||রাখি পড়ার উপলক্ষে কালার পেপার দিয়ে রাখি বানানো ||১০%shy-fox এর জন্য

Screenshot_20220811_130005~2.jpg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ
বৃহস্পতিবার, আগস্ট ১১/২০২২

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি ।আশাকরি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে রাখি পড়ার উপলক্ষে রঙিন কাগজ দিয়ে রাখি বানিয়েছি। আজকে সকালে এনাউসমেন্টে দেখলাম সকল ভাইদের রাখি পরানো হবে দেখে আমার অনেক ভালো লাগলো ।রাখি পরানো মানে ভাই বোনের সম্পর্ক আরো সুন্দরভাবে গড়ে তোলা আসলেই এই দিনটা আসলে অনেক মজা হয়। সকল ভাইয়েরা বোনদের কাছ থেকে রাখি পড়ে এবং তাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয়। আসলেই উৎসব মানে আনন্দর দিন আমাদের এদিকে রাখি পড়ানোর দিন অনেক ধরনের মিষ্টান্ন খাবার তৈরি করা হয়। মিষ্টান্ন খাবার দিয়ে প্রথমে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবে নিয়েছি আজকে আমি কালার পেপার দিয়ে রাখি বানাবো। আসলেই রাখিটা বানাতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে কোন উৎসবের জিনিস বানাতে তেমন কিছু মনে হয় না খুব সহজেই জিনিসগুলো বানিয়ে ফেলা যায় ।তাই আমার রাখিটা বানাতে তেমন একটা সময় লাগেনি তাহলে চলুন বন্ধুরা দেখে আসা যাক কালার পেপার দিয়ে কিভাবে রাখি বানানো যায়।

••রাখিটা বানাতে প্রয়োজনীয় উপকরণ গুলো••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
কালার পেপারদুইটা
কালো পেনএকটি
গামের আঠাএকটি
কাচিএকটি
কাঁটা কম্পাসএকটি
রুল পেন্সিলএকটি
রাবারএকটি
লাল পুতিচারটা
ধাপঃ১

IMG_20220811_125144.jpg

প্রথমে আমি কাটা কম্পাস, রোল পেন্সিল ,কলম ,রাবার , গামের আঠা কাচি নিয়ে নিয়েছি।
image.png

ধাপঃ২

IMG_20220811_115634~2.jpg

এবার কাটা কম্পাসের সাহায্যে অনেকগুলো কালার পেপার গোল করে নিব গোল করা হয়ে গেলে কাচির সাহায্যে কেটে নিব।
image.png

ধাপঃ৩

IMG_20220811_115958~2.jpg

এবার আমি কেটে নেওয়া কালার পেপারগুলো মাঝখান দিয়ে ভাঁজ করে নিব।
image.png

ধাপঃ৪

IMG_20220811_121545~2.jpg

এবার ভাজ করা কালার পেপার একটা কালার পেপার এর ভেতরে আরেকটা কালার পেপার আঠা দিয়ে লাগিয়ে নিব।
image.png

ধাপঃ৫

IMG_20220811_123148~2.jpg

এবার কেটে নেওয়া কালার পেপারগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়ে গিয়েছে।
image.png

ধাপঃ৬

IMG_20220811_123356~2.jpg

এবার সাজানো কালার পেপার এর উপরে গামের আঠা গোল করে দিয়ে দিব।
image.png

ধাপঃ৭

IMG_20220811_123516.jpg

গামের আঠার উপর লাল পুঁতিগুলো বসিয়ে নিব।
image.png

ধাপঃ৮

IMG_20220811_123852~2.jpg

এবার রাখি হাতে বাধার জন্য একটা ফিতি করে নিব। ফিতি করার জন্য আলাদাভাবে সবুজ কালারের একটা কালার পেপার নিয়ে নিয়েছি, এবার সবুজ কালারের কালার পেপারের মাঝখান দিয়ে ভাজ করে নিয়ে দুই দিকে একটু বিকিয়ে কেটে দিলে একটু ফুল আকারের দেখতে হবে।
image.png

ধাপঃ৯

IMG_20220811_125054~2.jpg

এবার আজকের সেই রাখি বানানো হয়ে গিয়েছে রাখি হাতে বাঁধার জন্য কালার পেপার দিয়ে তৈরি করা ফিতিতে হালকা একটু আঠা লাগিয়ে নিব। আঠা লাগানো হয়ে গেলে পেছনে দিকে লাগিয়ে দিব তাহলে খুব সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে রাখি।

  • ধন্যবাদ সবাইকে এতখন আমার সাথে থাকার জন্য ।আশা করি আমার এই কালার পেপার দিয়ে রাখি বানানো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে একটি রাখি তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রিমা খাতুন এর রাখি বন্ধনের রাখি মালাটি আমার হাতে পরিয়ে দিলে খুশি হতাম। খুবই সুন্দর হয়েছে তাই বললাম আর কি। তবে হাতে পরালে হয়তো দীর্ঘস্থায়ী হবে না, ঘরে টাঙিয়ে রাখলে বেশ ভালো হয়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রাখি বন্ধন উপলক্ষে রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি রাখি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজ দিয়ে তৈরি করার কারনে এটি অনেক বেশি আকর্ষণীয় লাগছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কালার পেপার দিয়ে অনেক সুন্দর একটি রাখি তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে রাখিটি। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি রাখি তৈরি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু নিজের মতো করে চেষ্টা করেছি।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে রাখি পড়ার উপলক্ষে কালার পেপার দিয়ে রাখি বানানো খুবই অসাধারণ লাগলো। আপনি প্রতিটি ধাপে ধাপে খুব চমৎকারভাবে এর মাঝে উপস্থাপন করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।