সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি ফুড ফটোগ্রাফি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ7 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন। তবে আজকে শুধু খাওয়া আর খাওয়া। মানে সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20240506_151253.jpg

Location
#Device:S-G,M32

প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি মাটির পাত্রে দধির ফটোগ্রাফি ।এই ফটোগ্রাফিটি করেছি স্টার লাইন সুইটস থেকে। স্টারলাইন সুইটসের দধি গুলো অনেক সুস্বাদু এবং এগুলোর মান অনেক ভালো। তাই সেখানে খেতে গিয়ে মাটির পাত্রের মধ্যে থাকা এই দধির ফটোগ্রাফিটি করলাম। আসলে দধি আমার অনেক প্রিয়, তাই যেখানে যেখানে দধির মান ভালো সেখানে গিয়ে দধি খেতে আমি অনেক পছন্দ করি।যাইহোক আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20230613_192427.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন দুই গ্লাস লাচ্ছির ফটোগ্রাফি।যে গরম পড়ছে এই গরমে লাচ্ছি খাওয়ার কোন বিকল্প নেই। গ্র্যান্ড সুইটস এ একদিন নাস্তা করতে গেলাম। নাস্তা শেষে তখন লাচ্ছির অর্ডার দিলাম।লাচ্ছির মান ভালোই ছিল, আর সত্যি বলতে গরমে একটু ঠান্ডা হলে তো আর কথাই নেই।লাচ্ছি খাবার আগে ফটোগ্রাফি করে নিলাম, চিন্তা করলাম যে কখনো না কখনো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ।যাক আশা করছি এটি আপনাদের ভালো লাগবে।

৩নং-ফটোগ্রাফি

20240726_104644.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন ফালুদার ফটোগ্রাফি। সত্যি বলতে ফালুদা আমার অনেক প্রিয় এবং ম্যাক্সিমাম মানুষই ফালুদা পছন্দ করে। এই ফালুদার ফটোগ্রাফিও করেছি গ্রান্ড সুইটস থেকে।আমাদের দোকানের পাশে গ্র্যান্ড সুইটস থাকাতে নাস্তা করার জন্য এদিক ওদিক যাওয়া খুবই কম হয়।ফালুদা প্রেমীরা আশা করছি এই ফটোগ্রাফিটি পছন্দ করবেন। যাইহোক যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।

৪নং-ফটোগ্রাফি

20240518_135901.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন উন্মুক্ত পরিবেশে দই চিড়ার ফটোগ্রাফি।এই ফটোগ্রাফিটি মুহুরী প্রজেক্ট এর একটি দোকানের পাশে পুকুরপাড় থেকে করেছি।আমি দই চিড়া অনেক খেয়েছি কিন্তু সেখানে মহিষের দুধের দধি দিয়ে এই দই ছিড়া খেলাম। আর মহিষের দুধের দধি দিয়ে দই ছিড়া খাওয়ার মজাই আলাদা । যাইহোক আজকের এই ফটোগ্রাফি আশা করছি আপনাদের ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

20230824_201247.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন বুট পেয়াজু আলুর চপ এবং সবজির চপ একটি ট্রে তে আছে।মাঝে মাঝে বাজারে এই ধরনের ভাজাপোড়া খেতে ভালই লাগে, যদিও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমরা কয়েকজন মিলে এইভাবে বুট পেয়াজু খাই।যদিও এই খাবারটি রমজানের মাসের জন্য একদম কমন একটি খাবার ।যাইহোক আশা করছি ফটোগ্রাফিটি আপনাদের কাছেও ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20240912_181112.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন চিকেন চাপের ফটোগ্রাফি।গতকালকে ফেনীতে একটি কাজে গিয়েছিলাম। কাজ শেষে করে আমরা নাস্তা করতে গেলাম ফেনীর সুনামধন্য একটি হোটেলে। হোটেলটির নাম হচ্ছে নবী হোটেল যেখানে খাবারের মান অনেক ভালো এবং পরিবেশনও অনেক সুন্দর।এ হোটেলটি অনেক বেশি ব্যস্ত থাকে। প্রচুর মানুষ সেখানে নাস্তা করতে যায়।মাঝে মাঝে তো ছিট পেতে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় । যাইহোক আশা করছি আজকের ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

৭নং-ফটোগ্রাফি

20240229_194116.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানির ফটোগ্রাফি।বিরিয়ানির নাম শুনলেই কেমন যেন লোভ লেগে আশা।তবে আমার আবার প্রায় বিরিয়ানি খাওয়া হয়।মাঝে মাঝে সপ্তাহের ভিতরে তিন দিনও বিরিয়ানি বানানো হয়। এইতো সেদিন চিকেন বিরিয়ানি বানালো সেটার ফটোগ্রাফি করে নিলাম। আশা করছি বিরিয়ানি আপনাদেরও পছন্দ । আর এটাও আশা করছি ফটোগ্রাফিটি আপনাদেরও ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 7 months ago 

আরে বাহ চমৎকার। ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় কয়েকটি ফুল ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুল ফটোগ্রাফি ছিল খুবই সুস্বাদু এবং লোভনীয়। এই খাবারগুলো দেখে জিভে জল আসবে না বলে মনে হয় না। তাছাড়া আমার প্রিয় খাবার হচ্ছে দই যেটা আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ফুড ফটোগ্রাফি অ্যালবাম শেয়ার করার জন্য।

 7 months ago 

লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে খাবারগুলো অনেক মজার ছিল। দারুন ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন ভাইয়া। খুবই ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।

 7 months ago 

খুব চমৎকার চমৎকার ৭ টি রেন্ডম ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ লেগে গেল। বেশ ভালো লেগেছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। মাটির পাত্রের দধিগুলো আসলেই খুব ভালো লাগে খেতে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। লাচ্চির ফটোগ্রাফি টা দেখে তো লাগছে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে মজার এই খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 7 months ago 

খুব চমৎকার ৭টি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুড ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভনীয় লাগছে।লাচ্ছি দই ফালুদা খেতে অনেক ভালো লাগে।এই খাবারগুলো আমার মনে হয় সবারই পছন্দ। বেশ দারুণভাবে ফুড ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই দারুন কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 7 months ago 

এত মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখেই তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এই সময় কিন্তু এই ধরনের খাবার গুলো খেতে অনেক বেশি ভালোই লাগবে। জিভে জল চলে আসলো আপনার তোলা মজাদার খাবারের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে। ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে করেছেন যে, খাবার গুলো দেখতে আরো বেশি লোভনীয় লাগছে। এত মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 7 months ago 

আপনার শেয়ার করা প্রতিটি খাবারের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনা শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল ভাইয়া। আপনি আজকে বেশ কয়েকটি মুখরোচক খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার তোলা চিকেন বিরিয়ানির ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 7 months ago 

আজ মনে হয় প্রথম আপনার ফুড ফটোগ্রাফির পোস্ট দেখতে পেলাম।প্রতিটি খাবার অসাধারণ লাগলো। এতো মজার মজার খাবার দেখলে লোভ সামলানো কঠিন।বিশেষ করে ফালুূদা আর দই চিড়া তো আমার খুবই পছন্দের খাবার।ধন্যবাদ ভাইয়া সুন্দর বর্ননার মাধ্যমে চমৎকার কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম মজাদার মজাদার সব খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া। এ যেন প্রত্যেকটা খাবার আমার পছন্দের, বিশেষ করে ফালুদা,লাচ্ছি এবং চিকেন বিরিয়ানি।মজাদার সব খাবারের এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

মজার খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি খাবারগুলোর ছবি তুলতে ভালো লাগে। আপনিও কিন্তু বেশ ভালো ফটোগ্রাফি করেছেন ভাই। চমৎকার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।