রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনুন ফটোগ্রাফি গুলো এক নজর দেখে আসি।
রেনডম ফটোগ্রাফি
প্রথমে ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইজন ভ্রাম্যমান প্লাস্টিক সামগ্রী বিক্রেতা রাস্তার উপর উপস্থিত হয়েছে। এদের সুন্দর এই ভ্যান গাড়িতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সমারোহ। হয়তো তারা দুইজন দুইপাশ থেকে এসে একসাথে দেখা হওয়াতেই তাদের ব্যবসা নিয়ে গল্প করছিল। ঠিক সেই সুযোগে আমিও পুকুরের এপার থেকে ফটোগ্রাফি করতে সক্ষম হয়েছি।
এখন আপনারা দেখছেন অতি চমৎকার ভাট গাছের ফুল। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখন কিন্তু এই ফুলগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায়। সবুজ পাতার গাছে চমৎকার এই সাদা সাদা ফুল গুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে আমার কাছে।
এই ফটোগ্রাফি তে আপনারা দেখতে পারছেন আমাদের গাছের বেল। গাছে পাতা ঝরে যাওয়ায় বেলগুলো দেখতে পাওয়া যাচ্ছে খুব সহজে। এজন্য মোবাইলের ক্যামেরা জুম করে ফটো ধারণ করতে সক্ষম হয়েছিলাম এবং বেলগুলো স্পষ্ট দেখার সুযোগ পেয়েছিলাম। আশা করি গাছটা দেখতে আপনাদের ভালো লেগেছে। আমি মনে করি গ্রামে যারা বসবাস করে তাদের প্রত্যেক দিন আর বাড়িতে এমন একটা করে বেল গাছ থাকা প্রয়োজন।
এই মুহূর্তে আপনারা যে ফটোগ্রাফি লক্ষ্য করছেন এটা একটি কুকুর শোকা নামক গাছের ফুল। ফুলটা দেখে আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর করে এর ফটো ধারণ করতে। তাই চমৎকার ভাবে ফুলটা ফটোগ্রাফি করতে সক্ষম হয়েছিলাম। বন জঙ্গলে ফুটে থাকে এই সমস্ত ফুলগুলো ভালো ডিভাইস দিয়ে ক্যামেরা বন্দী করতে পারলে অনেক ভালো লাগে।
এখন আপনারা দেখছেন একটি কলা গাছে কত সুন্দর ভাবে কলা ধরে রয়েছে। কলা গাছের এমন চিত্রগুলো মোবাইলে বন্দী করতে আমি অনেক অনেক পছন্দ করে থাকি। এটা আমাদের পুকুরপাড় থেকে একদিন ধারণ করেছিলাম। সেখানে বেশ অনেক গাছ রয়েছে। তার মধ্যে কিছু কাছে দেখেছিলাম এমন কলা ধরে রয়েছে। সবুজের মাঝে এমন ঘন সবুজ কলা গুলো ক্যামেরাবন্দি করতে আমি অনেক পছন্দ করি।
এখন আপনারা দেখতে পাচ্ছেন শিমের ফুল। আমাদের সবজি বাগানের সবজি গাছগুলোতে এমন সুন্দর ফুল ফুটেছিল। আমার কাছে অনেক ভালো লাগে যখন দেখি নিজেদের বাগানের মধ্যে বিভিন্ন শাকসবজির ফুল ফুটে থাকে সেগুলো মোবাইলে ধারণ করতে। সিমের ফুল গুলো গোলাপি বর্ণের হাওয়ায় আমার কাছে একটু বেশি ভালোলাগার মনে হয়।
এখানে দেখতে পাচ্ছেন একটি কুলের গাছ। কুল গাছের কুল শেষ হয়ে যাওয়ার পর ডাল কেটে দেওয়া হয়। ঠিক এখানে সেই চিত্র ফুটে উঠেছে। হয়তো কিছুদিনের মধ্যে গাছে আবার নতুন ডাল গজাবে পাতা হবে। এভাবেই প্রত্যেক বছর মানুষের কূল গাছগুলো ফল খাওয়া শেষে ছাঁটাই করে দেয়।
এখানে যে ফুল দেখতে পাচ্ছেন এটা আকন্দ ফুল। এই আকন্দপুর বন জঙ্গলে ফুটে থাকতে দেখা যায়। বর্তমান সময় এটা বন জঙ্গলে এই ফুল একটু বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে রাস্তার পাশ দিয়ে এই ফুল ফুটে থাকতে দেখি।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | রেনডম ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আজকের কাজ সম্পন্ন
সবকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। তবে বিশেষভাবে নজর কারলো ভাট ফুলের ফটোগ্রাফি। আমাদের এদিকে এই ফুলগুলোকে ভাটিয়া ফুল বলে। রাস্তার ধারে ফুটে থাকা এই ফুলের সৌন্দর্যের কোন কমতি নেই। অসাধারণ ফটোগ্রাফি গুলো ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে ভাট ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে।আর আজকে জানতে পারলাম যে আনন্দ গাছেও ফুল ফোটে আকন্দ ফুলের ফটোগ্রাফিটি ও অসাধারণ হয়েছে আপু সর্বোপরি ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ভাট ফুলের ফটোগ্রাফি এবং আকন্দ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।