সখের ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো সখের ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হওয়া নিয়ে কিছু কথা।আশা করছি আপনাদের ভালো লাগবে।তো চলুন দেখা যাক কেন সখের ইঁদুর বলছি।

IMG_20240121_213617.jpg

আমার রুমের সাথেই একটি এটাষ্ট ষ্টোর রুম আছে।তো ষ্টোর রুম পরিস্কার করার সময় হঠাৎ দেখতে পাই একটি সুন্দর ইঁদুরের বাচ্চা। ভীষন ছোট একদম চোখ ফোঁটেনি এখনো। চিক চিক আওয়াজ করছিলো মুখ দিয়ে। আমার নিষ্পাপ ইঁদুর ছানাটির জন্য ভীষণ মায়া হলো আর সেটাকে আমি ছাদে তুলে দেব ভাবছিলাম। হঠাৎ দেখতে পাই বিশাল বড়ো সাইজের একটি মা ইঁদুর চলে এসেছে ইঁদুর ছানাটিকে নেয়ার জন্য। আমাকে দেখে মা ইঁদুর ভয় পাচ্ছিল তাই আড়ালে দারালাম ওকে যাতে করে নিয়ে যেতে পারে কিন্তুু না সে ভীষণ ভয় পাচ্ছে। হয়তো ভাবছিলো মা ইঁদুর যে আমি ওর বাচ্চাকে ব্যাবহার করে ফাঁদে ফেলতে চাইছি।

তো আমি ভাবলাম যে মা ইঁদুরের কাছে ইঁদুর ছানাকে আমাকেই ওর কাছে দেয়ার ব্যাবস্থা করতে হবে।আমি ভয়ে ভয়ে ইঁদুর ছানাকে ধরলাম। ইঁদূর ছানাকে ধরা মাত্রই আরো জোরে চিক চিক আওয়াজ করা শুরু করে দিলো।আমি ছাদে তুলে দেয়ার জন্য তৈরি হতেই দেখি মা ইঁদুর বড়ো বড়ো চোখে আমার দিকে তাকিয়ে আছে।আমি ভয়ে ভয়ে ইঁদুর টিকে ছাদের এক কোনে দিলাম আর মা ইঁদুর ভো দৌড় দিয়ে ওর ছানাটিকে মুখে করে নিয়ে চলে গেলো খুশি হলাম আমি।

এরপর হঠাৎ একদিন একলাম ছোট প্রজাতির ইঁদুর দেখতে পাই। ইঁদুরটি বারান্দায় কলার খোসা চাটছিলো। ভীষণ দেখতে ভালো লাগছিলো তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম কয়েকটি।কাউকে মারতে দেই নি।

InShot_20240121_213446346.jpg

আর এই ইঁদুরের প্রতি ভালোবাসা দেখানোই কাল হয়ে দাড়িয়েছে।কারণ সেই বিশাল বড়ো সাইজের মা ইঁদুর টি প্রতিনিয়ত আমার ষ্টোর রুমের বিস্কুটের পট,বাসকেট ঝুড়ি সব কেটে কেটে সাবার করে দিচ্ছে 🥲।

InShot_20240122_113043079.jpg

PhotoCollage_1705901043237.jpg

আমি কি করবো বুঝতে পারছি না।একটি জিনিস আমার আস্ত রাখছে না।অনেকেই বলে ইঁদুর মারা ঔষধ দিতে হবে কিন্তুু আমার মনে হয় যদি খুব ছোট বাচ্চা থাকে আর মা ইঁদুর টি মারা গেলে বাচ্চা টি ও মারা যাবে।ইঁদুর না মেরে তাড়িয়ে দেওয়ার কোন উপায় থাকলে জানাবেন কমেন্টে।
আজ এপর্যন্তই আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 2 years ago 

হাহাহা। এমন জিনিসের উপর মায়া দেখাতে গিয়েছেন যে এখন উল্টা আপনাকেই বিপদে পড়তে হয়েছে। ইদুর খুবই খারাপ প্রাণী। এগুলো ঘরে থাকলে ঘরের কোন জিনিস আস্ত থাকে না। তাছাড়া এই ইদুরটা কিছুটা হলেও বুঝতে পেরেছে আপনি তার কোন ক্ষতি করবেন না। এখন তো সে আরো আরামে আপনার জিনিসপত্র নষ্ট করে যাচ্ছে। ইঁদুর না মেরে তাড়ানোর কোন উপায় তো আমার জানা নেই।

 2 years ago 

ইঁদুর খুব খারাপ প্রাণী এখন হারে হারে বুঝতে পাচ্ছি। ঠিক বলেছেন আপু কোন জিনিস আস্ত রাখছে না।

 2 years ago 

আপনার ঘরের তো বেহাল দশা। ইঁদুর টাকে না মেরে ধরে দূরে কোথাও ফেলে দিয়ে আসেন। তাতে যদি আপনার জিনিস গুলো রক্ষা পায়।আমাদের গ্রামের বাড়িতে এবার দেখে আসলাম ইঁদুরের উপদ্রব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ভালো বুদ্ধি ধরে দূরে ছেরে দেয়া কিন্তুু ধরবো টা কি করে সেই বুদ্ধি করতে হবে।ইঁদুর ধরা ফাঁদ পাততে হবে।

 2 years ago 

ইঁদুরের প্রতি মায়া দেখাতে গিয়ে এখন আপনার ঘরের জিনিসপত্রের খুব বেহালদশা দেখছি। তবে এই ধরনের ছোট প্রাণীগুলোকে মারতে আমার কাছেও ভালো লাগেনা। যদি ধরতে পারেন তাহলে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবেন। কিন্তু এগুলো ধরাও খুব কঠিন। এ ছাড়া আর কোন উপায় আমার কাছে জানা নেই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদমই বেহাল দশা আপু।ফাঁদ পেতে ধরার চেষ্টা করতে হবে এবং দূরে কোথাও রেখে আসতে হবে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।