আহলান সাহলান হে পবিত্র মাহে রমজান।।
বাংলা ভাষার কমিউনিটি
Image source https://pixabay.com/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, সুস্থ আছেন। আজকে থেকে শুরু হয়েছে রহমত বরকতের মাস মাহে রমজান। সারা বিশ্বের মুসলমান গণ খুবই গুরুত্বের সাথে রমজান মাস পালন করে থাকে। খুশির মাস, ক্ষমা পাওয়ার মাস, আত্নত্যাগের মাস পবিত্র রমজান মাস।
রমজান মাসের চাঁদ উঠার মাধ্যমে শুরু হয় রমজান মাস। রহমত, বরকত ও নাজাত, এই তিন ভাগে ভাগ করা হয়েছে মাহে রমজান কে। রমজানের চাঁদ দেখলেই সবার মাঝে আনন্দ কাজ করে। গতকাল আসরের পর থেকেই অফিসে রমজান মাস নিয়ে আলোচনা শুরু হয়। অন্যান্য দিন একটু দেরি করে অফিস থেকে বের হলেও গতকাল সবাই ছয়টা বাজার সাথে সাথে অফিস থেকে বের হয়ে গেছে। আমি মাগরিবের নামাজ পড়ে বাসায় গিয়েছি।বাসায় যাওয়ার সময় অনেক দোকানে, অনেক বাসায় রমজানের আগমনী গজল শুনতে পায়।
বাসায় গিয়ে আনুষাঙ্গিক কিছু কাজ করতে করতেই এশার নামাজের আজান দিয়ে দেয়। তারাতাড়ি অজু করে মসজিদের দিকে রওয়ানা দিলাম। মসজিদ বাসার কাছেই যেতে দুই মিনিট সময় লাগে। রাস্তায় ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখতে পেলাম। রমজানের আগমনে তারাও অনেক খুশি। ছোট ছোট বাচ্চারা বাবা, চাচা, দাদা, ভাইদের সাথে মসজিদে নামাজ পড়তে এসেছে। এটা যেন অন্যরকম এক অনুভুতি।
মসজিদে গিয়ে দেখি প্রচুর মুসল্লি। প্রথম রমজানের তারাবীহ নামাজ পড়তে এসেছে সবাই। আমি মসজিদে যেতে যেতে এশার নামাজের জামায়াত শেষ হয়ে গেছে। তাই একা একা এশার নামাজের ফরজ পড়ে তারাবীহ নামাজে যুক্ত হলাম। প্রথম ছয় রোজার তারাবীহতে দেড় পারা করে পবিত্র কোরআন মাজীদ তেলাওয়াত করা হয়। যার ফলে একটু সময় বেশি লাগে। তারাবীহ নামাজ শেষ হতে হতে দশটার উপরে বেজে যায়।
তারাবীহ নামাজ পড়ে বাসায় এসে কমিউনিটির কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। আজকের সেহরি খাওয়ার শেষ সময় ছিল ৫.০৪ মিনিট পর্যন্ত। সাড়ে চারটায় এলার্ম দিলেও চারটার সময় ঘুম ভেঙে যায়। চারটার সময় ঘুম থেকে উঠে সেহরি খেয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। অন্য মাসে যে নামাজ আদায় করা আমার পক্ষে খুবই কঠিন। কারন আমি ঘুমে খুবই গাদা।😒
তারপর ফজরের নামাজ পড়ে ঘুম দিলাম। সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। রমজান মাসে সকাল বেলা, লাঞ্চের সময় খাওয়া দাওয়ার কোন জামেলা নেই। প্রথম রোজা কিছু টা কষ্ট হবে, তবে দুই একদিন পরে স্বাভাবিক হয়ে যাবে। রোজা পালন করা সৃষ্টিকর্তার হুকুম। তাছাড়া রোজা পালন করা স্বাস্থ্যের জন্যও ভালো।
রমজানে পাকস্থলী থাকুক অভুক্ত, আত্না থাকুক পরিতৃপ্ত। চোখ থাকুক অশ্রুসিক্ত,কথা থাকুক সীমিত। সমস্ত অন্যায় অপরাধ থেকে শরীর থাকুক মুক্ত। হালাল খাবার দিয়ে সেহরি ও ইফতার করি, বেশি বেশি দান সদকাহ করি। একে সত্তর নেকি অর্জন করি। রমজানের পবিত্রতা রক্ষা করি।
Image source https://pixabay.com/
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
পুরো এগারো টা মাস আমরা এই মাসটার জন্য অপেক্ষা করে থাকি। এই মাসের গুরুত্ব একেবারে অন্যরকম বলতেই হয়। চমৎকার লাগল আপনার লেখাটা ভাই। দারুণ ভাবে নিজের অনূভুতি তুলে ধরেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।