ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
![]() |
---|
ক্যাপশন: ঢেঁড়সের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
![]() |
---|
ক্যাপশন: নয়নতারা ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল একটি চিরসবুজ ও ঔষধিগুণসম্পন্ন ফুলগাছ।বাংলাদেশে নয়নতারা ফুল খুব সহজে জন্মে এবং সারা বছরই ফোটে, বিশেষ করে বারান্দা, বাগান বা রাস্তার ধারে দেখা যায়।সাদা, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, বেগুনি ইত্যাদি।নয়নতারা শুধু সৌন্দর্যই বাড়ায় না, এর ভেতরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঔষধিগুণ।
![]() |
---|
ক্যাপশন: জবা ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল প্রকৃতির এক মনোহর রঙিন উপহার। এটি বাংলাদেশসহ উপমহাদেশের একটি বহুল পরিচিত ও প্রিয় ফুল।আমাদের দেশে একে ধর্মীয়, শৌখিন, ও ঔষধি – তিনভাবেই ব্যবহার করা হয়।হিন্দু ধর্মে জবা ফুল দেবী দুর্গা, কালী ও গণেশ পূজায় অপরিহার্য।জবা ফুল ও পাতা পিষে তেল তৈরি করে মাথায় দিলে চুল মজবুত হয়।
![]() |
---|
ক্যাপশন: রঙ্গন ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল গ্রামীণ বাংলার বাগান কিংবা শহরের পাড়ায় পাড়ায় দেখা যায় এই ছোট ছোট গুচ্ছ গুচ্ছ রঙিন ফুল। এর সৌন্দর্য যেমন নজরকাড়া, তেমনি এর ঔষধিগুণও অবহেলার নয়। রঙ্গন গাছের ফুল সাধারণত একসাথে অনেকগুলো ছোট ফুলের গুচ্ছ তৈরি করে, যা দূর থেকে দেখলে একটাই বড় ফুলের মতো লাগে।
![]() |
---|
ক্যাপশন: অলকানন্দা ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি অলকানন্দা ফুলের ফটোগ্রাফি।অলকানন্দা ফুল — নামের মধ্যেই আছে এক ধরণের কাব্যিকতা, শান্ত সৌন্দর্য ও প্রাকৃতিক ঐশ্বর্যের ইঙ্গিত। তবে বাস্তবে “অলকানন্দা” নামে পরিচিত ফুলটি অনেক সময় আঞ্চলিক বা লোকজ নামে ডাকা হয় এবং এর পরিচিতি অঞ্চলভেদে আলাদা হতে পারে। বাংলা ভাষায় এটি মূলত ধার্মিক, কাব্যিক, বা লোকজ সাহিত্য-ভিত্তিক নাম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
![]() |
---|
ক্যাপশন: নাম না জানা ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় অসম্ভব। আসলে ফুল হচ্ছে পবিত্র এবং সৌন্দর্যের প্রতীক।এটি একটি আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি।আমি ওয়াজ মাহফিল থেকে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
![]() |
---|
ক্যাপশন: জারবেরা ফুলের ফটোগ্রাফি
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি জারবেরা ফুলের ফটোগ্রাফি।জারবেরা ফুল এক আধুনিক, রঙিন ও চমৎকার ফুল যা এখন শহর-বন্দর, গ্রাম-বাগানে সমান জনপ্রিয়।লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, বেগুনি, এমনকি দুই বা ততোধিক রঙের মিশ্রণে পাওয়া যায়।শুভেচ্ছা, জন্মদিন, বিবাহ বা ভালোবাসার দিনে উপহার হিসেবে উপযুক্ত।জারবেরা ফুলকে অনেকে উচ্ছ্বাস, নির্ভরতাবোধ ও আনন্দের প্রতীক মনে করেন। এর রঙের বৈচিত্র্য মানুষের মনের বৈচিত্র্যকেও প্রকাশ করে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ফুলের ফটোগ্রাফি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। জারবেরা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি আপনার সব গুলো ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ওয়াও ভাই আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাই।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বাহ আপনি তো ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। তবে এই ধরনের ফটোগ্রাফি দেখলে বারবার দেখতে মন চায়। যদি আপনি এমনিতে অসাধারণ ফটোগ্রাফি করেন। অনেক অনেক ধন্যবাদ বিভিন্ন রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি তো দু রকমের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা আমার কাছে ফুলের ফটোগ্রাফি এবং আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দুটোই ভীষণ ভালো লেগেছে। জবা ফুল নয়ন তারা ফুল আমার ভীষণ পছন্দের। আপনি এত সুন্দর করে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।
ফুল গুলো দেখতে অনেক সুন্দর। দারুন দারুন ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালোই লাগছে। একই সাথে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার একটি পোস্ট দেখতে পারলাম৷ এর মধ্যে পাঁচ নাম্বারে আপনি যে অলকানন্দ ফুলের এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷