আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আপনারা অনেক ভালো লাগবে।

IMG_20241125_150819.jpg


এটা হচ্ছে বেগুনের ফুলের ফটোগ্রাফি। যেকোনো ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। সেই সাথে ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই যেগুলো ফুল দেখলে ফটোগ্রাফির প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। এ ফটোগ্রাফিটি আমি মাঠে ঘুরতে গিয়ে করেছিলাম। যদিও আশেপাশের সব বেগুনের গাছ তখন মারা গিয়েছিল কয়েকটা বেগুনের গাছ শুধু তাজা ছিল। তাও তাদের অবস্থা মরা মরা ছিল। একটা গাছে বেগুনের ফুল দেখলে পেলাম তাই গিয়ে বেগুনের ফুলের ফটোগ্রাফি করলাম।

IMG_20241125_150923.jpg


এটা হচ্ছে চাল কুমড়ার ফুল। চাল কুমড়া আমরা কমবেশি সবাই চিনি। চাল কুমড়ার ফুলও দেখতে খুবই সুন্দর। যেকোনো ফুলের মধ্যেই আলাদা রকম সৌন্দর্য লুকিয়ে থাকে। ফুল মানেই অপরূপ সুন্দর। ফুলের প্রশংসা করে শেষ করা যাবে না। আমার তো সবজি ফুলই বেশি ভালো লাগে। অন্য যে কোন ফুলের চেয়ে সবজি ফুলগুলো যেন দেখতে বেশি সুন্দর লাগে। আমার কাছে সবজি খেতে গিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। মাঠে যেমন সুন্দর মনোরম পরিবেশ পাওয়া যায় তেমন সুন্দর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার কাছে তো মাঠে গিয়ে ঘুরতে খুবই ভালো লাগে সেই সাথে এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতেও খুব ভালো লাগে।

IMG_20241126_122329.jpg


এটা হচ্ছে চাল কুমড়া।উপরের ফটোগ্রাফিটাতে দেখলেন ওটা হচ্ছে চাল কুমড়ার ফুল আর এটাই হচ্ছে চাল কুমড়া। আমাদের এলাকায় দুই ভাবে চালকুমড়া খাই প্রথমে ছোট অবস্থায় এবং বড় হলে বড়ি বসিয়ে খাই। কুমড়ার বড়ি খেতে খুবই ভালো লাগে। ছোট অবস্থায় চাল কুমড়া সবুজ রঙের থাকে। বড় হয়ে যাবার পরে সাদা কালার হয়ে যায়। আমাদের এলাকায় অতি পরিচিত একটি সবজি তা হচ্ছে চালুরা। নতুন মাসকলাইয়ের ডাল যখন ওঠে তখন সবার চাল কুমড়োর বড়ি দেওয়ার ধুম বেঁধে যায়।

IMG_20241126_122449.jpg


এটা হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। কলমি শাক খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। কলবি ফুল তাও দেখতে খুবই সুন্দর। একথায় সবজি ফুল সবগুলোই যেন চমৎকার হয়। যেকোনো সবজি ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তেমনি করে করবি ফুল দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমার বাংলা ব্লগে আসার পর থেকে তো এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে তো থাকা যায় না। এই হাতের কাছে যেটা পাই সেটারই ফটোগ্রাফি করে ফেলি। এই ফুলের ফটোগ্রাফিও বাটে ঘুরতে গিয়ে আমি করেছিলাম।

IMG_20241125_150800.jpg


দেশি বড়ই খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। আমার কাছে তো দেশি বড়ই খেতে খুবই ভালো লাগে। বেশি বড়ই টক টক হয় তাই খেতে খুবই ভালো লাগে। মিষ্টি বড়ই তেমন একটা খেতে ভালো লাগে না। তাই আমার কাছে এই বরই ভালো লাগে। এইখানে যে গাছের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এই গাছের বড় সেম টক বড়ই হয়। আমার কাছে এই গাছের বড়ই খেতে খুবই ভালো লাগে।

IMG_20240916_161019.jpg


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 last month 

আজকের টাস্ক সম্পূর্ণ

Screenshot_20250307-215550~2.png

Screenshot_20250307-215432~2.png

 last month 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। কুমড়ো ফুলের ছবিটা বেশ দারুণ এসেছে। আমাদের এখানে কুমড়ো বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। আর যখন অনেক পেঁকে যায় তখন এটা দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের এদিকে বড়ি তৈরি করা হয় না। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

 last month 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর হয়েছে। বিশেষ করে চাল কুমড়ার ফুল এবং কলমি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি চমৎকার লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো সহ দারুন উপস্থাপনার মাধ্যমে সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপু ‌ আপনার ধারণ করা প্রতিটি
ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 29 days ago 

সব গুলো ফটোগ্রাফি খুবই সুন্দর।বেগুন ফুল,কুমড়ো ফুল,আস্তকুমড়ো,কলমি ফুলও বড়াই।ফটোগ্রাফি গুলো আগে করে রেখেছিলেন মনে হচ্ছে বড়োইও কুমড়ো দেখে বুঝতে পারছি।দারুন হয়েছে সব গুলো ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 29 days ago 

আপনি এত সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলে পরে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আপনার এই সকল ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখে জাস্ট চমৎকার লাগলো।

 29 days ago 

আজকে আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কলমি ফুলের ফটোগ্রাফি ও বেগুন ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।

 27 days ago 

কলমি শাকের ছোট্ট ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বেশ দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।