রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
- প্রকৃতির সৌন্দর্য বরাবরই আমাদের মুগ্ধ করে থাকে। প্রকৃতিকে উপলব্ধি করার জন্য প্রকৃতির সাথে মিশে যেতে হবে তবেই প্রকৃতিকে নিজের মন থেকে উপলব্ধি করা যাবে। সত্যিকার অর্থে প্রকৃতির মধ্যে চোখের এবং মনের অন্যরকম প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আমার উপরের ফটোগ্রাফিটি যখন করছিলাম তখন চোখ আমার জুড়িয়ে গিয়েছিলো প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যে।
📸ফটোগ্রাফি দুই📸:
স্পানিয়া স্পাইডার ফুল।
- সত্যি বলতে এই ফুলটিকে এবং এই ফুলটির নাম আজকে আমি প্রথম জানতে পারলাম ।যতটা না অবাক হয়েছি ফুলের সৌন্দর্যে তা থেকেও বেশি পরিমাণে অবাক হয়েছি এই ফুলের নাম জানতে পেরে। সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সুন্দর। যার উদাহরণ বহন করছে উপরের এই ফুলটি। তবে সৌন্দর্যতা আমাকে কিন্তু মুগ্ধ করছে।
📸ফটোগ্রাফি তিন📸:
চিনা পিংক।
- এই চায়না পিংক ফুল সম্পর্কে আমরা অনেকেই জানি। কেননা এই ফুল আমাদের দেশে বেশ কয়েক ধরনের হয়ে থাকে। কয়েক কালারের ও হয়ে থাকে। দেখতে অসম্ভব সুন্দর দেখায়। ছোট ছোট পাপড়ী এবং দুই তিনটি কালারের সংমিশ্রণে এই ফুলের সৌন্দর্যতা যেনো উপচে পড়ে। এই ফুলটি ও আমার ভীষণ পছন্দের একটি ফুল।
📸ফটোগ্রাফি চার 📸:
কলাবতী।
- এই ফুলের প্রকৃত নাম হচ্ছে বাংলায় কলাবতী আবার ইংরেজিতে এটাকে ইন্ডিয়ান সুট আবার সাকা সিঁড়ি এবং চিননি নামেও অভিহিত করা হয়। এই ফুলের বেশ কয়েকটি জাত রয়েছে তার মধ্যে আমার ফটোগ্রাফিতে শেয়ার করা ফুলটি হচ্ছে একটি। এই ফুলের যখন কলি হয়ে থাকে তখন দেখতে আরো চমৎকার দেখায়। সবমিলিয়ে চমৎকার একটি ফুল।
📸ফটোগ্রাফি পাঁচ📸:
প্রকৃতির নতুন সাজ।
- প্রত্যেকটা গাছে গাছেই এখন নতুন পাতার সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতি যেনো এক নতুন রূপে ফিরে আসছে। প্রতিটা গাছের মধ্যেই যেনো সবুজের আরেক নতুন রূপ প্রতিফলিত হচ্ছে। শহরের মধ্যেও যেনো প্রকৃতির নতুন রূপ উপলব্ধি করা যায়। তারই একটি বাস্তব প্রমাণ আমার ওপরের ফটোগ্রাফিটি। এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম রংপুর মেডিকেল কলেজের পাশে থেকেই। গাছগুলোতে নতুন পাতা আসায় চমৎকার দেখাচ্ছে কিন্তু।
📸ফটোগ্রাফি ছয়📸:
শ্যামপুর রেলওয়ে স্টেশন।
- আমার ফটোগ্রাফির উপরের ফটোতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এলাকার একটি রেলওয়ে স্টেশনের ফটোগ্রাফি। এই স্টেশনটির নাম হচ্ছে শ্যামপুর রেলওয়ে স্টেশন। আমার বাসা থেকে সাত কিলোমিটার দূরে। ভীষণ ভালো লাগে আমার কাছে আমাদের এই রেলওয়ে স্টেশনটি। কয়েকদিন আগেই এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই।
https://x.com/mdetshahidislam/status/1911328367322038496?t=HzHk3knUQr1mxVWC4JYAGw&s=19
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।
প্রথম ফুলের নামটি আজকে প্রথম শুনলাম। ফুলের নামটাও আগে জানতাম না। ফুলের ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই স্পানিয়া স্পাইডার ফুলটি আমি আগে কখনো দেখিনি। কি অপূর্ব দেখতে। সত্যিই প্রকৃতির মাঝখানে এমন অনেক ফুল রয়েছে যা এত সুন্দর দেখতে হয় অথচ আমি বা আমরা অনেকেই সেগুলো চিনি না। ফুল মানেই খুব সুন্দর দেখতে একটা জিনিস। এই ফুলের ছবিটি ছাড়াও প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো আমার বেশ ভালো লাগলো দেখে।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ও প্রাকৃতির নতুন সাজে ফটোগ্রাফিও চমৎকার লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি তো দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেন। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল। বিশেষ করে প্রথম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং রেল স্টেশনের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কলাবতী ফুলের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
একেবারে অসাধারণ কিছু শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যে ভাবে আপনি আজকের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এখানে প্রথমেই আপনি যে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে।