এলোমেলো ফটোগ্রাফি❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো গ্রাম বাংলার সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি।
আশা করছি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

প্রথমে আমি আপনাদের সাথে ভাগ করে নেবো চমৎকার সুন্দর শিমুল ফুলের ফটোগ্রাফি। বসন্ত এসে গেছে আর বসন্তে গাছে গাছে ফুলে ফুলে ভরে যায়।কিছু কিছু গাছ আছে যে এই সময়ে সব পাতা পুরাপুরি ভাবে ঝড়ে পড়ে আর সেরকমই একটি গাছ শিমুল গাছ।শিমুল গাছের একটি পাতাও থাকে না কিন্তুু গাছে গাছে ভরপুর হয়ে থাকে লাল টুকটুকে শিমুল ফুল।শিমুল গাছের পাতা সব ঝড়ে পড়ে শিমুল গাছের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। গাছে পাতা থাকে না শুধু ফুলে ফুলে ভরপুর হয়ে থাকে জন্যই এই শিমুল গাছের এতো সৌন্দর্য। এই শিমুল গাছে শিমুল ফুলে ফুলে ভরে আছে। ছোট বেলা শিমুল ফুল কুড়িয়ে কুড়িয়ে খেলা করতাম বেশ ভালো অনুভুতি ছিলো।এই শিমুল ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে লক্ষ্য করলাম অনেক পাখি এফুল থেকে আর এক ফুলে নেচে বেড়াচ্ছে এবং মধু খাচ্ছে। এতে করে শিমুল ফুলের পরাগায়ণ হচ্ছে দেখে বেশ ভালো লাগলো।

IMG_20250303_121556.jpg

IMG_20250303_082312.jpg

দ্বিতীয় ফটোগ্রাফি

আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আলুর জমিতে গিয়েছিলাম। আলুর জমির পাশে একটি পুরানা বিশাল বড়ো বাঁশ ঝাড় আছে।বাঁশ ঝাড়ের সাইডে দেখলাম খুবই সুন্দর লাল টুকটুকে ফল ফুটে আছে।নাম না জানা জংলী ফল দেখতে খুবই সুন্দর লাগলো তাই ঝটপট ফটোগ্রাফি করে নিলাম।সবুজ পাতার মাঝে লাল টুকটুকে ফুলটি খুবই সুন্দর লাগছে।এই ফল দিয়েও খেলা করতাম ছোটবেলায়। বহুদিন পর এই ফল দেখে খুবই ভালো লাগলো। এই ফল গুলো পাখির খাবার।পাখি কোন কোন ফলের কিছু অংশ খেয়ে নিয়েছে।

IMG_20250303_083035.jpg

IMG_20250303_084718.jpg

তৃতীয় ফটোগ্রাফি

এই ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটা হলো অতশি ফুল।অতশি ফুল দেখতে সরিষা ফুলের মতোই। অতশি ফুলের গাছ কিছু টা বড়ো হলেও পুকুর পাড়ের ছোট্ট একটি অতশি ফুলের গাছ দেখতে পেলাম। হলুদ কালারের ফুলটি চমৎকার সুন্দর লাগে দেখতে।অতশি ফুলের ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য

IMG_20250303_090717.jpg

চতুর্থ ফটোগ্রাফি

লেবুর ফুলের মতো দেখতে তবে এটি মজাদার জাম্বুরা ফুল খুবই সুন্দর ফুল।জাম্বুরা ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়ির জাম্বুরা গাছের ফুল।এই গাছের জাম্বুরা খেতে অনেক সুস্বাদু। প্রচুর পরিমান ধরে থাকে এই গাছে জাম্বুরা আর সে জাম্বুরা খেতে খুবই সুস্বাদু। মিষ্টি স্বাদের। মচমচে খেতে মুড়ির মতো মুচমুচে শব্দ হয় খেলে এই গাছের জাম্বুরা। গাছ ভর্তি জাম্বুরা ফুল দেখে ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। ফুলের সাথে কলিও ফুলের মাঝে ছোট ছোট জাম্বুরার গুটি দেখতে পাওয়া যাচ্ছে। এই জাম্বুরার গুটি থেকে একসময় আস্তে আস্তে বড়ো হবে জাম্বুরা এবং খাওয়ার উপযুক্ত হবে।

IMG_20250303_121310.jpg

IMG20250302172753.jpg

পঞ্চম ফটোগ্রাফি

বারান্দায় বসে ছিলাম হঠাৎ আকাশের দিকে তাকাতেই খুবই সুন্দর মনোরম পরিবেশে চোখে পড়লো আর তা হলো এই নারিকেল গাছ।লেবু গাছের উপরে মাথা উঁচু করে দাড়িয়ে আছে এই নারিকেল গাছটি।নীল আকাশ সাদা মেঘের ভেলা এবং নারিকেল গাছ সব মিলিয়ে অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য।ছোট বেলায় দেখেছি বাড়ি দু পাশে দুটো খুবই সুন্দর নারিকেল গাছ ছিলো।এতো পরুমাণ নারিকেল ধরতো যা সারাবছর আমাদের নারিকেল চাহিদা মেটানো যেতো।নানান রকমের পিঠা পুলি সন্দেস এবং ফল হিসেবে নারিকেল খাওয়া হতো।খুবই নারিকেল ধরতো।জৈষ্ঠ্যমাস মেঘের ঘনোঘটা হঠাৎ বিকট শব্দ নিমিষেই নারিকেল গাছের মাথা মাটিতে বাজ পড়েছে গাছটিতে এবং গাছের মাথাটি পুরাপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলো।তারপর অপর গাছটিও মরে গেছে এবং অনেক দিন কোন নারিকেল গাছ ছিলো না তারপর এই গাছটি বড়ো হয়।আগের গাছ থাকাকালীন সেই গাছের জাত এই গাছটি।ফলন এখনো তেমন হয় না তবে অনেক সুন্দর দেখতে।

InShot_20250303_121955288.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর এলোমেলো কিছু ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250227_013620.png

IMG_20250227_013610.png

Sort:  
 3 months ago 

জাম্বুরা ফুলের ছবি আগে দেখেছি নাম জানতাম না৷ জেনে নিলাম। এখানেও অনেক অতসী ফুল হয়। এই নামটাও অজানা ছিল। বসন্ত কাল যে অশোক শিমুল পলাশে ভরে থাকে তা আর দ্বিতীয় বার মনে করিয়ে।দেওয়ার দরকার নেই৷ তোমার শিমুল ভর্তি গাছের ছবিটি দারুন।

 3 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 3 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বিশেষ করে শিমুল ফুল আমার খুবই পছন্দের। এই ধরনের লাল টকটকে ফুল গুলো দেখে থাকতে ইচ্ছে করে। আপনি যে কয়টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন বিশেষ করে বসন্তের সময় দেখা যায় এই ফুলগুলো। অনেক ভালো লেগেছে আপু অন্যান্য শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।

 3 months ago 

শিমুল ফুল আপনার পছন্দের জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 3 months ago 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা জাম্বুরা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে আপু।

 3 months ago 

সত্যি জাম্বুরা ফুল গুলো খুবই সুন্দর।

 3 months ago 

আপনার এলোমেলো ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আজকে আপনি বিভিন্ন ধরনের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আমার কাছে আপনার চতুর্থ ফটোগ্ৰাফিটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 3 months ago 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 months ago 

PhotoCollage_1740990658562.jpg

 3 months ago 

আপু আপনি গ্ৰামীণ প্রকৃতি থেকে তোলা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শিমুল গাছের ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। বসন্ত চলে যাচ্ছে কিন্তু এখনও শিমুল ফুলে ভরা গাছের সৌন্দর্য এখনও দেখতে পারিনি। তাই আপনার এই ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 3 months ago 

ছবিগুলো এলোমেলো হলেও ছবিগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এই ছবিগুলোর মধ্যে কেমন যেন আমি গ্রাম বাংলার গন্ধ খুঁজে পাচ্ছি। আচ্ছা সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সত্যি ছবিগুলোতে গ্রামবাংলার গন্ধ রয়েছে কারণ এগুলো একদম গ্রামের ফটোগ্রাফি।

 3 months ago 

সেদিন যখন শহরে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম অনেকগুলো শিমুল ফুলের গাছ। আর প্রত্যেকটা ফুলের গাছই ফুলে ফুলে ভরপুর। দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।

 3 months ago 

এখন রাস্তা ঘাটে বেশি লক্ষ্য করা যায় এই শিমুল ফুল।পাতাবিহীন গাছে লাল শিমুল ফুলে ফুলে ছেয়ে থাকে দেখতে দারুন লাগে।