স্বার্থপর মানুষের সাথে একটু স্বার্থপর হলে দোষ কি
সোর্স
হ্যালো",
সবাই কি আমার নতুন একটি ব্লগে স্বাগতম আজ আমি একদমই আলাদা একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সত্যি কথা বলতে গেলে এ পৃথিবীতে সবাই নিজের স্বার্থ হাসিল নিয়ে ব্যস্ত। স্বার্থপর মানুষগুলো কিভাবে অন্যের থেকে ছিনিয়ে নেবে সেই ভাবনায় থাকে।আর এই স্বার্থপর মানুষগুলোকে চেনা খুবই কঠিন।আর সেই স্বার্থপর মানুষগুলো খুবই কাছের হয়। যখন জানতে পারবেন সেই স্বার্থপর মানুষগুলো আমাদের খুবই কাছের তখন সেটা মেনে নেওয়া খুবই কষ্টের।
এই স্বার্থপর মানুষগুলো নিজে ভালো থাকার জন্য অন্যের সুখ কেড়ে নিতে দুবার হবে না। এই ধরনের লোক গুলো শুধু নিতে জানে কিছু দিতে জানে না। কথাগুলো শুধু বলার জন্য বলছি না এরকম আমাদের আশেপাশের অনেক আপনজন সেজে থাকে মনে হয় তারা আমাদের খুবই কাছের এবং আমাদের ভালই চাই কিন্তু দিনশেষে তারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে তাদের ফাঁদে ফেলে। আর যখন তাদের স্বার্থ হাসিল হয় তখন ছুড়ে ফেলে।
তাইতো এই আপনজনদেরকে চেনার খুবই কষ্টের কিন্তু যখনই এই ধরনের মানুষদেরকে চেনা যায় আমাদের উচিত সাথে সাথে তাদের সঙ্গ ত্যাগ করা। তা না হলে তারা আমাদের জীবনের আরো বড় বড় ক্ষতিগুলো করে থাকবে। অনেক সময় আবার এই আপনজনগুলো এতই কাছের হয় যে চাইলেও তাদের সাথে সম্পর্ক শেষ করা যায় না। কিন্তু এটা ঠিক তাদেরকে এড়িয়ে চলতে হবে। কিছুটা হলেও আমাদেরও স্বার্থপর হতে হবে।
স্বার্থপর ব্যক্তিরা যদি নিজের স্বার্থ হাসিলে খারাপ কিছু করতে পারে তাহলে আমরা আমাদের ভালোর জন্য কেন স্বার্থপর হতে পারব না। তাই আমার মতে স্বার্থপর মানুষের কাছে স্বার্থপর হলে দোষের কিছু নেই। কেননা স্বার্থপর লোকেরা কখনো অন্যের কথা ভাবে না সব সময় নিজেদের কথাই ভাবে তাই তারা যদি নিজের ভালোর কথা ভাবতে পারে আমাদের নিজেদের ভালো কথা ভাবতে আমাদের দোষের কি। যাইহোক কথাগুলো নিজে ব্যক্তিগত মতামত থেকে বললাম। এরকম স্বার্থপর মানুষ আমাদের আশেপাশে অনেক আছে। তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।
আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1885057215972991225?t=q1mD8GEj3FD-iXBtji7NNA&s=19
একদম ঠিক বলেছেন আপু স্বার্থপররা নিতে জানে কিন্তু দিতে জানে না। এরা স্বার্থের আড়ালে খুব ভালো মানুষ সেজে কাছে আসে। আর স্বার্থ হাসিল হলে তাদের চেহারা খুঁজে পাওয়া যায় না। আর এদের চিনে আমাদের বড় কোন ক্ষতি হওয়ার থেকে সাবধান হয়ে যেতে হবে। আর নয় তো ভবিষ্যতে আরও বড় কোন স্বার্থ হাসিল করে আমাদের ক্ষতি করে দিয়ে যাবে।
হ্যাঁ আপু আমাদের উচিত এ ধরনের লোকেদের থেকে দূরে থাকা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
এই বিষয়টা আমিও বিশ্বাস করি আপু। আসলে স্বার্থপরদের সাথে স্বার্থপরতা দেখানো উচিত না হলে এদের শিক্ষা হয় না। আর এইরকম মানুষগুলোর জন্য আসলে নিজের স্বার্থকে ফেলে দেয়া উচিত নয়। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। খুব সুন্দর করে কিছু কথা লিখেছেন।
একদম ঠিক আপু আমার ওই বিষয়টা মনে হয় কেননা স্বার্থপরদের সাথে একটু স্বার্থপরতা করলে তাদের উচিত শিক্ষা হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আপু। স্বার্থপর মানুষেরা কখনো আপন হয় না। যতটুক আপন হয় তার স্বার্থ উদ্ধার করার জন্য। তাই আমি মনে করি সেই সমস্ত মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেও তার কাছে সে শিক্ষা প্রয়োগ করা প্রয়োজন। এতে করে সে বুঝতে পারে কত ধানে কত চাল।
হ্যাঁ ভাইয়া স্বার্থপর মানুষরা কখনোই আপন হয় না। তারা শুধু আপন হওয়ার ভান করে থাকে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।
স্বার্থপরতা খারাপ কিছু না। তবে অন্যের ক্ষতি করে স্বার্থপরের মতো আচরণ করা এটা সত্যি খারাপ। কমবেশি আমরা সবাই স্বার্থপর। আমরা সবাই নিজের স্বার্থই আগে দেখি এটা অস্বীকার করার কিছু নেই। সুতরাং মানুষের থেকে এমন আচরণ অস্বাভাবিক কিছু না। সুন্দর লিখেছেন।।
সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার মতে স্বার্থপর মানুষের সাথে একটু স্বার্থপর হলে দোষের কিছু না। কারণ যারা স্বার্থপর মানুষ, তারা কখনোই অন্যের কথা ভাবে না। তারা কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করবে,শুধুমাত্র সেটা নিয়েই ভাবে। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।