নয়টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি বেশ কয়েক ধরনের রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি পোস্ট সাজালাম। আমি আশা করব, আপনারা আমার এই পোস্টটাকে অনেক পছন্দ করবেন।


1000004313.jpg

ইনশট এপ্স দিয়ে ফটোগুলো এডিট করেছি





প্লেটে আপনারা দেখছেন পুলি পিঠা। এবছর বেশ কয়েকবার পুলি পিঠা তৈরি করা হয়েছে আমাদের বাসায়। নারিকেল দিয়ে আর ডালের সমন্বয়ে। তবে এই সিদ্ধ করা পুল পিঠার চেয়ে বেশি ভালো লাগে তেলে ভাজা পুলি পিঠাগুলো। তেলেভাজা পিঠাগুলো বাসি হলেও খেতে ভালো লাগে। আর এগুলো একটু গরম গরম বেশি ভালো লাগে।

IMG_20250117_195006_599.jpg


এখন আপনারা দেখছেন পাকান পিঠা। অনেকে এটা তেলে ভাজা পিঠা নামে জানে। গরম গরম মচমচে এই পিঠাগুলো খুবই ভালো লাগে। তেলের মধ্যে ছেড়ে দিলেই ফুলে ওঠে। শীতের সময় এই জাতীয় পিঠাগুলো আমি অনেক পছন্দ করি।

IMG_20250106_142642_476.jpg


অনেক সুন্দর একটি সরিষা ফুল দেখছেন। সরিষা ফুলের ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করে থাকি। শীতের সময় ফসলের মাঠে অনেক সুন্দর সরিষা ফুল ফুটে থাকতে দেখা যায়। সরিষা ফুলগুলো মনে রাঙিয়ে তোলে।

IMG_20250108_143826_536.jpg


এটা শিমের ফুল। এই সময়ের সবজি ক্ষেতে অন্যরকম আকর্ষণীয় ফুল এটা। এর কালার টা আমার কাছে খুবই ভালো লাগে। বেশ চমৎকার ভাবে ফুটে ওঠে সবজি গাছে উপর।

IMG_20250108_143756_475.jpg


এখানে দেখছেন একটি পোকা। পোকাটা একটি লতার পাতা নীরবে বসে খেয়ে চলছেন। গাছে বসে এমন পোকা গুলো পাতা খেয়ে বেঁচে থাকে। দেখে মনে হচ্ছে পাতার উপর বসে রয়েছে। দুনিয়ার বুকে সকল প্রাণী নিজের খাবার সংরক্ষণ করার জন্য প্রস্তুত থাকে। আমরা জানি রাত পোহালে আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণী কীটপতঙ্গ এভাবেই খাবার সংরক্ষণ করে।

IMG_20250111_142213_307.jpg


এখানে দেখছেন একটা সুন্দর তেলাপোকা। তেলাপোকাটা দেওয়ালের গায়ে নীরবে বসে রয়েছে। তেলাপোকা দেখতে অনেক ভালো লাগে। সুন্দর ভাবে ফটো ধারণ করতে পারলে বোঝা যায় এর সুন্দর তো কেমন। আমরা জানি অনেক পোকামাকড় রয়েছে তাদের চারটা হাত পায়ের উপর ভর দিয়ে চলে। অনেকে বলে চারটা পা আবার অনেকেই জানে দুইটা পা দুইটা হাত। তবে যেটা সামনের দুইটা হাতের মতো ব্যবহার করে পায়ের মতো ব্যবহার করে থাকে। তবে চিন্তার বিষয় হাত-পা বলেন যাই বলেন, এতে কিন্তু কাটার মত হুল রয়েছে।

IMG_20250113_233708_5.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন শহরের চিত্র। এটা আমাদের গাংনী শহরের একটি দৃশ্য। এটা গাংনীর প্রধান জায়গা। রাস্তার ওপাশে বটগাছ ছিল। বট গাছগুলো কাটা পড়ে গেছে তাই অনেকদিন পর দেখে চিনতে কেমন কেমন লাগছিল।

IMG_20250106_154202_225.jpg


এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বিল্ডিং। পান ধোয়া বাজারে যখন প্রথম অবস্থান করেছিলাম তখন এলাকাটা অনেক অনুন্নত ছিল। দিন দিন ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পান ধোয়া বাজার থেকে আমাদের বাসার এদিকে অনেকগুলো নতুন নতুন বিল্ডিং হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে বাজার পর্যন্ত আসলেই দেখা যায় নতুন বিল্ডিং এর কাজ চলমান। এভাবেই উন্নত হচ্ছে আমাদের দেশ।

IMG_20240531_175737_614.jpg





বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 3 months ago 

আপনি অনেক সুন্দর এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন ধরনের ফটোগুলো মিলে একটি অ্যালবাম তৈরি করলে বেশ ভালো লাগে। বিভিন্ন প্রচার ছবিগুলো দেখতে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 months ago 

গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি ধারণ করেছে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আজ আপনার ফটোগ্রাফি পোস্টির খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে সুন্দর করে পরিবেশন করেছেন। এ ধরনের বিভিন্ন ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে।

 3 months ago 

আরিব্বাস বেশ চমৎকার লাগলো আপনার ফটোগ্রাফি গুলি। বিশেষ করে সরিষা ফুল সিম ফুল এবং আপনাদের গাংনী শহরের একটি দৃশ্য। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যেই যেন দারুন সমকপ্রদ রয়েছে। আপনার থেকে এরকম দুর্দান্ত ফটোগ্রাফি গুলি আগামীতে আরও দেখতে চাই ভাই।

 3 months ago 

অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন আপনি।

 3 months ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো। খাবারের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। শিম ফুলের ফটোগ্রাফিও দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

ভালো লাগলো জেনে খুশি হলাম।

 3 months ago 

আজকে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী অনেক বেশি সুন্দর ছিল। আপনি প্রতিটি ফটোগ্রাফি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতি টি ফটোগ্রাফী অসাধারণ ছিল।

 3 months ago 

আপনার সাবলীল ভাষার মন্তব্য দেখে ভালো লাগলো।

 3 months ago 

আমার আজকের টাস্ক

1000004336.jpg

1000004338.jpg

1000004340.jpg

 3 months ago 

বাহ আপনি তো দেখছি একসাথে নয়টি রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। কারণ রেনডম ফটোগ্রাফিতে বিভিন্ন ক্যাটাগরি ফটোগ্রাফি থাকে তাই। পিঠার ফটোগ্রাফি দেখে বেশ ইচ্ছে করছে খেতে। তাড়ছাড়াও ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর দেখাচ্ছে।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনার মত আমার কাছেও সিদ্ধ পুলি পিঠার থেকে ভাজা পুলি পিঠা খেতে বেশি ভালো লাগে। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। তেলাপোকার ফটোগ্রাফি কিভাবে করলেন। এটি তো খুব স্থির থাকে না। যাই হোক ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ভাজা পিঠাটা আমার কাছে খুব ফেভারিট।

 3 months ago 

আজকে আপনি সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। পিঠা এর ফটোগ্রাফি দেখে তো খেতে মন চাইছে। তবে সরিষা ফুলের ফটোগ্রাফি এবং শিমের ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 3 months ago 

পোস্ট ভিজিট করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ওয়াও আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।

 3 months ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া