বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
রেনডম ফুলের ফটোগ্রাফি
এটা একটি সুন্দর বাগান বিলাস ফুল। এই জাতীয় ফুলগুলো বেশ কয়েকটা কালারের হয়ে থাকে দেখেছি। সাদা গোলাপি কালারের সুন্দর এই ফুলগুলো দেখলে মন মুগ্ধ হয়। ভালোলাগার এই চমৎকার ফুল গুলো আমি যখন লক্ষ্য করি তখন ইচ্ছে করে ফুলের সাথে সুন্দর সুন্দর ফটো উঠাতে থাকে। আমার মত যারা ফুল প্রেমিক রয়েছে তারা অবশ্যই ফুলের সাথে সুন্দর ছবি তুলবে। এই জাতীয় ফুলগুলো তেমন বেশি একটা দেখা যায় না। বিভিন্ন পার্কে এগুলো লক্ষ্য করা যায়।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশকিছু সন্ধ্যা মনি ফুল। সন্ধ্যামণি ফুল বেশ কয়েকটা কালারের হয়ে থাকে। হলুদ কালার গোলাপি কালার বেশি দেখতে পাওয়া যায়। তবে যে কোন ফুল আমার কাছে গোলাপি কালারের বেশি ভালো মনে হয়। এ সমস্ত ফুলগুলো একসময় অনেক বেশি দেখতে পেতাম কিন্তু এখন তিনদিন যেন এই সমস্ত ফুলগুলো গ্রামগঞ্জ থেকে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে বাড়ির আশেপাশে এই সমস্ত ফুল গাছগুলো লাগিয়ে রাখার।
এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ধারাস একটা জনপ্রিয় সবজি। আমার কাছে বেশ ফেভারিট। সবজিটাও যেমন ভালো লাগে এই সবজির ফুলটাও আমার কাছে খুবই ভালো লাগে। কিছুটা সাদা আর হলুদ আকৃতিতে গড়া এই ফুলের সৌন্দর্য। এইজন্য সৌন্দর্যটা একটু বেশি থাকে।
এবার আমরা যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বন জঙ্গলে হয়ে থাকা ঘাস ফুল। ফসলের মাঠে এই জাতীয় ফুল একটু বেশি দেখতে পাওয়া যায়। আমার কাছে অনেক ভালো লাগে এই সমস্ত সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে। প্রায় লক্ষ্য করা যায় পুকুর পাড়ে অথবা ফসলের মাঠের দিকে এই জাতীয় ফুলগুলো ফুটে রয়েছে। বন জঙ্গলের মাঝে যেন অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়ক এই ফুল।
এখন আপনারা যে ফুল লক্ষ্য করছেন এটা দুপুর মনিপুর। এই ফুল দুপুরবেলা থেকে ফুটতে শুরু করে এবং সকাল হতে ঝরে পড়ে যায়। হয়তো এর জন্য এর নাম রাখা হয়েছে দুপুর মনি ফুল। আমাদের পুকুরপাড়ে বেশ কয়েকটা গাছ হয়ে থাকে প্রত্যেক বছর। আর সেখান থেকে আমরা ফটো ধারণ করতে পারি। বাগানের মধ্যে হয় এইজন্য গাছটা যত্নে থাকে।
এখন এটা দেখছেন, এটা লাল শাকের ফুল। আমরা অনেক কিছুর ফুল দেখে থাকি। সমস্ত ফুলের মধ্যে নিজস্ব সৌন্দর্য রয়েছে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো চোখে সুন্দর না দেখলেও ক্যামেরায় সুন্দর দেখায়। ঠিক তেমনি লাল শাকের ফুল গুলো আমাদের চোখের সামনে কতই লক্ষ্য করে থাকি। সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। যখন ক্যামেরা বন্দি করা হয় তখন বোঝা যায় এর সৌন্দর্য কত। সৌন্দর্য প্রকাশ করার জন্য ক্যামেরাবন্দি করেছিলাম। বেশ অনেকগুলো ফটো ধারণ করার মধ্য দিয়ে।
এখনো আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন এটা রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এ ফুল যে কোন মুহূর্তে ফুটে থাকে। ফাল্গুন চৈত্র মাসের দিক থেকে এই ফুলের দেখতে পাওয়া যায় বেশি। রঙ্গন ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। সবচেয়ে বেশি ভালোলাগার বিষয়ে একটি ডালে অনেকগুলো ফুল ফোটে এবং বেশ অনেকদিন থাকে। আমি মনে করি বাড়ির আশেপাশে সৌন্দর্য বৃদ্ধি করতে এই সমস্ত ফুল গাছ দুই একটা লাগিয়ে রাখা ভালো। এতে পরিবেশটা দারুন ভাবে ফুটে ওঠে।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | ফুল ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আজকের কাজ সম্পন্ন
https://x.com/Jannatul01B/status/1903263854408470571?t=60PqHxijOMHjj2JqhaAJQA&s=19

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ফুলগুলো আমার কাছে চেনা হলেও আপনার ফটোগ্রাফির মধ্য দিয়ে আরও অপরূপ সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর করে ফুলের ফটোগুলো আপনি তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
অসংখ্য ধন্যবাদ দাদা
খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। তবে প্রথমে যে ছবিটা বাগান বিলাস ফুল বলেছেন সেটা বাগান বিলাস ফুল নয়। এটা অন্য ফুল তবে নামটা আমার ঠিক মনে নেই। বাগান বিলাস ফুলগুলো অন্যরকম হয়ে থাকে। যাই হোক সবগুলো ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। দেখেও খুব ভালো লাগলো।
ভালো লাগলো আপনার মন্তব্য।
ফুলের ফটোগ্রাফিগুলো সত্যিই মনোমুগ্ধকর, প্রতিটি ছবিতে প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। বিশেষ করে রঙ্গন ও দুপুর মনি ফুলের ছবি খুব ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।