ফটোগ্রাফি পোস্ট।। কয়েকটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
পরিশ্রমই মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। সেই সাথে আমরা এটাও জানি যে পরিশ্রম হলো মানুষের সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়। কেবলমাত্র পরিশ্রমের হল সফলতার চাবিকাঠি। আমার ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন কিছু পরিশ্রমই মানুষের ফটোগ্রাফি। এই মানুষগুলো সকাল থেকে একদম সন্ধ্যার অব্দি পরিশ্রম করে যায় সামান্য কিছু টাকার জন্য।
📸ফটোগ্রাফি দুই📸:
এইবার আমার ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন জেসমিন ফুলের কুড়ি এর ফটোগ্রাফি। সাধারণত অনেকেই জেসমিন ফুল দেখেছেন হয়তোবা জেসমিন ফুলের কুড়ি দেখেননি। এটা দেখতে সাধারণত নয়ন তারা ফুলের মতই দেখায়। একদম লম্বা আকৃতির হয়ে থাকে। জেসমিনফুলের সুগন্ধ আছে আমরা প্রত্যেকেই জানি। আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম ঢাকার শ্রীরামপুর থেকে।
📸ফটোগ্রাফি তিন📸:
এইটা হল মস গোলাপ ফুলের ফটোগ্রাফি। সাধারণত মস গোলাপ ফুলকে মানুষ সান রোজ ফুল বলেও অভিহিত করে। তবে এই ফুল দেখতে অনেকটা গোলাপ ফুলের মতোই। ছোট ছোট পাপড়ি এবং এইগুলির সৌন্দর্যতা অনেক বেশি গোছালো এবং মাধুর্যপূর্ণ হয়ে থাকে। এটি হলো সুগন্ধিহীন ফুল। বাজারে চাহিদা না থাকলেও বসতবাড়ির দরজার সামনে এই ফুলকে লাগানো হয়ে থাকে।
📸ফটোগ্রাফি চার 📸:
প্রকৃতির ফটোগ্রাফি জানিনা আপনাদের কার কাছে কেমন লাগে। তবে আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। প্রকৃতির মাঝে যেন নতুন কোন সৌন্দর্য তার ছোয়া খুঁজে পাই আমি বারবার। আর এটার কারণ হলো আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। বিশেষ করে সবুজ গাছ-গাছালি এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমি এই প্রকৃতির ফটোগ্রাফিটা করেছিলাম ঢাকার একটি হাইওয়ে রোড থেকে। সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছিল।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
এইবার আপনাদের সাথে শেয়ার করেছি রেঙ্গুন লতা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের সাথে আগে থেকেই তেমন কোনো পরিচিতি নেই। আমিও এই প্রথম ফটোগ্রাফি করেছিলাম। তবে নামটা অনেক কষ্টে জেনেছি। এ ফটোগ্রাফি টা সংগ্রহ করেছিলাম ঢাকার গাজীপুরের একটি নার্সারি থেকে। আর এই ফুলের নামটা জেনেছি গুগল থেকে। ফুলের তেমন কোন সুগন্ধি নেই কিন্তু সৌন্দর্যতায় অপূর্ব। একটি ফুলের মধ্যেই ভিন্ন ভিন্ন কালারের উপস্থিতি বিদ্যমান।
📸ফটোগ্রাফি ছয়📸:
এইবার আপনাদের সাথে শেয়ার করেছি গার্ডেন বালসাম ফুলের ফটোগ্রাফি। আমি এই ফুল এর আগেও অনেকবার দেখেছিলাম কিন্তু তেমনটা আকর্ষণ করে নিয়ে আমাকে। কিন্তু এইবার যখন হঠাৎ করেই দেখলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিল। যার ফলে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। জানিনা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখতে। তবে ফুল প্রেমি হলে এই ফুলের সৌন্দর্য দাও আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই ফুলের গাছগুলি প্রায় চার থেকে পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর ডগায় ডগায় এই ফুল হয়ে থাকে।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1958151153205854502?t=dUSQE__WqSZpt9IqIO_xtQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1958150703840739519?t=ULP--34BsWbnGmEarO1Jbg&s=19
https://x.com/mdetshahidislam/status/1958149693302796735?t=DGi3fkay9q2z3FGMI7CDWw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1958322790555390150?t=d7iLkXV7sfL4Nd8Xq6v_Lg&s=19
খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।
বাহ ভাইয়া আপনি তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।