আটটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম।
ধান গাছে যখন শিষ বের হয় তখন দেখতে অনেক ভালো লাগে। পাশাপাশি শত শত ধানের গাছ গুলোতে শিষ বের হয়ে আসে এভাবে। দেখে অন্যরকম ভালোলাগা খুঁজে পায় আমি। সবুজ পাতার উপরে কত সুন্দর সুন্দর শিশুর গুলো উঁকি দিয়ে ওঠে। এগুলো দেখলেও যেমন ভালো লাগে এমন পরিবেশে উপস্থিত হতেও ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করে থাকে তখন।
বাজারে মাছ কিনতে গিয়ে দেখলাম একজন বিক্রেতা ছোট ছোট পুটি মাছ বিক্রি করছে। একটা সময় ছিল যখন আমরা এই জাতীয় মাছ গুলো বড়শি দিয়ে ধরতাম। এখন হয়তো অনেকদিন আর এই জাতীয় মাছ গুলো দেখা পায় না। তবে মাঝেমধ্যে দেখা যায় বাজারে বিক্রয় করতে নিয়ে আসে অনেক মানুষে।
এই ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাঝখানের সুন্দর চিত্র। ফেরিতে ভেসে চলার মুহূর্তে ধারণ করেছিলাম। নদীর বুকে পানের ঢেউগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর যখন যানবাহন ছুটে চলে সেই মুহূর্তে পানির ঢেউ অসাধারণ হয়ে যায়। রোদের সময় পানির মধ্যে মনে হয় যেন সূর্যের কিরণ ঝিলিক মারছে। এমন দৃশ্যগুলো দেখতে আরো বেশি ভালো লাগে আমার।
এখানে ফটোগ্রাফিতে আপনারা দেশের অসাধারণ ভুট্টা গাছ। গাছগুলো ঘন সবুজ ভাবে বেড়ে উঠছে। সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপন করা হয়েছিল। এইজন্য গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। তাই ফটো ধারণ করেছিলাম। আশা করব সবুজ এই সুন্দর গাছগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
এই ফুলটার নাম আমার সঠিক জানা নেই তবে ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল। বাজারে দেখলাম একটু দোকানের পাশে সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে অনেকগুলো। ঠিক সেখান থেকে আমি ফটো ধারণ করেছিলাম এক রাতে। বাসায় ফিরতে অনেক দেরি হয়েছিল আমার। এইজন্য ফটো ধারণ করেছিলাম গাড়ির জন্য অপেক্ষা করার মুহূর্তে।
এই মুহূর্তে ফটোগ্রাফিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সাভার নবীনগর ফ্লাইওভার। এই প্রায় ওভারটা অন্যান্য ফ্লাইওভারের তুলনায় অনেকটা উন্নত। একদম এইপার থেকে ওপার পর্যন্ত ফুল গাছ দিয়ে সাজানো। আমার ঢাকা শহরে সকল ফ্লাইওভার এর মধ্যে এ ফ্লাইওভারটা অনেক বেশি ভালো লাগে। এখানে উত্তর দক্ষিণের বাতাস অনেক বেশি গায়ে লাগে। এখান থেকে ফটো ধারণ করতে ভিডিও ধারণ করতেও ভালো লাগে।
এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ছয়টা বাঁধাকপি। ফসলের মাঠে বাঁধাকপি গুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে। এগুলো সারিবদ্ধ ভাবে লাগানো হয়। দিন দিন যখন বড় হয়ে ওঠে তখন দেখতে এতটা মনোমুগ্ধকর হয়ে ওঠে যা স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না। আমি ছোট থেকেই যখন গ্রামে বসবাস করেছি, তখন প্রায় এগুলো দেখেছি। দীর্ঘদিন শহরে আসার পর যখন আবারো গ্রামের দিকে রানিং হয়েছি তখন থেকে আবার দেখার সৌভাগ্য হয়েছে। মাঝখানে দীর্ঘ বছর মিস করেছি লেখাপড়ার জন্য।
সরিষা ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আমরা সবাই কমবেশি সরিষা ফুলকে অনেক বেশি পছন্দ করে থাকি। বর্তমান মোবাইলের যুগ এসে এমনিতেই বেশি সংখ্যক মানুষ ফটোগ্রাফি ভিডিও ধারণ করতে পছন্দ করে। সেক্ষেত্রে যারা মিডিয়ায় কাজ করে থাকে বা বিভিন্ন জায়গায় কাজ করে তারা কিন্তু অবশ্যই ফটো ভিডিও ধারণ করার জন্য সরিষা ফুলের খেতে উপস্থিত হয়। ঠিক তেমনি আমিও সরিষা ফুল অনেক পছন্দ করি এবং ফটো ধারণ করতে ভালোবাসি।
ফটোগ্রাফি | রেনডম |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
Twitter-promotion
আমার আজকের টাস্ক
আপনি আজকে আটটি ফটোগ্ৰাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অসাধারন লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধানের শীষের ফটোগ্ৰাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ
গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন বেশ কয়েকটি ফটোগ্রাফির মাধ্যমে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটি ছবিতে গ্রামের সৌন্দর্য সুস্পষ্ট ফুটে উঠেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য।
মন্তব্য ভালো লেগেছে
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।সরিষার ফুল, নদী ও ধান গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে।এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখেই একদম চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুশি হলাম
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি এবং বাঁধাকপির ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং পদ্মা নদীর ফটোগ্রাফি ও নাম না জানা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পাশে থাকবেন এভাবে
আটটি ফটোগ্রাফির সমন্বয়ে দারুন একটি অ্যালবাম সাজিয়েছেন আপনি। আপনার এলবামে থাকা প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে প্রথমের ফটোগ্রাফি দুটি একেবারে দুর্দান্ত হয়েছে। এরকম চমৎকার ফটোগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বাঁধাকপি দেখে খুব ভালো লাগলো। সবুজ ভুট্টা গাছের সৌন্দর্য বেশ দারুণ । এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
https://x.com/dream_boy56923/status/1913833623247053062?t=vo782iMUyyAqVp7ooKXCGg&s=19
https://x.com/dream_boy56923/status/1913833646290833488?t=x3DQHXFfeBTE_SMHp4KikQ&s=19
https://x.com/dream_boy56923/status/1913833646290833488?t=6LOwjlbNNqsF7E32poaCrw&s=19
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি আজকের অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ একইসাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো আপনার কাছ থেকে দেখে খুব ভালোই লাগলো৷ এখানে আপনি যে পদ্মা নদীর মাঝখানের এই সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে এবং এটি আপনি খুবই সুন্দরভাবে ক্যাপচার করেছেন৷