সত্ত্বা!!

in আমার বাংলা ব্লগ3 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ২২ ই আগষ্ট ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000584030.jpg


মানুষ এককভাবে তার স্বাধীন চিন্তাসত্ত্বার মালিক। মানুষের এই চিন্তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে অনেক সময় মানুষ কে প্ররোচিত করা যায় মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করা যায় তাকে একপ্রকার মোহিত করে। মানুষ কে আপনি নিজের কথার দ্বারা নিজের দিকে টানতে পারেন। তবে এটা সবার ক্ষেএে খাটে না। বিশেষ করে যারা প্রশ্ন করতে জানে। কেন কীভাবে কোথায় এগুলো জিজ্ঞেস করে তাদের খুব সহজে আপনি প্রভাবিত করতে একেবারেই পারবেন না। আজকের আমার আলোচনার বিষয় এটা না। তবে এখানে মানুষের সত্ত্বার একটা বিষয় আছে বলেই এই কথাটা বললাম। পৃথিবীর প্রতিটা মানুষই চাই পছন্দের মানুষের সাথে সারাটা জীবন থাকতে। সহজ কথায় বললে ভালোবাসার মানুষের সাথে। কিন্তু অধিকাংশ সময় আমরা সেটা থাকতে পারি না।

কারণ বিভিন্ন আছে। এরমধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবসময় ভুল মানুষ কে ভালোবাসি। আমাদের সবার ক্ষেএেই ব‍্যাপার টা এক। তবে কিছু ভিন্নতা আছে। আমরা সবসময় ভুল মানুষ কে ভালোবাসি কথাটা আমার না। কথাটা হুমায়ুন আহমেদ তার কোথাও কেউ নেই উপন‍্যাসে বলেছিলেন। এই কথাটা আমি এখন এসে বুঝতে পেরেছি এখন এসে অনুধাবন করতে পেরেছি। এটা অনেক টা নিজের বাস্তব জীবনের ঘটনা থেকেই। একটা সময় অনেক আফসোস হতো। অনেক খারাপ লাগতো। যাকে আমি এতো গুরুত্ব দিতাম যাকে এতোটা প্রায়োরিটি দিতাম সেই মানুষ টা কখনোই আমাকে বুঝলো না গুরুত্ব দিল না। কিন্তু এখন আর আফসোস হয় না। আমি যাকে হারিয়েছি সে কখনোই আমাকে ভালোবাসেনি।



আমি ভালোবাসলেই যে তাকে ভালোবাসতে হবে ব‍্যাপার টা এমন টা। কিন্তু সে আমাকে দিনের পর দিন ঠকিয়ে এসেছে। এই ব‍্যাপার টা যখন আমার স্মরণে আসে তখন আমি পুরোপুরি পাল্টে যায়। মনে হয় আর কখনও তার কথা ভাববো না। সাধারণত অন্য কারো সাথে কেউ এমন টা করলে তার সাথে কখনোই কর্থ বলতো না। কিন্তু আমার ব‍্যাপার টা আবার এখানে ভিন্ন। এতোকিছুর পরেও সেই মানুষ টা যখন এখন মাঝে মাঝে আমাকে ফোন দেয় আমি সরাসরি তাকে বলতে পারি না আমাকে আর ফোন না দিতে। আবার আমি তাকে কোন কঠিন কথাও শোনাতে পারি না। এটা সে আমার দূর্বলতা ভেবে নিয়েছে। কিন্তু সত্যি বলতে এটা আমার দূর্বলতা না। তার প্রতি আমার ভালোবাসার চেয়েও বেশি কাজ করে সহানুভূতি।

এই সহানুভূতি কাজ করার কারণও রয়েছে অনেক গুলো। এরমধ্যে সবচাইতে বড় কারণ মেয়েটা খুবই বোকা। আপনাদের শুনে একটু হাস‍্যকর মনে হতে পারে। কিন্তু সত্যিই বোকা। না হলে নিজের জীবনের ক্ষতি করার আগে কেউ অন্তত চিন্তা করে। এই মেয়েটা সেটাও করে না। মাঝে মাঝে মনে হয় ঠিকই হয়েছে সে তার কর্মফল পেয়েছে। কিন্তু আবার পরবর্তীতে মনে হয় ভুল তো মানুষই করে। এভাবেই চলছে। তবে এতকিছুর পরেও ও মানুষ চিনতে শেখেনি। এখনও আমার সাথে সে তার ইগো দেখিয়ে যায়। যদিও আমি আগের মতো অতোটা গুরুত্ব এখন আর দেয় না। তবুও সে জানে আমি এখন তার অপেক্ষায় থাকি। যেমনটা চাতক অপেক্ষায় থাকে বর্ষার। এভাবেই এই নিত‍্য যন্ত্রণাদায়ক কষ্টগুলো এখন আমার সহনশীল হয়ে গিয়েছে। এখন আর কিছুই মনে হয় না।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.