বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।


img_1717143440639.jpg

Photo Editing by mobile gallery


আলোকচিত্র: ১



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি। বেশ অনেকদিন আগে গাংনী বাজারে কেনা কাটার জন্য যাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের নিকটস্থ মরকা বাজারে থামতে হয়েছিল। আর সেই জায়গা থেকেই এই ফটোটা ধারণ করেছিলাম। রাস্তার একপাশে যখন অবস্থান করছিলাম তখন দেখতে পারলাম রাস্তার উপর দিয়ে নীরবে একটি ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে। অনেকদিন পর এত সুন্দর একটি গাড়ি দেখতে পেরে খুবই ভালো লেগেছিল আমার।


IMG_20231223_153347_995.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ২



এখানে দেখতে পাচ্ছেন, বাজারে খোলা অবস্থায় বেশ অনেক প্রকার বিস্কুট বিক্রয় করা হয়। সে বিস্কুট গুলোর দৃশ্য। এই সমস্ত বিস্কুট গুলো খেতে খুবই ভালো লাগে। তবে কতটা স্বাস্থ্যসম্পন্ন তা জানা নাই। তবে মাঝেমধ্যে বাজারে গেলে কিছুটা করে কেনা হয়।


IMG_20240209_180223_9.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৩



এখানে দেখতে পাচ্ছেন গ্যাস বেলুন খেলনা। কোন এক রাতে গাংনী বাজার থেকে ফটোটা ধারণ করেছিলাম। কেনাকাটার উদ্দেশ্যে গাংনী বাজারে উপস্থিত হয়েছিলাম এবং সেই জায়গায় সন্ধান নেমে এসেছিল। যখন গাড়িতে উঠবো তখন লক্ষ্য করে দেখেছিলাম আমাদের চোখের সামনে এক বিক্রেতা এগুলো নিয়ে এসে দাঁড়ালো। আর তখনই সুযোগ হলো ফটো ধারণ করার।


IMG_20231223_182951_099.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৪



এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের উপরে রাখা রয়েছে একটি পাকা আম। এ পাকা আমটা প্রথম আমার হাতে দেওয়া হয়েছিল কাটার জন্য। এই বছরের প্রথম পাকা আম আমাদের গাছের। তাই স্মৃতি ধরে রাখতে ফটো ধারণ করেছিলাম।


IMG_20240515_121901_899.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৫



এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরপাড়ের শিমবানের ফুটন্ত শিমের ফুল। গাছে গাছে যখন অনেক ফুল ফুটে থাকে তখন সে দৃশ্যগুলো ফটো ধারণ করে মোবাইলে রাখতে আমার অনেক ভালো লাগে। এ যেন প্রাকৃতিক পরিবেশ ও অন্যরকম এক সৌন্দর্য উপভোগ।


IMG_20240108_172514_8.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৬



এটা ছিল শীতকালে খেজুর গাছের রস সংরক্ষণের জন্য গাছ তৈরি করার এক দৃশ্য। রস সংরক্ষণ করার জন্য খেজুর গাছটাকে সেভাবে তৈরি করা হয়েছে। তবে এই মুহূর্তে খেজুর গাছে বেশ ফুল এসে গেছে। অর্থাৎ এক ফোটার মধ্যে দুই রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।


IMG_20240117_163131_921.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৭



এটা দেখতে পাচ্ছেন গত বর্ষায় আমাদের পুকুরের পানি পরিপূর্ণতা। কিন্তু এ বছরে বৃষ্টি তেমন না হওয়ায় পুকুরে পানি একদম কম হয়ে রয়েছে। পুকুরে যখন পানি পরিপূর্ণ থাকে, আর ঝিরিঝিরি বাতাস হয়। ওই মুহূর্তে পুকুরের পানির ঢেউ দেখতে খুবই ভালো লাগে।


IMG_20230920_074751_454.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৮



এখন আপনারা দেখতে পাচ্ছেন আকাশের দৃশ্য। এটা শরৎকালে আকাশের চিত্র। আকাশের সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। আর বিশেষ করে পুকুরপাড় থেকে এই সমস্ত দৃশ্যগুলো দেখলে যেন মনে অনেক শান্তি লাগে। কারণ ফাঁকা মাঠ থেকে আকাশের সম্পূর্ণ দেখা যায়। প্রাকৃতিক পরিবেশে সবুজের মধ্য থেকে এই দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। যখন কলেজে লেখাপড়া করতাম তখন কলেজ ক্যাম্পাস থেকে উপভোগ করতাম। এখনো সুযোগ রয়েছে পুকুরপাড়ে সবজি ওঠাতে গিয়ে চেষ্টা করে থাকি।


IMG_20231118_095613_9.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৯



এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার একজন ভাই তার পুকুরে পাঙ্গাস মাছের খাবার দিচ্ছেন। এটা পাঙ্গাস মাছের মজুদ পুকুর। এখানে ছোট ছোট পাঙ্গাস মাছ মজুত রাখা হয় এবং শীতের পরে বিভিন্ন পুকুরে তুলে দেওয়া হয়। মাছের খাবার দেওয়ার এই মুহূর্তটা বেশ ভালো লাগে আমার।


IMG_20231015_074152_746.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন ছিল। বছরের প্রথম পাকা আমের ফটোগ্রাফি করেছেন। নীল আকাশের সৌন্দর্য এবং পুকুরে পানির ঢেউয়ের সৌন্দর্য বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

এমন মুহূর্তে পুকুর পাড়ে থাকতে ভালো লাগে আপু।

 last year 

বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ঘোড়ার গাড়ি ও আকাশের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

আজ আপনি বিভিন্ন পর্যায়ের বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। তবে আমার কাছে খুব ভালো লেগেছে ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমি অনেকদিন পর ঘোরার গাড়িটি দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি পোস্ট বরাবরই আমার কাছে খুব ভালো লাগে।
আপনি অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন দারুন সব সৌন্দর্য উপভোগ করলাম।
বিশেষ করে ঘোড়ার গাড়ি এবং মেঘের সৌন্দর্য সবথেকে বেশি ভালো লেগেছে।

 11 months ago 

ফটোগুলো ভালো লেগেছে যেন খুশি হলাম

 last year (edited)

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রাস্তা দিয়ে ঘোড়া চলাচলের দৃশ্য এবং আকাশের চিত্রটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে

 11 months ago 

যাই হোক কিছু ফটো তো ভালো লেগেছে

 last year 

আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো প্রাকৃতিক দৃশ্যের।আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর করে ফটোগ্রাফী গুলো আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। আপনার তোলা আকাশের দৃশ্যের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 last year (edited)

ভাই আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 last year 

আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। আপনি তো অনেক সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম। মাছের খাবার দেওয়া ফটোগ্রাফিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু অনেক অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

মাছের খাবার দিতে মাছের খাবার দেওয়া দেখতে আমারও ভালো লাগে।

 11 months ago 

হ্যা এই সময় মাছ গুলা পানির উপরে চলে আসে।

 last year 

বিভিন্ন পর্যায়ের খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাজার থেকে আমিও এই খান থেকেই কেজি দরে বিস্কুট কিনে আনে। আপনার শেয়ার করা আকাশের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 11 months ago 

এই বিস্কুট গুলো আমার খুব ভালো লাগে।

 last year 

বাহ আপনি তো অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং আকাশের দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি।

 last year 

আপনি বেশ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে রেনডম ও এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগে।এগুলো ফটোগ্রাফির মধ্যে আমরা বিভিন্ন ফটোগ্রাফি উপভোগ করতে পারি।তবে বিশেষ করে ঘোড়ার গাড়ি ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।