজকের বাসায় মিষ্টি কুমড়ার কাবাব তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আসলে ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। তাই ইচ্ছা শক্তি থাকলে যে কোন কাজ করাই সহজ হয় ।আপনার বিভিন্ন আনকমন রেসিপি তৈরির ইচ্ছাশক্তি রয়েছে তাই আপনি সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। আর আপনার তৈরি করা রেসিপি গুলো সব সময় ইউনিক ও সুন্দর হয় ।আমার কাছে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটিও একদম ইউনিক ছিল। খেতে নিশ্চয়ই বেশ মজার হয়েছে। দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি বলতে আমি আপনার রেসিপির মাঝে সবসময়ই দারুন কিছু খুঁজে পাই। তার অধিকাংশই আমি কখনো খাইনি এরকম মনে হয়। মিষ্টি কুমড়ার কাবাব আমি প্রথম দেখলাম। শেয়ার করে রাখলাম, খুব তাড়াতাড়ি তৈরি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু এই চমৎকার রেসিপি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়ার কাবাব রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। মিষ্টি কুমড়া কাবাব রেসিপি আমি কখনো তৈরি করিনি। আপনার রেসিপির উপস্থাপন থেকে শিখে নিলাম। পরবর্তী তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমি সবসময় নতুন কিছু তৈরি করার ইচ্ছা করি বলেই হয়তো পারি।

সত্যি আপু নতুন কিছু তৈরি করার ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা হয়তো সেই ইচ্ছাটাই পোষণ করি না। তাইতো নতুন কিছু তৈরি করতেও পারি না। আর আপনি যা কিছুই তৈরি করেন না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আসলে প্রিয় মানুষের হাতের তৈরি সবকিছুই অনেক পছন্দের হয়। আপনি যেহেতু আমাদের খুবই প্রিয় একজন মানুষ তাই তো আপনার তৈরি করা রেসিপি কিংবা আর্ট সবকিছুই আমার ভালো লাগে আপু।

 2 years ago 

এর আগে আপনার একটি ইউনিক রেসিপিতে আমার মন্তব্যের ফিডব্যাক এ আপনি বলেছিলেন আপনি ইউনিক ছাড়া রেসিপি করেন না। আসলে সেটা বাস্তব। কারণ আমি আপনার যতগুলো রেসিপি পোস্ট দেখেছি, সবটাই কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে। আজকের রেসিপি ও অনকে ইউনিক। কুমড়ার কাবাব কখনো খাওয়া হয়নি কিন্তু আপনি দেখছি খুব চমৎকারভাবে ইউনিক ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
আপু আপনার রেসিপি মানে নতুন কিছু হবেই। আপনি প্রায় সময় নতুন নতুন রেসিপি শেয়ার করেন। আজও আপনি মিষ্টি কুমড়ার একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন। মিষ্টি কুমড়ার কাবাব শুনতেই কেমন অন্যরকম লাগে। আপনি খুব সুন্দরভাবে কাবাবটি বানিয়েছেন। অনেকগুলো ধাপ হলেও বুঝতে সমস্যা হয়নি। কাবাবের পরিবেশন ও সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

সব সময় আপনার ইউনিক রেসিপি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপি থেকে নতুন কিছু শিখতে পারি। মিষ্টি কুমড়ার খাবার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে আমিও একদিন তৈরি করব। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি কথা বলতে কি আপনার রেসিপিগুলো আমার কাছে সব সময় ভালো লাগে এবং আপনার রিসিপির মধ্যে মনে হয় নতুনত্ব কিছু আছে। আজকের রেসিপিটিও তার ব্যতিক্রম নয়। মিষ্টি কুমড়ার কাবাব আপনার পোষ্টের মাধ্যমে আমি শিখে নিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ইউনিক ও সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি সবসময় আমাদের সাথে অনেক ইউনিক ও সুন্দর সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। আজকেও আপনি অনেক অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। মিষ্টি কুমড়ার কাবাব আমি আগে কখনো খাইনি। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মিষ্টি কুমড়ারও কাবাব হয় আপু? 🤗অনেক ভাল লাগলো। আসলে এভাবে কাবাব করে দিলে বাচ্চারাও খাবে। অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপু।