ফটোগ্ৰাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি দিয়ে একটি অ্যালবাম
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
![]() |
---|
ক্যাপশন: শুকনো গাছ
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি শুকনো গাছের ফটোগ্ৰাফি।পাতাহীন গাছ হলো এমন গাছ যার কোনো পাতা নেই, যা স্বাভাবিক বা অস্বাভাবিক কারণেও হতে পারে। এটি বিভিন্ন পরিস্থিতি বা প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল হতে পারে।পাতাঝরা গাছগুলি সাধারণত বর্ষা বা বসন্তে নতুন পাতা গজায়।পাতাহীন গাছ কাঠের কাজে বা জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য।আমি এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম একটি নার্সারি।
![]() |
---|
ক্যাপশন: ব্রিজ
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি নাগের হাটের ব্রিজের ফটোগ্রাফি।নাগের হাটের ব্রিজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেতু, যা নাগের হাট এলাকায় অবস্থিত। এটি সাধারণত স্থানীয় যোগাযোগ ও পরিবহনের জন্য ব্যবহৃত হয়। নাগের হাটের ব্রিজটি নদী বা খালের উপর নির্মিত হতে পারে এবং এটি আশেপাশের গ্রাম বা শহরের মানুষের চলাচলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।আমি আর আমার বন্ধু মিলে বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম।এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর আমি দেখা মাত্রই এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
![]() |
---|
ক্যাপশন: যমুনেশ্বরী নদী
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
যমুনেশ্বরী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ছোট নদী। এটি প্রধানত যশোর জেলার অন্তর্গত এবং স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ। নদীটি যশোরের মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।যমুনেশ্বরী নদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম আলোচিত, তবে এটি স্থানীয় জনজীবনে গুরুত্বপূর্ণ।আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
![]() |
---|
ক্যাপশন: গেইট
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি ওয়াজ মাহফিলের গেইট।ওয়াজ মাহফিলের গেইট" বলতে সাধারণত ইসলামিক বক্তৃতা বা ধর্মীয় সমাবেশের (ওয়াজ মাহফিল) প্রবেশদ্বার বা গেটকে বোঝায়ওয়াজ মাহফিলের স্থানে প্রবেশের জন্য নির্ধারিত গেট বা দরজা, যেখানে উপস্থিত লোকদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয়।আমি অন্ধ হাফেজের মাজারে ওয়াজ শুনতে গিয়েছিলাম সেখান থেকে এই ফটোগ্রাফিটি সংগ্ৰহ করেছিলাম।
![]() |
---|
ক্যাপশন: নাম না জানা ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। সাদা রঙের এই ফুল দেখতে যত বেশি সুন্দর তেমনি এই ফুলের গুণের ও অভাব নাই। আমার সাদা রঙের ফুল ভীষণ পছন্দের।আমি এই ফুল দেখা মাত্রই এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
1.https://x.com/Moto5g638776/status/1912444834310221870?t=hbOC7k52YKy6AO9RoktpUg&s=19
2.https://x.com/Moto5g638776/status/1912445952973058090?t=sRQJ6qyqRaw5xblGTukoXg&s=19
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।
আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
যমুনেশ্বরী নদীটা বেশ দারুণ লাগল দেখে। ছোট সাদা ফুলটার ফটোগ্রাফি বেশ দারুণ করেছেন ভাই। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।